Ravichandran Ashwin retirement: ধোনির স্টাইলে সিরিজের মাঝপথেই কেন অবসর! অশ্বিনের বিদায়ে টিম ইন্ডিয়ার বড় রহস্য ফাঁস

Ravichandran Ashwin retirement: গাব্বায় ভারতীয় দলের ড্রেসিংরুমের যে ভিডিও প্রকাশিত হয়েছে, তাতে রবিচন্দ্রন অশ্বিনকে প্রায় কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে।

Ravichandran Ashwin retirement: গাব্বায় ভারতীয় দলের ড্রেসিংরুমের যে ভিডিও প্রকাশিত হয়েছে, তাতে রবিচন্দ্রন অশ্বিনকে প্রায় কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
R Ashwin retirement rumour

R Ashwin Retirement: সিরিজের মাঝপথেই অবসরের সিদ্ধান্ত রবিচন্দ্রন অশ্বিনের (টুইটার)

Reason Behind Ravichandran Ashwin's Sudden Retirement: গাব্বায় টেস্ট শেষের পরেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেট সমাজকে অবাক করে দিয়েই সরে দাঁড়াচ্ছেন স্পিন কিংবদন্তি। এটা অনেকের কাছে অপ্রত্যাশিত হলেই যথেষ্ট ভাবনা চিন্তা করেই নেওয়া হয়েছে। এমনটাই জানা যাচ্ছে।

Advertisment

বর্ডার গাভাসকার ট্রফির গত বছরে হোম টেস্টের সিরিজে অশ্বিনের অবসরের কাহিনী চাওর হয়ে গিয়েছিল। তখন না নিলেও এবার আর দ্বিধা করেননি। হাঁটু জবাব দিচ্ছিল। পারছিলেন না। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন কেরিয়ার লম্বা করার দরকার নেই। এখানেই থামিয়ে দেওয়া হয় দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ার।

জানা যাচ্ছে, অশ্বিন অস্ট্রেলিয়ার বিমানে চড়ার আগেই পরিবারকে জানিয়ে দিয়েছিলেন, তিনি অবসরের কথা ভাবনাচিন্তা করছেন। সেই সময় পরিবারের তরফে তাঁকে ভাবনাচিন্তা করেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আসে। তিনি পাল্টা পরিবারকে জানান, অস্ট্রেলিয়ায় কেমন পারফর্ম করেন, তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Advertisment

আরও পড়ুন: আর দেখা যাবে না বাইশ গজে, শেষ আলিঙ্গন অশ্বিন-কোহলির

রোহিত শর্মা আগেই জানিয়েছেন, পারথে নামার পর এডিলেডে দ্বিতীয় টেস্ট খেলতে নামার ঠিক আগেই ক্যাপ্টেনকে ক্রিকেট থেকে সম্ভাব্য বিদায়ের কথা জানান। এমনকি ব্রিসবেন টেস্টের প্রথম একাদশে ঢোকার লড়াইয়েও ছিলেন। তবে শেষমেষ জাদেজাকে সুযোগ দেওয়া হয়। আরও জানা যাচ্ছে গাব্বায় টেস্ট চলার সময় ব্যক্তিগতভাবে প্রত্যেক ক্রিকেটারকে তিনি অবসরের কথা জানিয়ে দেন। যে ঘটনায় অনেক সতীর্থই অবাক হয়ে যান। সিডনি এবং মেলবোর্নের মত পিচে অশ্বিনের খেলার সম্ভবনা ছিল ভালোমত। তবে সমস্ত দিক বিবেচনা করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।

অশ্বিন বিদায়ী লগ্নে মিলে গিয়েছেন ধোনির সঙ্গে। ২০১৪-য় ধোনি অস্ট্রেলিয়া সফরে গিয়ে আচমকাই তৃতীয় টেস্টের পর অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। চতুর্থ টেস্টে কোহলি অধিনায়কত্ব করেন।

ব্রিসবেনে ব্যাট হাতে ভারতের মান বাঁচিয়েছেন জাদেজা। এদিকে অশ্বিনের হাত থেকে অফস্পিন বিভাগের দায়িত্বভার তুলে নেবেন ওয়াশিংটন সুন্দর। যদিও তিনি অশ্বিনের থেকে অনেকটাই আলাদা।

৩৮ বছরের তারকা হোম সিজন শুরু করেছিলেন বাংলাদেশের বিপক্ষে। সিরিজের সেরা হওয়ার পর ভাবা হয়েছিল এখনও হয়ত বেশ কয়েকটা সিজন রয়ে গিয়েছে বর্ষীয়ান তারকার কাছে। তবে বর্ডার গাভাসকার ট্রফির পর ভারতের আপাতত লাল বলের সূচি নেই সামনে। তাছাড়া হাঁটুর চোট ভুগিয়েই চলেছে তাঁকে। বিদেশের মাটিতে প্ৰথম একাদশে নিশ্চিত নয় বহুদিনই। সমস্ত দিক বিবেচনা করেই অশ্বিন কেরিয়ার প্রলম্বিত করার পথে হাঁটলেন না।

বৃহস্পতিবারই দেশে ফেরার বিমানে চাপছেন কিংবদন্তি। সম্ভবনা রয়েছে দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ারও। অতীতে তিনি বলেছেন, রঞ্জিতে তামিলনাড়ুকে চ্যাম্পিয়ন করা তাঁর স্বপ্ন। এবার প্লে অফের লড়াইয়েও রয়েছে তামিলনাড়ু। তাই অশ্বিনকে সাদা জার্সিতে নামতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। আইপিএলে সদ্যই তাঁকে কিনে নিয়েছে সিএসকে, ৯.৭৫ কোটি টাকার। এই সিজন শেষে আইপিএল থেকেও প্রস্থান করতে দেখা যেতে পারে তাঁকে।

Ravichandran Ashwin Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India Border-Gavaskar Trophy