আজ মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন। দেশজুড়ে পালিত হচ্ছে ১৪৯ তম গান্ধীজয়ন্তী। ১৮৬৯ সালের ২ অক্টোবর পোরবন্দরে জন্মগ্রহণ করেন ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন সময়কালের এই রাজনৈতিক নেতা। জাতির জনককে এদিন শ্রদ্ধা জানালেন টিম ইন্ডিয়ার শিখর ধাওয়ান ও রবিচন্দ্রন অশ্বিন। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও টুইট করলেন বাপুর বিশেষ দিনে।
গান্ধীর একটি উক্তি দিয়েই টুইট করলেন টিম ইন্ডিয়ার মারকুটে ওপেনার ধাওয়ান। অন্যদিকে আজকের দিনে দাঁড়িয়ে গান্ধীজির দু’টি চারিত্রিক বৈশিষ্ট্যের খোঁজে দেশের অন্যতম সেরা স্পিনার অশ্বিন। তিনি লিখলেন, “ আজ দেশজুড়ে পালিত হচ্ছে গান্ধীজয়ন্তী। আচ্ছা আমরা কি গান্ধীর দু’টি চারিত্রিক বৈশিষ্ট্য, সততা ও অহিংসা প্রতিদিনের জীবনের অঙ্গ করতে পারি না?
আরও পড়ুন: Gandhi Jayanti Wishes 2018: গান্ধীজির জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন
গান্ধী একজন শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসেবে তাঁর প্রথম অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনও করেছিলেন তিনি। ২০০৭ সালের ১৫ই জুন রাষ্ট্র সংঘের সাধারণ সভায় ২ অক্টোবর-কে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়।