Gautam Gambhir-Sarfaraz Khan: Gautam Gambhir-Sarfaraz Khan: ভারতীয় দলের তারকা ব্যাটারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করলেন প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি তারকা ব্যাটার সরফরাজ খানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার গোপন খবর ফাঁসের অভিযোগ করেছেন। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজে দলের সঙ্গে ছিলেন সরফরাজ। কিন্তু, তাঁকে কোনও ম্যাচ খেলানো হয়নি। সেই সরফরাজের বিরুদ্ধেই গম্ভীর বোর্ডের কাছে অভিযোগ জানিয়েছেন।
ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর ট্রফির সময়, ভারতীয় ড্রেসিংরুম থেকে 'ফাঁস' হওয়া বেশ কয়েকটি তথ্য- প্রতিবেদন এবং গুজব আকারে ছড়িয়ে পড়ে। ভারত সিরিজে ১-৩ ব্যবধানে হেরে যাওয়ার পর সেনিয়ে উথালপাতাল শুরু হয়েছে। সম্প্রতি ভারত অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর ও বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকর পরাজয়ের জেরে বিসিসিআই সদর দফতরে পর্যালোচনা সভায় যোগ দিতে বাধ্য হয়েছিলেন। এবার সংবাদ সংস্থার এক ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৈঠকে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ব্যাটসম্যান সরফরাজ খানের বিরুদ্ধে ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ এনেছেন। গম্ভীর বা সরফরাজ অবশ্য এই প্রতিবেদনের ব্যাপারে কোনও মুখ খোলেননি।
২০১৪-১৫ মরশুমের পর অস্ট্রেলিয়া এবারই প্রথম বর্ডার গাভাসকর ট্রফি জিতেছে। পাঁচ টেস্টের ওই সফরে সরফরাজ একটিও ম্যাচ খেলেননি। অথবা তাঁকে খেলানো হয়নি। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যে গম্ভীর বিসিসিআইয়ের কর্তাদের কাছে অভিযোগ করেছেন, বক্সিং-ডে টেস্টে পরাজয়ের পর সরফরাজই ড্রেসিংরুমে তাঁর বকাঝকা সম্পর্কে মিডিয়ার কাছে মুখ খুলেছিলেন। রিপোর্টে আরও বলা হয়েছে যে, গম্ভীরের কাছ থেকে একথা শোনার পর বিসিসিআইয়ের কর্তারা সরফরাজের ওপর ক্ষিপ্ত। গম্ভীর যতক্ষণ দলের প্রধান কোচ থাকবেন, ততক্ষণ পর্যন্ত ভারতীয় দলের প্রথম একাদশে সরফরাজের থাকার সম্ভাবনাও কম।
গম্ভীরের কাছে সরফরাজের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট প্রমাণ আছে কি না, সেটা অবশ্য প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর গম্ভীর নিজেও প্রশ্নের মুখে পড়েছেন। প্রধান কোচ হিসেবে তাঁর ভবিষ্যৎও অনিশ্চিত। এমন খবরও প্রকাশিত হয়েছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে গম্ভীরের পদ কেড়ে নেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন- স্কুলছাত্রদের কায়দায় শাসন করতে চান টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের, বিসিসিআইকে প্রস্তাব গম্ভীরের
ব্যাট হাতে খারাপ খেলার পর রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও এখন দ্বিধাবিভক্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুজনকেই রঞ্জি ট্রফি খেলতে বলা হয়েছে। সেই নির্দেশ মেনে রোহিত মুম্বইয়ের চূড়ান্ত রাউন্ডের খেলার জন্য নিজেকে তৈরি করছেন। আর, কোহলি তো এব্যাপারে এখনও নীরবতাই ভাঙেননি। এই পরিস্থিতিতে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছে। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজ। তার পরে হবে তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে ম্যাচ। প্রথম টি২০ ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন।