Gambhir proposes new rules to BCCI: টিম ইন্ডিয়ার 'শৃঙ্খলাহীনতা'য় ক্ষুব্ধ দলের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি বিসিসিআইয়ের কাছে নতুন নিয়মের প্রস্তাব দিয়েছেন। সাম্প্রতিক খারাপ ফলাফলের প্রেক্ষিতে, প্রধান কোচ ভারতীয় দলে এই সব রদবদল চান। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সেই অনুযায়ী দলের কাজকর্মে পরিবর্তন আনার কথা ভাবছে। এই পরিবর্তন অনুযায়ী, খেলোয়াড়দের পরিবারের সঙ্গে সফরের সুযোগ-সুবিধা কেড়ে নেওয়া হচ্ছে।
বোর্ড জানিয়েছে, বিদেশ সফরে, বিশেষ করে দীর্ঘ সময় ধরে চলা সফরে ক্রিকেটাররা সীমিত সময়ের জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সেই সব নতুন নিয়ম-কানুন গম্ভীরের পরামর্শেই চালু হচ্ছে বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, গম্ভীর মনে করেন, ভারতীয় দলের বর্তমান খেলোয়াড়রা বেশ শৃঙ্খলাহীন। আর, সেই জন্যই কোচ তাঁদের বিরুদ্ধে আরও কঠোর নির্দেশিকা জারি করতে চান।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, 'বোর্ডের পর্যালোচনা সভায় গম্ভীর বর্ডার-গাভাসকর সিরিজে পরাজয়ের পর ভারতীয় ড্রেসিংরুমে শৃঙ্খলাহীনতার ব্যাপারে বলেছেন। সেসব শুনেই বিসিসিআই কোভিডের আগে চালু থাকা নিয়মে ফিরে যাচ্ছে। লম্বা সফরে পরিবারের সদস্যরা দুই সপ্তাহের বেশি খেলোয়াড়দের সঙ্গে থাকতে পারবেন না।
কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে বৈঠকে হাজির সিনিয়র ভারতীয় দলের খেলোয়াড়রা বিসিসিআই কর্তাদের কাছে অনুরোধ করেছেন, খেলোয়াড়দের ম্যাচ ফি যেন সঙ্গে সঙ্গেই দেওয়া না হয়। বরং, ম্যাচ ফি-র অর্থ দেওয়ার আগে খেলোয়াড়দের পারফরম্যান্স বিচার করতে তাঁরা পরামর্শ দিয়েছেন।
রিপোর্টে বলা হয়েছে, 'বৈঠকে উপস্থিত একজন সিনিয়র খেলোয়াড়ও বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন যেন ম্যাচ ফি অবিলম্বে না দেওয়া হয়। আগে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে তারপর যেন ম্যাচ ফি দেওয়া হয়। ওই সিনিয়র খেলোয়াড় বিসিসিআই কর্তাদেরকে অভিযোগ করেছেন, খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট খেলছেন না। জাতীয় দলের হয়েও ঠিকঠাক পারফরম্যান্স করছেন না। তাই তাঁদের ম্যাচ ফি কাটা উচিত।'
রিপোর্ট আরও বলা হয়েছে, বর্ডার-গাভাসকর ট্রফির সময় ভারতীয় দল অস্ট্রেলিয়ায় থাকাকালীন কেবলমাত্র একটি পূর্ণাঙ্গ দলগত নৈশভোজের আয়োজন করা হয়েছিল। তারপরও খেলোয়াড়দের হামেশাই দলবদ্ধভাবে বাইরে যেতে দেখা যেত। আর, সেটাই কোচ গম্ভীরের পছন্দ হয়নি বলেই তিনি অভিযোগ করেছেন।
আরও পড়ুন- অপেক্ষা করল না কেন ও! অশ্বিনকে এবার ঝেড়ে আক্রমণ কপিলের
এই সব রিপোর্টের ভিত্তিতে বিসিসিআই খেলোয়াড়দের জন্য কেবল নিয়ম পরিবর্তনের প্রস্তাবই দেয়নি। কোচ গম্ভীরের ব্যক্তিগত ম্যানেজারকেও টিম হোটেল এবং ভিআইপি বক্সে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গম্ভীরের ব্যক্তিগত সহকারির সুযোগ-সুবিধাও কেড়ে নিয়েছে বোর্ড।