আর বাইশ গজে নামবেন না গৌতম গম্ভীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গ্লাভস জোড়া তুলে রাখলেন গৌতম গম্ভীর। মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি। দিল্লির বাঁ-হাতি প্রাক্তন ভারতীয় ওপেনার সবরকমের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গ্লাভস জোড়া তুলে রাখলেন গৌতম গম্ভীর। মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি। দিল্লির বাঁ-হাতি প্রাক্তন ভারতীয় ওপেনার সবরকমের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গৌতম গম্ভীর (ছবি-টুইটার)

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গ্লাভস জোড়া তুলে রাখলেন গৌতম গম্ভীর। মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন দেশের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। দিল্লির বাঁ-হাতি প্রাক্তন ভারতীয় ওপেনার সবরকমের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আগামী বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি বনাম অন্ধ্রপ্রদেশের রঞ্জি ম্যাচে শেষবার বাইশ গজে নামবেন তিনি। গম্ভীর নিজের টুইটের সঙ্গেই একটি লিঙ্ক শেয়ার করেছেন। সেখানে ক্লিক করলেই তাঁর অবসরের ইস্যুতে ফেসবুকে পোস্ট করা একটি এগারো মিনিটের ভিডিও পাওয়া যাচ্ছে।

Advertisment

গম্ভীরকে শেষবার ২০১৬ সালে দেশের জার্সিতে দেখা গিয়েছিল। সেবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে প্রথম টেস্টে নেমেছিলেন তিনি। কেরিয়ারে ৫৮টি টেস্ট খেলে ৪১.৯৫-এর গড়ে করেছেন ৪১৫৪ রান। ন'টি টেস্ট সেঞ্চুরি ও ২২টি অর্ধ শতরান রয়েছে তাঁর। ১৪৭টি ওয়ান-ডে খেলে ৩৯.৬৮-এর গড়ে করেছেন ৫২৩৮ রান। ৮৫.২৫-এর স্ট্রাইক রেট বজায় রেখেছেন তিনি। ১১টি ওয়ান-ডে সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। ৩৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচও খেলেছেন গম্ভীর। সব ফর্ম্যাট মিলিয়ে ১০ হাজারের ওপর রান রয়েছে তাঁর ঝুলিতে।

Advertisment

আরও পড়ুন: এক বছরে দু’বার দিল্লির মসনদ ছাড়লেন গম্ভীর

গম্ভীরের কেরিয়ারে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে ২০০৭ টি-২০ বিশ্বকাপ ও ২০১১-তে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। দু'বারই ধোনির নেতৃত্বে ভারতকে বিশ্বসেরা করতে অবদান রাখেন তিনি। টি-২০ বিশ্বকাপের ফাইনালে ৭৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। আবার ২০১১ বিশ্বকাপের ফাইনালে তাঁর ব্যাট থেকে এসেছিল ৯৭ রান। গম্ভীর চলতি বছরই আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলসের দায়িত্ব পেয়েছিলেন। মাঝপথেই ক্যাপ্টেনসি ছেড়ে শ্রেয়াস আয়ারের হাতে ব্যাটন তুলে দেন। চলতি রঞ্জি মরসুমের আগেই দিল্লি দলের অধিনায়কত্বও ছেড়ে দেন তিনি।

আইপিএল-এও দুরন্ত সফল হয়েছেন গম্ভীর। ১৫৪টি ম্যাচ খেলে করেছেন ৪২১৭ রান। ১২৩.৮৮-এর গড় গৌতির। এই টুর্কেনামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। গম্ভীরের ক্যাপ্টেনসিতে কলকাতা নাইট রাইডার্স দু’বার আইপিএল চ্যাম্পিয়ন (২০১২, ২০১৪) হয়। গম্ভীরের অবসরে ভারতীয় ক্রিকেটে শেষ হয়ে গেল একটা অধ্যায়।

Gautam Gambhir BCCI