Gautam Gambhir on Rohit Sharma and Team India selection: মেলবোর্নে হারের পর তাঁর নিজের কোচিংয়ের বিরুদ্ধেও আঙুল উঠেছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর স্বীকার করলেন যে তিনি এমসিজিতে পরাজয়ের পর দলের ছেলেদের সঙ্গে কথা বলেছেন। তাঁদেরকে 'সৎ' থাকতে পরামর্শ দিয়েছেন। এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছিল যে গম্ভীর হারের জেরে ভারতীয় দলের সদস্যদের বকাঝকা করেছেন। সেই ব্যাপারে গম্ভীরকে সংবাদমাধ্যমে জিজ্ঞাসা করলে তিনি বলেন, 'জীবনে এগিয়ে যেতে গেলে কিছু গুণ দরকার। তার মধ্যে সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে যে গম্ভীর দলীয় সদস্যদের বলেছেন যে, কীভাবে ভারতীয় দলের পারফরম্যান্স ভালো করতে হয়, তা তিনি জানেন। এখন তিনিই সিদ্ধান্ত নেবেন, দলের কারা কীভাবে খেলবে। যাঁরা ঠিকমতো খেলতে পারবে না, তাঁদের বসিয়ে দেওয়া হবে। খেলোয়াড়দের গম্ভীর আরও জানিয়েছেন যে স্বাভাবিক খেলাকে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে। কিন্তু, তাঁর কাছে দলের স্বার্থ সবার আগে। আর, খেলোয়াড়দেরও দলের স্বার্থ সবার আগে রাখতে হবে।
বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এই সব বিষয় নিয়েই সাংবাদিকরা ম্যাচের পূর্ববর্তী সাংবাদিক বৈঠকে গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেন। ভারতীয় দলের প্রধান কোচকে প্রশ্ন করা হয়, 'দলের সদস্যদের প্রতি আপনার কঠোর বার্তা নিয়ে খবর বেরিয়েছে। মেলবোর্নে আপনার কথা কি খেলোয়াড়রা শোনেনি?'
জবাবে গম্ভীর বলেন, 'সংবাদমাধ্যমে যেসব খবর বেরিয়েছে, সেটা স্রেফ গল্প। এর সঙ্গে বাস্তবের কোনও যোগাযোগ নেই। তবে, কিছু সত্যি কথা আছে। তার মধ্যে সততার কথা বলেছি। এই সততা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে এগিয়ে যেতে গেলে এবং ভালো কিছু পেতে গেলে সততা দরকার।'
স্বাভাবিক খেলা নাকি পরিস্থিতি অনুযায়ী, খেলা? কোনটাকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন? এই ব্যাপারে গম্ভীরকে জিজ্ঞাসা করা হলে ভারতীয় দলের প্রধান কোচ সংবাদমাধ্যমে যে খবর বেরিয়েছিল, প্রায় হুবহু সেকথাই বলেন। তিনি বলেন, 'ক্রিকেটটা একটা দলগত খেলা। দলের জন্য খেলতে হবে। খেলোয়াড়রা স্বাভাবিক খেলা খেলতেই পারেন। দলগত খেলায় ব্যক্তিগত অবদান কম নয়। তবে, দল যেমনটা চাইবে, সেভাবেই খেলতে হবে।'
আরও পড়ুন- সিডনি টেস্টে টি২০ ক্যাপ্টেনকে বাদ দিল অস্ট্রেলিয়া! ফের নতুন অভিষেক ভারতের বিরুদ্ধে
গম্ভীর মেনে নিয়েছেন যে, ভারতীয় দল চলতি সিরিজে মাঝে মধ্যে 'লড়াইয়ের মনোভাব' দেখাতে পারেনি। আর, সেই কারণেই সিডনি টেস্টের আগে টিম ইন্ডিয়া সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে। এই ব্যাপারে গম্ভীর বলেন, 'আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা টেস্ট ক্রিকেট দেখতে এবং খেলতে ভালোবাসি। আর সেই কারণেই টেস্ট ক্রিকেটে অংশ নিই। টেস্ট ক্রিকেটে লড়াই করতে হয়। কিন্তু, সম্ভবত এই সিরিজে সেটা দেখা যায়নি।'