Advertisment

Australia Playing XI for sydney test: সিডনি টেস্টে টি২০ ক্যাপ্টেনকে বাদ দিল অস্ট্রেলিয়া! ফের নতুন অভিষেক ভারতের বিরুদ্ধে

India vs Australia Border Gavaskar Trophy: চূড়ান্ত একাদশে জায়গা হারাচ্ছেন খোদ 'অধিনায়ক'! সিডনি টেস্টে কীভাবে প্ৰথম এগারো সাজাল অস্ট্রেলিয়া, দেখে নিন

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Australia

Australia Cricket Team: অস্ট্রেলিয়া ও ভারতের ম্য়াচ। (ফাইল ছবি)

Australia Playing XI for sydney test: সিডনি টেস্টে অস্ট্রেলিয়া একাদশ থেকে বাদ পড়ছেন তাদের টি২০ অধিনায়ক মিচেল মার্শ। বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের চূড়ান্ত টেস্টে মার্শের জায়গায় দলে ঢুকছেন বিউ ওয়েবস্টার। এটা নিশ্চিত করে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শুক্রবার থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট। সিডনি ক্রিকেট মাঠে ভারতের বিরুদ্ধে পঞ্চম তথা অন্তিম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। আহত ক্যামেরন গ্রিনের জায়গায় দলে ঢুকেছিলেন অলরাউন্ডার মার্শ। কিন্তু, চলতি সিরিজে এখনও পর্যন্ত চার টেস্টে তিনি মাত্র ৭৩ রান করেছেন। বোলিংয়েও বিশেষ নজর টানতে ব্যর্থ হয়েছেন। এই কারণেই সিডনি টেস্টের একাদশে জায়গা হারাচ্ছেন মার্শ।   

Advertisment

এই ব্যাপারে সিডনি ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সাংবাদিকদের বলেন, 'বিউ বেশ কয়েকটি টেস্টেই স্কোয়াডে আছে। মিচি যথেষ্ট রান বা উইকেট কিছুই পায়নি। তাই আমরা নতুন করে ভেবেছি। অবশ্যই এই বাদ পড়াটা মিচির কাছে একটা লজ্জার ব্যাপার হবে। কারণ, আমরা জানি যে ও এর আগে দলের জন্য কতটা দিয়েছে। কিন্তু, এটা বিষয় যে বিউয়ের জন্য একটা ভালো সুযোগ আসছে। মার্শ এর আগে সেরা ছয় ব্যাটারের একজন হিসেবে জায়গা করে নিয়েছিল। ও যখন ফর্মে থাকে তখন দলকে একাই টেনে নিয়ে যায়। ওঁর বোলি দলের জন্য একটা বাড়তি পাওনা। আর, বিউ ওয়েবস্টারও এখন তারকা।' 

কামিন্স একথা বললেও ওয়েবস্টার এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে কোনও ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেননি। কিন্তু, ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ৫,২৯৭ রান। নিয়েছেন ১৪৮টি উইকেট। তাঁর আঞ্চলিক দল তাসমানিয়ার হয়ে খেলে এই কৃতিত্বগুলো অর্জন করেছেন তিনি। সেই প্রসঙ্গ টেনে কামিন্স বলেন, 'তাসমানিয়ার হয়ে ও মাঠে বল এবং ব্যাট, উভয়ক্ষেত্রেই দুর্দান্ত খেলেছে। ও বেশ আক্রমণাত্মক। খেলা বদলে দিতে পারে। যেমনটা মিডল অর্ডারে মিচেল মার্শ, ট্রাভিস হেড বা অ্যালেক্স কেরিরা করে- ঠিক সেরকমই।'

শোনা যাচ্ছে, ৪র্থ টেস্টের সময় পিঠের ব্যথার সমস্যায় ভুগছিলেন মিচেল মার্শ। তারপরও তাঁকে দলে রাখা হয়েছিল। সেই মার্শের জায়গায় ওয়েবস্টারকে ঢোকানো ছাড়া এমসিজির একাদশ সিডনিতেও অপরিবর্তিত রাখছে অস্ট্রেলিয়া। চোট থাকা সত্ত্বেও মার্শকে কেন খেলানো হল? এই প্রশ্নের উত্তরে দলের বাঁহাতি খেলোয়াড়ের সম্পর্কে কামিন্স বলেন, 'ও দাঁতে দাঁত চেপে খেলে যায়। বিশ্রাম নিতে চায় না। ও শুধু অস্ট্রেলিয়ার হয়ে খেলে যেতে চায়। চোট লাগলেও জানায় না। গতকাল একটা স্ক্যান হওয়ার পর ওঁর চোটটার কথা জানা গিয়েছে। চলতি সিরিজই শুধু না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রাখলেও সিডনি টেস্ট একটা বড় ম্যাচ। তার ওপর হোম টেস্ট। এখানে ওঁকে বাদ দেওয়া ছাড়া উপায় নেই।'

Advertisment

আরও পড়ুন- বাদ পড়ছেন পন্থ, আকাশ দীপ! সিডনি বড় ঝটকায় প্ৰথম ১১ সাজানোর পথে রোহিতরা

শোনা যাচ্ছে, ৪র্থ টেস্টের সময় পিঠের ব্যথার সমস্যায় ভুগছিলেন মিচেল মার্শ। তারপরও তাঁকে দলে রাখা হয়েছিল। সেই মার্শের জায়গায় ওয়েবস্টারকে ঢোকানো ছাড়া এমসিজির একাদশ সিডনিতেও অপরিবর্তিত রাখছে অস্ট্রেলিয়া। চোট থাকা সত্ত্বেও মার্শকে কেন খেলানো হল? এই প্রশ্নের উত্তরে দলের বাঁহাতি খেলোয়াড়ের সম্পর্কে কামিন্স বলেন, 'ও দাঁতে দাঁত চেপে খেলে যায়। বিশ্রাম নিতে চায় না। ও শুধু অস্ট্রেলিয়ার হয়ে খেলে যেতে চায়। চোট লাগলেও জানায় না। গতকাল একটা স্ক্যান হওয়ার পর ওঁর চোটটার কথা জানা গিয়েছে। চলতি সিরিজই শুধু না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রাখলেও সিডনি টেস্ট একটা বড় ম্যাচ। তার ওপর হোম টেস্ট। এখানে ওঁকে বাদ দেওয়া ছাড়া উপায় নেই।' ৫ম বা সিডনি টেস্টে জিতলেই অস্ট্রেলিয়া চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে। খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 

cricket Mitchell Marsh Cricket News Border-Gavaskar Trophy T20 Australia Cricket Team
Advertisment