/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/DStKJIoVQAEr3LN_copy_1200x676.jpeg)
বৃহস্পতিবার গোটা ক্রিকেট দুনিয়ায় সৌরভ-দিবস! ২৪ ঘন্টা আগেই পেরিয়ে গিয়েছে ধোনি-দিবস। সাধারণ ক্রিকেট সমর্থক থেকে ক্রিকেট সংস্থা, তারকা ক্রিকেটার- প্রত্যেকেই শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্বক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুই ভারতীয় ক্যাপ্টেনকে।
এর মধ্যেই ছোটখাটো বির্তকও বাঁধিয়ে ফেললেন গৌতম গম্ভীর। প্রাক্তন সতীর্থ ধোনিকে শুভেচ্ছা তো জানালেনই না। এমন কীর্তি করলেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ট্রোলিং হচ্ছেন তিনি।
বুধবারই গৌতম গম্ভীর নিজের ফেসবুকের কভার ফটো পরিবর্তন করলেন। যে কভার ফটোতে গম্ভীরকে দেখা যাচ্ছে ব্যাট তুলে থাকা ভঙ্গিতে। ২০১১ ওয়ার্ল্ড কাপ ফাইনালে গম্ভীর দুরন্ত ৯৭ করে ভারতকে জয়ের দিকে অনেকটাই এগিয়ে দিয়েছিলেন। সেই ইনিংসেরই ছবি এটি।
আরো পড়ুন: ঘুমের মধ্যেও কাটছে না ‘নেশা’! জন্মদিনে ধোনির কীর্তি ফাঁস সাক্ষীর, দেখুন ভিডিও
তবে ধোনির জন্মদিনেই সেই ফাইনালের ছবি পোস্ট করায় ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়, তাহলে কী ধোনির জন্মদিনেই তিনি মাহিকে বার্তা দিতে চাইলেন যে, 'ওহে আমার ওই ইনিংস না থাকলে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হওয়া হত না তোমার!' জন্মদিনে অনেকেই ভারতের ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন হিসাবে ধোনির সম্ভাষণ জানিয়েছেন। সেই বিষয়কে খোঁচা দিতেই কি গম্ভীরের ফেসবুকের কভার ফটো পরিবর্তন, তা নিয়েও প্রশ্ন ওঠে গিয়েছে।
Not sure why Dhoni has built such a big house with so much money when he already lives rent free in Gambhir's head. pic.twitter.com/TTOYybH9uS
— The Meme Makers (@the7mememakers) July 7, 2021
If you are going to be salty, be as salty as Gautam Gambhir.... Go big or go home... pic.twitter.com/IbWGscyCH4
— Gappistan Radio (@GappistanRadio) July 7, 2021
Gambhir's annual reminder on Dhoni's birthday. 😸 pic.twitter.com/6HNic9nwFt
— Sumit (@_RKSumit) July 7, 2021
Gambhir's annual reminder on Dhoni's birthday. 😸 pic.twitter.com/6HNic9nwFt
— Sumit (@_RKSumit) July 7, 2021
একদশক আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারতের জয়ের অন্যতম স্থপতি ছিলেন গৌতম গম্ভীর।বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গম্ভীরের ১২২ বলে ৯৭ রানের ইনিংসই নাকি গেমচেঞ্জার। আর গম্ভীরের ব্যাটে বিপদ পেরোনোর পর ভারত ফিনিশিং টাচ দেয় ধোনির দুর্ধর্ষ ইনিংসে। শেষবেলায় নেমে ধোনি ৯১ করে যান। নুয়ান কুলশেখারার বলে ধোনির হেলিকপ্টার শটে ছক্কাই ম্যাচের যাবতীয় আকর্ষণ কেড়ে নেয়। লাইমলাইটে চলে আসে ধোনির ইনিংস। কিছুটা আড়ালেই চলে যায় গম্ভীরের দুরন্ত ইনিংস। এই অভিমান আগেও জানিয়েছিলেন তিনি। এবার সেটাই কী জানালেন খোদ ধোনির জন্মদিনে, জল্পনা চলছেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন