Gambhir Faces Sack Threat: চাকরি যাচ্ছে গম্ভীরের? সত্যিটা জানিয়ে দিলেন বিসিসিআই কর্তা

Gautam Gambhir Faces Sack Threat: ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন গম্ভীর। প্রধান কোচ হওয়ার পর, তাঁর অধীনে থাকা দল শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে ইতিহাসের সব লজ্জাকে টপকে চরম খারাপ ফলাফল করে হেরেছে।

Gautam Gambhir Faces Sack Threat: ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন গম্ভীর। প্রধান কোচ হওয়ার পর, তাঁর অধীনে থাকা দল শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে ইতিহাসের সব লজ্জাকে টপকে চরম খারাপ ফলাফল করে হেরেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir: গৌতম গম্ভীর

Gautam Gambhir: গৌতম গম্ভীর। (ছবি- টুইটার)

Gautam Gambhir Faces Sack Threat: চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় দলের কোচের পদ থেকে অপসারণ করা হতে পারে গৌতম গম্ভীরকে। তাঁর নেতৃত্বাধীন দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফলাফল করে দেখাতে না পারলে, গম্ভীরকে সরানো হতে পারে কোচের পদ থেকে। এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যে গম্ভীরের নেতৃত্বাধীন দল একদিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে বিধ্বস্ত হয়েছে। বিদেশ সফরে তো বটেই, ঘরের মাঠেও মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। 

Advertisment

২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হন গম্ভীর। প্রধান কোচ হওয়ার পর, তাঁর অধীনে থাকা দল শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে ইতিহাসের সব লজ্জাকে টপকে চরম খারাপ ফলাফল করে হেরেছে। রাহুল দ্রাবিড়কে সরিয়ে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যেই তাই গম্ভীরের চাকরি সংকটে। 

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গম্ভীরের দল কেমন খেলে, সেদিকে নজর থাকবে বোর্ডের। ভারত যদি ওই মেগা ইভেন্টে ভালো খেলতে না পারে,  তাহলে ৪৩ বছর বয়সি গম্ভীরকে কোচের দায়িত্ব থেকে সরানো হতে পারে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে (ইউএই) চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 

Advertisment

নাম না প্রকাশ করার শর্তে এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, 'ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলতে না পারে, তাহলে প্রধান কোচের পদ গুরুত্বহীন হয়ে পড়বে। গম্ভীরের চুক্তি আছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু, তারমধ্যেই ওঁর মূল্যায়ন প্রক্রিয়াও চলবে। এখনও পর্যন্ত গম্ভীর কোনও ভালো ফলাফল দিতে পারেনি।'

গত বছরের জুলাইয়ে গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেন। মেন ইন ব্লু ২৭ বছরের মধ্যে প্রথমবার শ্রীলঙ্কার কাছে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারে। এরপর, নিউজিল্যান্ডের কাছে ১২ বছর পর হোম টেস্ট সিরিজ হারে। ৩-০ ব্যবধানে সিরিজ হেরে ভারতের ইতিহাসে প্রথমবার ঘরের মাটিতে তিন বা ততোধিক ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়। টানা চারবার বর্ডার-গাভাসকর ট্রফি (বিজিটি) জয়ের ধারারও অবসান ঘটায়। অস্ট্রেলিয়া ১০ বছর পর বিজিটি ট্রফি জেতে। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল প্রথম টেস্টে হেরে গেলেও পাঁচ ম্যাচের সিরিজ ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নেয়।

আরও পড়ুন- বিরাট অভিযোগ! বদলানো হতে পারে গম্ভীরের সাপোর্ট স্টাফদের

এই খারাপ ফলাফলের পাশাপাশি, ভারতীয় দলের মধ্যেও ফাটলের খবর পাওয়া গেছে। প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। গম্ভীরের সঙ্গে বিসিসিআইয়ের সাড়ে তিন বছরের চুক্তি আছে। এই চুক্তি ২০২৭ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা।

Gautam Gambhir New Zealand Indian Cricket Team T20 World Cup Australia Cricket Team Team-India Team India