Vice-captaincy rumours: ভারতীয় দলের সহ-অধিনায়কত্ব নিয়ে জল্পনার মধ্যেই হার্দিক পান্ডিয়ার সঙ্গে আধঘণ্টা ধরে কথাবার্তা বললেন হেড কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ইডেন গার্ডেনে টিম ইন্ডিয়া অনুশীলন করছে। সেখানেই গম্ভীর আর পান্ডিয়াকে কথা বলতে দেখা যায়। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাছাই করা ভারতীয় দলে হার্দিককে সহ-অধিনায়ক করা হয়নি। তারপরই গম্ভীর আর পান্ডিয়াকে নেট থেকে দূরে গিয়ে নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা বলতে দেখা গেল।
সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া, ৫ ম্যাচের টি২০ সিরিজের প্রস্তুতির জন্য রবিবার থেকে ইডেনে তিন দিনের প্রশিক্ষণ শিবির শুরু করেছে। ২২ জানুয়ারি প্রথম ম্যাচ। শনিবারই মুম্বইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। সেখানে গম্ভীর নাকি পান্ডিয়াকে সহ-অধিনায়ক করার প্রস্তাব দিয়েছিলেন বলেই খবর। কিন্তু, শেষ পর্যন্ত শুভমান গিলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে। শনিবার ভারতীয় সময় দুপুর ১২টায় দল নির্বাচন শুরু হয়েছিল। চলে বিকেল ৩টে ৩০ পর্যন্ত। বৈঠকে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে মতভেদ হয়েছে বলেই জানা গিয়েছে।
হার্দিক পান্ডিয়া গত বছর বিশ্বকাপের পর ভারতের টি২০ দলের অধিনায়ক হওয়ার লাইনে ছিলেন। কিন্তু, নির্বাচকরা সূর্যকুমার যাদবকে অধিনায়ক করেছে। কলকাতায় ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া আসন্ন ৫ ম্যাচের টি২০ সিরিজে অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক করা হয়েছে। যার ফলে পান্ডিয়া কিছুটা হলেও হতাশ বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতেই গম্ভীর তাঁর সঙ্গে কথা বললেন। শুধু পান্ডিয়াই নন। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে বাদ দেওয়ার কয়েকদিন পর সঞ্জু স্যামসনের সঙ্গেও কথা বলেছেন কোচ গম্ভীর। স্যামসন, দলের সঙ্গেই অনুশীলন করছেন। টি২০ সিরিজে তিনিই প্রথম পছন্দের উইকেটরক্ষক। নবনিযুক্ত ব্যাটিং কোচ সীতাংশু কোটককেও ব্যাটিং প্রশিক্ষণের সময় সঞ্জুর ওপর তদারকি করতে দেখা গেছে।
এর পাশাপাশি, গম্ভীর এবং সহকারি কোচ অভিষেক নায়ার ইডেন গার্ডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জির সঙ্গেও কথা বলেছেন। মুখার্জি জানিয়েছেন, পিচে প্রচুর রান উঠবে। তবে, পরে যাঁরা ব্যাট করবেন, তাঁরাও সুবিধা পাবেন। তিনি এসব বললেও পিচে কিন্তু, ঘাস দেখা গিয়েছে। রবিবারের প্রশিক্ষণে অর্শদীপ সিং ছিলেন না। বাঁহাতি পেসার চ্যাম্পিয়ন্স ট্রফি দলেও আছেন। ফলে তাঁর অনুপস্থিতি নিয়ে স্বভাবতই জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুন- ব্যক্তিগত গাড়িতে নিষেধাজ্ঞা! ১ম টি২০-তে টিমবাসই ভরসা রোহিতদের
সোমবারের ট্রেনিং সেশনের সময়, সকলের নজর ছিল মহম্মদ শামির দিকে। বাংলার সিনিয়র ফাস্ট বোলার, নেটে সম্পূর্ণ গতিতে বল করেছেন। শামির হাঁটুর ফোলাভাব সেরে উঠেছে। এই ফোলাভাবের জন্যই তিনি বর্ডার-গাভাসকর ট্রফি থেকে বাদ পড়েছিলেন। গত বছরের জুলাইয়ে গম্ভীর প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর শামি প্রথমবার জাতীয় দলে ফিরলেন। গোড়ালির ইনজুরির কারণে একবছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন এই পেসার।