Ricky Ponting comments on Virat Kohli ahead of Border Gavaskar Trophy: বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারত-অস্ট্রেলিয়ার ধুন্ধুমার লড়াই শুরুর আগেই জমে উঠল গৌতম গম্ভীর-রিকি পন্টিং দ্বৈরথ। রিকিং পন্টিং এবার অভিযোগ করলেন, 'গৌতম গম্ভীর ইতিমধ্যেই ভীত। আর, সেই কারণেই গম্ভীর তাঁকে স্রেফ উপেক্ষা করার চেষ্টা করেছে।' পন্টিংয়ের এই মন্তব্যের জেরে দুই কিংবদন্তি ক্রিকেটারের দ্বৈরথ নতুন মাত্রা পেল।
পন্টিং আগেই অভিযোগ করেছিলেন, গম্ভীর হলেন একটি কাঁটাভরা চরিত্র। সেই অভিযোগ ফের নতুন করে তুলে পন্টিং নতুন অভিযোগে বলেছেন যে, নিউজিল্যান্ড সিরিজে হেরে গম্ভীর ভীত। সেই কারণেই তিনি তাঁকে আক্রমণ করেছেন। পডকাস্ট শো 'দ্য রান হোম উইথ জোয়েল অ্যান্ড ফ্লেচ'-এ বলতে গিয়ে পন্টিং দাবি করেন, কোহলির বিরুদ্ধে বলে তিনি যেভাবে পালটা আক্রমণের মুখে পড়লেন, অন্য কোনও ভারতীয় ব্যাটার সম্পর্কে মন্তব্য করলে হয়তো তিনি এমন সমালোচনার মুখে পড়তেন না। এই প্রসঙ্গে পন্টিং মনে করিয়ে দেন যে, যাঁদের বিরুদ্ধে সমালোচনা করেছেন, তাঁদের কেউ অস্ট্রেলিয়া সিরিজে ভালো কিছু করে দেখালে তখন ভারত থেকে তাঁর বিরুদ্ধে সমলোচনার বাণ ঝাঁকেঝাঁকে ছুটে আসবে।
এই প্রসঙ্গে পন্টিং বলেছেন, 'আমি কয়েকজনের বিরুদ্ধে মন্তব্য করেছি কি না, ঠিক মনে করতে পারছি না। কিন্তু, এটা স্পষ্ট যে আমাকে ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। সমালোচিতদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞরা যদি ভালো কিছু করে, তবে ওরা এই সব সমালোচনা আমাকে ফিরিয়ে দেবে।' এরপরও পন্টিং জানান, কোহলি গত পাঁচ বছরে মাত্র তিনটে সেঞ্চুরি করেছেন। তাতে তিনি উদ্বিগ। কোহলির গড় বর্তমানে ৩০-এর নীচে। সেই কারণেই তিনি মনে করেছেন যে অস্ট্রেলিয়া সফর কোহলির জবাব দেওয়ার উপযুক্ত জায়গা হয়ে উঠতে পারে।
এরপরই পন্টিং বলেন, 'আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি কোহলির ফর্ম নিয়ে চিন্তিত কি না? আমি কোহলির গত পাঁচ বছরের পরিসংখ্যানের দিকে নজর রেখে বলেছি যে ভারতেই কোহলির গড় ৯০ থেকে ৩০-এ নেমে এসেছে। সেই কারণেই আমি বলেছি, হ্যাঁ উদ্বিগ্ন। কারণ, তাঁর ফর্ম আর আগের মত নেই। কিন্তু, এর সঙ্গে আমি এটাও বলেছি যে ও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অস্ট্রেলিয়ায় ও বরাবরই ভালো খেলে। অস্ট্রেলিয়া সিরিজে সব সমালোচনার জবাব দিতে পারেন কোহলি। কিন্তু, গম্ভীর আমার বলা এই অংশটা নিয়ে কিছু বলেনি। ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিল। স্রেফ আমার দিকে পালটা গুলি ছুড়ে দিয়েছে।'
আরও পড়ুন- শচীন কি এবার অস্ট্রেলিয়া ভারতীয় দলের কোচ! BCCI-এর কাছে ভেসে এল বিরাট পরামর্শ
পডকাস্টে এরপর গম্ভীরের সাংবাদিক বৈঠকের একটি অডিও টেপ চালান পন্টিং। আর, তারপরই ভারতের কোচের ব্যাপারে মন্তব্য করেন যে, 'আমি আগেই বলেছি যে ও একটা কাঁটায় ভরা চরিত্র।'