/indian-express-bangla/media/media_files/2025/06/29/gautam-gambhir-and-kapil-sharma-2025-06-29-18-33-07.png)
গৌতম গম্ভীর এবং কপিল শর্মা
Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ইংল্যান্ড সফরে গিয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া (India vs England Test series 2025) আপাতত ৫ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। সিরিজ চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে। জানা গিয়েছে, বেশ কয়েকটি অজানা তথ্য। সবথেকে বড় কথা, গম্ভীর নিজের মুখেই প্রত্যেকটা কথা স্বীকার করেছেন। সম্প্রতি 'কপিল শর্মা শো'-য়ে (The Kapil Sharma Show) গিয়েছিলেন তিনি। সেখানেই এই গোপন কথাগুলো ফাঁস করেন। প্রসঙ্গত, আগামী ৫ জুলাই এই এপিসোডটি টেলিকাস্ট করা হবে।
অনুষ্ঠানে এসেছিলেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার
কপিল শর্মার এই অনুষ্ঠানে গৌতম গম্ভীর ছাড়াও এসেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant), যুজবেন্দ্র চাহাল এবং অভিষেক শর্মা। সবাই খুব হাসি-ঠাট্টা করেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানের একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কপিল শর্মা গম্ভীরকে প্রশ্ন করছেন যে তিনি কেন এতটা গম্ভীর হয়ে থাকেন? এর জবাবে গম্ভীর যা বললেন, তা শুনে সকলেই কার্যত অবাক হয়ে গিয়েছেন।
Gautam Gambhir: 'কুৎসিত বলে দেবেন...', গৌতম গম্ভীরকে বেনজির আক্রমণ অভিনেতা অনুজয়ের
গৌতম গম্ভীর বললেন, 'আমি সিরিয়াস থাকি বলেই কোটি-কোটি ভারতীয় ক্রিকেট সমর্থকের মুখে হাসি দেখতে পাওয়া যায়।' উল্লেখ্য, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে গৌতম গম্ভীর ম্যাচজয়ী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, সম্প্রতি তাঁর কোচিংয়েই টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে।
এরপর কপিল তাঁকে প্রশ্ন করেন, আজ যখন কোচ সাহেব এই অনুষ্ঠানে এসেছেন, তখন নিশ্চয়ই ক্রিকেটাররা ফূর্তি করছে! জবাবে গম্ভীর বলেন, 'আমাকেও তো ওদের থেকে অনুমতি গ্রহণ করতে হয়।' টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু নিজের চেনা ভঙ্গিমায় গৌতম গম্ভীরকে স্বাগত জানান। এমনকী, ইনস্টাগ্রামেও গম্ভীরের সঙ্গে একটি ভিডিও তিনি শেয়ার করেছেন। ক্রিকেটার যুজবেন্দ্র চাহালও এই অনুষ্ঠানের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
দেখে নিন সেই ভিডিও:
Rishabh Pant in The Kapil Sharma Show promo, episode will air next Saturday
— 𝔹𝔼𝕀ℕ𝔾 𝕋𝕀𝔾𝔼ℝ..🐅!!! (@loyal4Salman1) June 29, 2025
pic.twitter.com/wACyoqvr4o
ম্যাচ চলাকালীন ঝামেলা নিয়ে মুখ খুললেন গম্ভীর
এই অনুষ্ঠানে আরও গোপন কথা ফাঁস করলেন গৌতম গম্ভীর। জানান, ম্য়াচ চলাকালীন কেন বাকি ক্রিকেটারদের সঙ্গে তাঁর ঝামেলা হয়। গম্ভীরের কথায়, 'অনেকেই বলেন যে আমি নাকি মাঝে লড়াই করি। কিন্তু, কার জন্য এই লড়াইটা করি? এই লড়াই নিজের জন্য নয়, এটা দেশের জন্য লড়াই।' প্রসঙ্গত, গৌতম গম্ভীর আপাতত ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ডেই রয়েছেন। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে প্রথম ম্য়াচটা ভারত ইতিমধ্যে হেরে গিয়েছে। আগামী ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্য়াচ শুরু হবে।