/indian-express-bangla/media/media_files/2025/01/21/ll9d32tPJOzRPvPZ21Pw.jpg)
Kalighat Temple-Gautam Gambhir: কালীঘাট মন্দিরে টিম ইন্ডিয়ার হেড কোচ। (ছবি- স্ক্রিনগ্যাব)
Gautam Gambhir offers prayers: কলকাতায় ভারত-ইংল্যান্ড প্রথম টি২০-র আগে কালীঘাট মন্দিরে প্রার্থনা সারলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। মঙ্গলবার তিনি কলকাতার কালীঘাট মন্দিরে যান। ঘরের মাঠে জস বাটলারের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে ৫টি টি২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। পরে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলবে ৩টি ওয়ানডে। এই সব ওয়ানডে ম্যাচ, ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং দুবাইতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে সবার নজর মহম্মদ শামির ওপর। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজের মাত্র ৩ জন খেলোয়াড়কে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে। তাঁরা হলেন মহম্মদ শামি, অর্শদীপ সিং ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে টি২০ সিরিজে দর্শকদের পুরো মনোযোগ থাকবে শামির ওপরই। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর শামি তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন। গোড়ালির ইনজুরির কারণে তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল। এর পরপরই ঘরোয়া ক্রিকেটে ফিরলেও শামির বাম হাঁটু ফুলে যায়।
VIDEO | Team India head coach Gautam Gambhir (@GautamGambhir) offers prayers at Kalighat Temple, #Kolkata.
— Press Trust of India (@PTI_News) January 21, 2025
India will play against England in the first match of the T20 series at Eden Gardens, Kolkata, tomorrow. Beginning with the Eden T20I, the two teams will fight it out in a… pic.twitter.com/frPanegCyJ
তার মধ্যেই ৩৪ বছর বয়সি এই খেলোয়াড় রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন। ৭ উইকেট নিয়ে মরশুমে বাংলার প্রথম জয়ে নেতৃত্ব দেন। এরপর সৈয়দ মুশতাক আলি ট্রফি ১১ উইকেট এবং বিজয় হাজারে ট্রফিতে ৫ উইকেট নিয়ে নির্বাচকদের নজর টানেন। সামগ্রিকভাবে এই অভিজ্ঞ পেসার ২০১৪ সালে অভিষেকের পর থেকে তাঁর কেরিয়ারে মাত্র ২৩টি টি২০ ম্যাচ খেলেছেন। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল ছিল টি২০-তে তাঁর শেষ উপস্থিতি। শামি তাঁর কেরিয়ারে গড়ে ২৯.৬২ রান দিয়ে ২৪টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন- শামি বন্দনার অপেক্ষা, প্রহর গুনছে ফ্লাডলাইটের ইডেন
বুধবার কলকাতায় খেলার পর, দ্বিতীয় টি২০ হবে ২৫ জানুয়ারি (শনিবার)। তৃতীয় টি২০ হবে, রাজকোটে ২৮ জানুয়ারি (মঙ্গলবার)। চতুর্থ টি২০ হবে পুনেতে ৩১ জানুয়ারি (শুক্রবার)। পঞ্চম টি২০ হবে মুম্বইয়ে ২ ফেব্রুয়ারি (রবিবার)। একদিনের সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নাগপুরে। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ হবে কটকে ৯ ফেব্রুয়ারি (রবিবার)। তৃতীয় একদিনের ম্যাচ হবে আহমেদাবাদে ১২ ফেব্রুয়ারি (বুধবার)।