Advertisment

IND Vs ENG 1st T20I Playing XI: সেরার সেরা দল গড়ে ইডেনে প্ৰথম ১১ নামাচ্ছে ভারত! ইংল্যান্ডের বিপক্ষে চমকের পর চমক

India Vs England Playing 11 in Kolkata T20I: বার্বাডোসে টি২০ বিশ্বকাপ ট্রফি জয়ের পর থেকে বর্তমান বিশ্ব টি২০ চ্যাম্পিয়নরা এখনও কোনও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Eden Garden: ইডেন গার্ডেন

Eden Garden: ইডেন গার্ডেন। (ছবি- টুইটার)

India Vs England Playing 11 in Kolkata 1st T20I Match: বুধবার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ৫ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে জস বাটলারের ইংল্যান্ডের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। ৫ ম্যাচের সিরিজের মূল আকর্ষণ হল পেসার মহম্মদ শামির ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ও ঋষভ পন্থকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে ফিরেছেন হর্ষিত রানা ও নীতীশকুমার রেড্ডি। ম্যাচে নতুন মুখ ধ্রুব জুরেল। তিনি জিতেশ শর্মার জায়গায় দলে ঢুকেছেন। স্যামসন-এর পরে তিনিই দলের দ্বিতীয় উইকেটরক্ষক। বার্বাডোসে টি২০ বিশ্বকাপ ট্রফি জয়ের পর থেকে বর্তমান বিশ্ব টি২০ চ্যাম্পিয়নরা এখনও কোনও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি।

Advertisment

ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক-অধিনায়ক), ফিল সল্ট, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

যাঁদের দিকে নজর থাকবে
এই ম্যাচে যে খেলোয়াড়দের দিকে নজর থাকবে, তাঁদের অন্যতম হলেন মহম্মদ শামি। এই পেস বোলার ভারতের হয়ে শেষবার ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদে খেলেছেন। তারপরে গোড়ালিতে চোটের জন্য তাঁর অস্ত্রোপচারের দরকার ছিল। ৩৪ বছর বয়সি ক্রিকেটার রঞ্জি ট্রফিতে ক্রিকেটে ফিরেছেন। বাংলার হয়ে টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফি এবং ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফিতেও খেলেছেন শামি। তবে, ঘরোয়া ক্রিকেটে ফিরলেও তাঁর হাঁটু ফুলে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পাননি বাংলার বোলার। পেস স্পিয়ারহেড এবং অস্থায়ী অধিনায়ক জসপ্রীত বুমরা ছাড়া শামির অনুপস্থিতিতে, অস্ট্রেলিয়ান ব্যাটারদের ওপর ধারাবাহিক চাপ সৃষ্টির মত দ্বিতীয় ফাস্ট বোলার ভারতীয় দলে ছিল না।

Advertisment

ইংল্যান্ড তাদের সেই খেলোয়াড়দের ওপর নির্ভর করবে, যারা আইপিএলে দুর্দান্ত খেলেছেন। নজর থাকবে দলের তরুণ ক্রিকেটার জ্যাকব বেথেলের ওপর। বাজানের বাসিন্দা বাঁ-হাতি ক্রিকেটার গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সময় থেকেই বিশেষজ্ঞদের নজরে। তিনি ইংল্যান্ডের হয়ে টি২০-র ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হয়েছেন। ৭টি টি২০ ম্যাচে দুটি অর্ধশতক করেছেন বেথেল। গড় ৫৭.৬৬। স্ট্রাইক রেট ১৬৭.৯৬। ইংল্যান্ড দলের ২১ বছর বয়সি এই ক্রিকেটারের টেস্ট অভিষেকটাও অসাধারণ হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ স্কোর ৯৬। এছাড়াও ৩টি হাফ সেঞ্চুরি করেছেন বেথেল।

স্কোয়াডস
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতীশ রেড্ডি, মহম্মদ শামি, অর্শদীপ সিং, হর্ষিত রানা, ধ্রুব জুরেল, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।

টি২০-তে ভারত-ইংল্যান্ড রেকর্ড
ম্যাচ: ২৪, ভারত জিতেছে: ১৩, ইংল্যান্ড জিতেছে: ১১ ম্যাচ।

ভারত-ইংল্যান্ড প্রথম টি২০ পিচ রিপোর্ট
ইডেন গার্ডেনের পিচ ব্যাটিং-সহায়ক। রাতে ম্যাচ, শিশির পড়বে। যা ম্যাচে বড় প্রভাব ফেলতে চলেছে।

ভারত-ইংল্যান্ড প্রথম টি২০ ম্যাচের আবহাওয়া রিপোর্ট
বুধবার বৃষ্টির সম্ভাবনা না থাকায় ম্যাচ পুরোদমে খেলা হবে।

আরও পড়ুন- IPL-এর আগে ফ্লাডলাইটে টি২০-র রোমাঞ্চের প্রতীক্ষায় KKR হোমগ্রাউন্ড

ভারত-ইংল্যান্ড লাইভ স্ট্রিমিং 
ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজের লাইভ স্ট্রিমিং ভারতের ডিজনি প্লাস হটস্টার (Disney Plus Hotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

cricket Cricket News Indian Cricket Team England Cricket Team Team-India Team India
Advertisment