Advertisment

Gautam Gambhir-Ravi Shastri: শাস্ত্রী নিজের কেরিয়ারে কী জিতেছে অস্ট্রেলিয়ায় সাফল্য ছাড়া! গম্ভীরের অপমানজনক সেই মন্তব্য আবারও হেডলাইন

Gautam Gambhir old comments on Ravi Shastri: শাস্ত্রী ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত ভারতের প্রধান কোচ ছিলেন। সে সময় ভারত অস্ট্রেলিয়ার মাটিতে দু'বার টেস্ট সিরিজ জিতেছিল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ravi Shashtri, Gautam Gambhir, রবি শাস্ত্রী, গৌতম গম্ভীর,

Ravi Shashtri-Gautam Gambhir: শাস্ত্রী সম্পর্কে গম্ভীরের একটি পুরোনো মন্তব্য ভাইরাল হয়েছে। (ছবি- টুইটার)

Gautam Gambhir and Ravi Shastri: রবি শাস্ত্রী সম্পর্কে গৌতম গম্ভীরের এক পুরোনো মন্তব্য নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর ভাইরাল হয়েছে। ভারত ১২ বছরে প্রথমবার ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারার পর, প্রধান কোচ গৌতম গম্ভীরের এই পুরোনো মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শাস্ত্রী বেশ কয়েকবছর ভারতীয় দলের কোচ ছিলেন। আর, ২৭ বছরের মধ্যে প্রথমবার শ্রীলঙ্কার কাছে দ্বিপাক্ষিক একদিনের সিরিজ হারার পর গম্ভীরের কার্যকালের মেয়াদ শুরু হয়েছে। 

Advertisment

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের মেয়াদ দলের হারের মধ্যে দিয়ে শুরু হয়েছে। গত ২৭ আগস্ট শ্রীলঙ্কার কাছে প্রথমবার 'মেন ইন ব্লু' দ্বিপাক্ষিক একদিনের সিরিজ হেরেছে। যাতে আরও বিপাকে পড়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এরপর নিউজিল্যান্ডের কাছে হার। দীর্ঘ কয়েক বছরের মধ্যে প্রথমবারের মত হোম টেস্ট সিরিজ হারার ফলে রীতিমতো সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া।

নিউজিল্যান্ডের কাছে হারের পর ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের বিশ্ব রেকর্ডের সমাপ্তি ঘটে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ শেষ হয়ে গিয়েছে। বেঙ্গালুরুতে আট উইকেটের হারের পর পুনেতে ১১৩ রানে হেরেছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে দলের আধিপত্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই, গম্ভীরকে সমস্ত দিক থেকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কারণ, দলের দায়িত্বে থাকা তার দ্বিতীয় টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া হেরে গিয়েছে।

এর মধ্যেই, ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী সম্পর্কে ৪৩ বছর বয়সি গম্ভীরের পুরোনো একটি মন্তব্য ভাইরাল হয়েছে। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী শাস্ত্রীর সমালোচনা করেছিলেন গম্ভীর। তিনি বলেছিলেন, 'আমি নিশ্চিত যে যারা কোনওদিন জিততে পারেনি, তারাই এমন বিবৃতি দেয়। অস্ট্রেলিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা ছাড়া শাস্ত্রী তাঁর কেরিয়ারে আর কী করেছেন? সেটা আমি জানি না। আমি মনে করি না যে উনি বিদেশে সিরিজ জিতেছেন। কেউ নিজে কিছু না জিতলে, তখন এই ধরনের কথা বলে। আমি নিশ্চিত যে লোকজন ওঁর কথাকে গুরুত্ব দেবে না। আমি নিশ্চিত যে উনি ক্রিকেটটা যথেষ্ট পরিমাণে দেখেননি। যদি তিনি যথেষ্ট ক্রিকেট দেখেন, তবে এই ধরনের কথা বলতেন না।' 

গম্ভীর বলেছেন, 'ব্যাপারটা খুবই শিশুসুলভ। ৪-১ ব্যবধানে জিতলেই কিন্তু, বলতে পারবেন না যে বিদেশে এটাই সেরা ভারতীয় দল। বরং আপনার নম্রভাবে বলা উচিত, আমাদের উন্নতি করতে হবে। আমি অন্য লোকেদের ব্যাপারে জানি না, তবে আমি এই বক্তব্যটাকে গুরুত্ব দিইনি। কারণ, এটা  মোটেও পরিপক্কের মত বিবৃতি নয়।'

আরও পড়ুন- সরফরাজকে নিয়ে বড় 'অন্যায়' রোহিতের! ভারত হারতেই চোখে আঙুল দিয়ে দেখালেন মঞ্জরেকর

শাস্ত্রী ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত ভারতের প্রধান কোচ ছিলেন। সে সময় ভারত অস্ট্রেলিয়ার মাটিতে দু'বার টেস্ট সিরিজ জিতেছিল। এর আগে কোনও ভারতীয় দল অস্ট্রেলিয়ায় লাল বলের সিরিজ জিততে পারেনি। গম্ভীর এই বছরের শুরুর দিকে রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতীয় দলের কোচ হয়েছেন। তাঁর সঙ্গে বোর্ডের ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সাড়ে তিন বছরের চুক্তি রয়েছে।

Gautam Gambhir Ravi Shastri Indian Cricket Team New Zealand Cricket Team
Advertisment