/indian-express-bangla/media/media_files/2025/05/12/u28WMFC4rJRfSvK3PPH6.jpg)
বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর
Gautam Gambhir on Kohli Retirement: ভেঙে গেল ১৪০ কোটি ভারতীয় ক্রিকেট সমর্থকের হৃদয়। বিরাট কোহলি (Virat Kohli) নিজের সবথেকে পছন্দের ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করলেন। ১৪ বছরের বর্ণাঢ্য টেস্ট কেরিয়ারে তিনি শেষপর্যন্ত ফুলস্টপ বসিয়ে দিলেন। বিরাট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। যদিও ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে বিরাট এত মাইলফলক অর্জন করেছেন, যা একজন ক্রিকেটারের কাছে চিরকালের স্বপ্ন। ব্যাটিংয়ের পাশাপাশি বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) আবার ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতেও টেস্ট সিরিজ জয় করেছে। বিরাট কোহলি অবসর গ্রহণ করার পর অবশেষে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর।
Virat Kohli Test Retirement: অভিমান, পরিস্থিতির চাপ নাকি...! এই ৫ কারণেই তড়িঘড়ি অবসর বিরাট কোহলির
কোহলির রিটায়ারমেন্ট নিয়ে কী বললেন গম্ভীর?
বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর গৌতম গম্ভীর তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই কিংবদন্তী ব্যাটারকে নিয়ে একটি আবেগঘণ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'এমন একজন মানুষ, যাঁর মধ্যে বাঘের মতো সাহস রয়েছে। চিকস, আমরা তোমাকে খুব মিস করব।' প্রসঙ্গত, গম্ভীরের কোচিংয়েই টিম ইন্ডিয়া চলতি বছর ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল। এই টুর্নামেন্টে বিরাট কোহলির ব্যাট কার্যত গর্জন করে ওঠে। ৫ ম্য়াচে তিনি মোট ২১৮ রান করেছিলেন। যদিও টেস্ট ক্রিকেটে কিং কোহলি বহুদিন ধরেই খারাপ ফর্মের বিরুদ্ধে লড়াই করছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে কিং কোহলি ঘরের মাঠে একেবারে ফ্লপ হয়ে যান। বর্ডার-গাভাসকার ট্রফিতেও তাঁর ব্যাট একেবারে নীরব ছিল।
Shahid Afridi: ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে বিরাটকে নিয়ে বড় মন্তব্য আফ্রিদির, বললেন...
আবেগপ্রবণ পোস্ট করে অবসর গ্রহণ করে বিরাট
অবসর গ্রহণ করার আগে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি লম্বা-চওড়া পোস্ট করলেন বিরাট কোহলি। সেখানে তিনি লিখেছেন, 'প্রায় ১৪ বছর আগে আমি টেস্ট ক্রিকেটে নীল রংয়ের টুপিটা মাথায় দিয়েছিলাম। সত্যি বলছি, স্বপ্নেও কখনও ভাবতে পারিনি যে ক্রিকেটের এই ফরম্য়াট আমাকে সাফল্যের এমন উচ্চতায় নিয়ে যাবে। আমাকে অনেক কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। এই টেস্ট ক্রিকেট আমাকে একটা আলাদা পরিচয় দিয়েছে। এমন শিক্ষা দিয়েছে, যা আমি জীবনে কখনও ভুলতে পারব না। সাদা রংয়ের জার্সিতে ক্রিকেট খেলার অভিজ্ঞতা আমার কাছে খুবই স্পেশাল। আমি নিজের কঠোর পরিশ্রম, লম্বা দিন এবং ছোট ছোট মুহূর্তগুলো সারা জীবন আগলে রাখব।'