Advertisment

Gautam Gambhir clears air on Rohit Sharma's availability: রোহিতের জায়গায় অস্ট্রেলিয়ায় নেতা এই তারকা, বড় আপডেটে মুখ খুললেন কোচ গম্ভীর

Gautam Gambhir press conference: টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন নিয়ে ঝড় তোলা আপডেট দিলেন গৌতম গম্ভীর। রোহিতের বদলি কে, সেই জল্পনার অবসান।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma, Gautam Gambhir, রোহিত শর্মা, গৌতম গম্ভীর

Rohit Sharma-Gautam Gambhir: রোহিতের বদলি ঠিক করে ফেলল টিম ইন্ডিয়া। (ছবি- টুইটার)

Gautam Gambhir press conference ahead of border gavaskar trophy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি)-তে প্রথম ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক কে হবেন, তা স্পষ্ট করলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন, রোহিত শর্মার বদলে জসপ্রিত বুমরাই সামলাবেন ভারতের অধিনায়কের দায়িত্ব। আগেই জানা গিয়েছিল যে রোহিত শর্মা ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা পার্থ-এর প্রথম টেস্ট ম্যাচে থাকবেন না।

Advertisment

এবার গম্ভীর জানালেন, অধিনায়ক করা হচ্ছে বুমরাকে। আর, একইসঙ্গে স্পষ্ট করে দিলেন যে ভারতীয় দল আপাতত আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) নিয়ে ভাবছে না। কারণ, নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে ঘরের মাঠে হোয়াইটওয়াশের পর ডব্লিউটিসির ফাইনালে ওঠার সম্ভাবনা এখন ভারতের কাছে দূর অস্ত হয়ে গিয়েছে। তার বদলে প্রতিটি ম্যাচে আলাদা করে নজর দিতে চায় দল।

সোমবার এনিয়ে সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন, 'ডব্লিউটিসির দিকে তাকাচ্ছি না। প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। ভালো খেলতে হবে। রোহিতের বদলি হিসেবে এসেছেন ইশ্বরন আর কেএল রাহুল। ১ম টেস্ট-এ সেরা একাদশ তৈরিই এখন লক্ষ্য।' প্রথম ম্যাচে রোহিতকে পাওয়া যাবে না, ধরে নিয়েই গম্ভীর বলেন, 'এখন এই ব্যাপারটা নিশ্চিত নয়। আমরা সময়মতো জানাব। সিরিজের শুরুতে জানা যাবে। বুমরাহ সহ-অধিনায়ক, তাই রোহিতকে না পাওয়া গেলে তিনি নেতৃত্ব দেবেন।'  

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর ইতিমধ্যেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৩-২০২৫) তালিকায় প্রথম স্থান থেকে ছিটকে গেছে। অস্ট্রেলিয়া এখন একনম্বরে আছে। তারপরে ভারত। নিউজিল্যান্ডের কাছে ব্যাপক পরাজয় ভারতের ডব্লিউটিসির ফাইনালে ওঠার স্বপ্নকে ধাক্কা দিয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ এখন ৬২.৫। ভারতের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকাচ্ছি না। আমরা পুরোপুরি বর্ডার-গাভাসকার সিরিজের দিকে মনোনিবেশ করছি। আশাকরি জিতব।'

আরও পড়ুন- ফার্গুসনের ঐতিহাসিক হ্যাটট্রিকে ছিন্নভিন্ন শ্রীলঙ্কা! গতির ঝড়ে সিরিজ ১-১, দেখুন ভিডিও

নিউজিল্যান্ডের কাছে হারের ফলে গম্ভীরের কোচিংও ব্যাপক সমালোচিত হয়েছে। এই অভিযোগ অস্বীকার করে ভারতের হেড কোচ বলেন, 'যখন আমি দায়িত্বটা নিয়েছিলাম, জানতাম যে এটা একটা মর্যাদাপূর্ণ কাজ। সঙ্গে খুব কঠিন কাজ। কিন্তু, আমাকে এখনও কোনও ক্ষোভের মুখে পড়তে হয়নি।'

Gautam Gambhir Test cricket Indian Cricket Team Australia Cricket Team Border-Gavaskar Trophy
Advertisment