Advertisment

Lockie Ferguson Hat-trick: ফার্গুসনের ঐতিহাসিক হ্যাটট্রিকে ছিন্নভিন্ন শ্রীলঙ্কা! গতির ঝড়ে সিরিজ ১-১, দেখুন ভিডিও

Sri Lanka vs New Zealand 2nd t20I: গতির ঝড় তুলে শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক ফার্গুসনের, দেখে নিন ভিডিও। এই হ্যাটট্রিকই ঠিক করে দিয়েছে ম্যাচের রং।

author-image
IE Bangla Sports Desk
New Update
Lockie Ferguson, New Zealand, লাকি ফার্গুসন, নিউজিল্যান্ড,

Lockie Ferguson-New Zealand: ফার্গুসনের ঐতিহাসিক হ্যাটট্রিকই ম্যাচের রং ঠিক করে দিল। (ছবি- টুইটার)

Lockie Ferguson Hat-trick in SL vs NZ 2nd T20I: লাকি ফার্গুসনের হ্যাটট্রিকের ওপর ভর দিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে টি২০ সিরিজে সমতা আনল নিউজিল্যান্ড। রবিবার ডাম্বুলায় দ্বিতীয় টি২০-তে শ্রীলঙ্কাকে পাঁচ রানে হারায় নিউজিল্যান্ড। এই ম্যাচেই পেসার লাকি ফার্গুসন হ্যাটট্রিক করেন। পেস সহায়ক পিচে ফার্গুসন গতির সঙ্গে নিখুঁত লাইন-লেংথ রেখে বল করে যান। যার ফলে শ্রীলঙ্কার ব্যাটাররা কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হন। ডাম্বুলায় দর্শকভরা স্টেডিয়াম ফার্গুসনের এই দুর্দান্ত বোলিংয়ের সাক্ষী থাকে। 

Advertisment

নিউজিল্যান্ডের উইকেটরক্ষক মিচেল হে-ও রবিবার রেকর্ড করেন। প্রতিপক্ষের ব্যাটারকে একটি দুর্দান্ত আউট করে তিনি টি২০ ক্রিকেটে টানা ৬টি আউট করার রেকর্ড স্পর্শ করলেন। তবে, সবাইকে ছাপিয়ে যান ফার্গুসন। প্রথম ম্যাচ তাঁর দল হারায় রবিবার যেন শুরু থেকেই তেতে ছিলেন এই কিউই বোলার। প্রথমে তিনি কুশল পেরেরাকে আউট করেন। পেরেরা উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর তিনি ইয়র্কারে কামিন্দু মেন্ডিসকে এলবিডব্লিউ করেন। শেষে শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কাকে আউট করেন। তাঁর বলে আসালাঙ্কা লেগ সাইডে মারার চেষ্টা করেন। কিন্তু, বলটা নিউজিল্যান্ডের উইকেটরক্ষকের হাতে চলে যায়।

দ্বীপরাষ্ট্রের ইনিংসে এই ধস নামানোর দুই ওভার পর ফার্গুসন চোটের জন্য মাঠ ছাড়েন। কিন্তু, তার আগেই তিনি শ্রীলঙ্কার দফারফা করে দিয়েছিলেন। টি২০ বিশেষজ্ঞ হিসেবে ফার্গুসনের খ্যাতি বরাবরই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি২০ বিশ্বকাপে তিনি চারটি মেডেন ওভার নিয়েছিলেন। একটিও রান না দিয়ে তিন উইকেট নেন। এবার ডাম্বুলায় তাঁর দুর্দান্ত পারফরম্যান্স আইপিএল নিলামে ফার্গুসনের দাম নিশ্চিতভাবে বাড়াবে। 

ম্যাচে শ্রীলঙ্কার হয়ে পথুম নিসাঙ্কা একাই লড়াই করেন। আইসিসি র‌্যাংকিয়ে টি২০ ব্যাটারদের মধ্যে অষ্টম স্থানে আছেন নিসাঙ্কা। তিনি টি২০ ক্রিকেটে তাঁর ১৩তম হাফ সেঞ্চুরি করেন। যা শ্রীলঙ্কাকে প্রায় জয়ের মুখে নিয়ে যায়। শেষ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য মাত্র আট রানের প্রয়োজন ছিল। কিন্তু, গ্লেন ফিলিপসকে মারতে গিয়ে নিসাঙ্কা লং-অনে ধরা পড়েন। তার আগে তিনি ৫১ বলে ৫২ রান করেন। যার মধ্যে ছিল ৬টি বাউন্ডারি। 

আরও পড়ুন- এনজয় করো, অর্শদীপকে ক্রিজে অপমান করে বিতর্কে হার্দিক! ভারত হারতেই লাগামছাড়া হল আক্রমণ

এর আগে শ্রীলঙ্কার বোলারদের দাপটে ১৯.৩ ওভারে নিউজিল্যান্ডের ইনিংস ১০৮ রানে থেমে যায়। নুয়ান থুশারা শুরুটা ভালোই করেছিলেন। প্রথম দুই ওভারে তিনি দুই উইকেট নেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা মিডল অর্ডারে রীতিমতো ত্রাস সৃষ্টি করেন। মাথিশা পাথিরানা টেল এন্ডারে তিন উইকেট নেন। তবে, ম্যাচে শ্রীলঙ্কার ফিল্ডিং ছিল যাচ্ছেতাই। ১১টি বাই এবং ১৯টি অতিরিক্ত রান দিয়েছেন লঙ্কানরা। এর আগে শনিবার প্রথম ম্যাচে চার উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। দুই দলের সামনে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। বুধবার ডাম্বুলায় প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ হবে পাল্লেকেলে।

Lockie Ferguson Sri Lanka T20 New Zealand
Advertisment