Advertisment

Virat Kohli-Gautam Gambhir: কেন বারবার মাঠে মারামারি করতেন, কোহলিকে পাশে বসিয়ে বিস্ফোরক বয়ান এবার গম্ভীরের

Virat Kohli-Gautam Gambhir Interview: কোহলির সঙ্গে একের পর এক সময় সংঘাতে জড়িয়েছেন গম্ভীর, কারণ ব্যাখ্যা করলেন এবার বর্তমান বিরাটের হেড কোচ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Gautam Gambhir, বিরাট কোহলি, গৌতম গম্ভীর

Virat Kohli-Gautam Gambhir: খেলোয়াড় জীবনে কোহলির সঙ্গে বিবাদে জড়াতে দেখা গিয়েছিল গম্ভীরকে। (ছবি- টুইটার)

Virat Kohli-Gautam Gambhir Interviewing Each Other: টিম ইন্ডিয়ার বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরকে অতীতে বারবার মাঠে মাথা গরম করতে দেখা গিয়েছে। বর্তমানে ভারতীয় দলের খেলোয়াড় বিরাট কোহলি, তাঁর সঙ্গেও খেলোয়াড় জীবনে মাঠে গম্ভীরের বাদানুবাদ হয়েছে। সেসব ঘটনা বহুচর্চিত। গম্ভীর যখন ভারতীয় দলের কোচ হননি, সেই সময়ই তাই অনেকে প্রশ্ন তুলেছিলেন, তিনি টিম ইন্ডিয়াকে সামলাবেন কী করে? বিশেষ করে যে দলে কোহলির মত খেলোয়াড় আছেন, যাঁর সঙ্গে গম্ভীরের বারবার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে! এবার, সেই কোহলির সঙ্গে তাঁর বাদানুবাদের কারণটা খোলসা করলেন টিম ইন্ডিয়ার বর্তমান কোচ।

Advertisment

গম্ভীর বলেছেন, 'টা সত্যি যে আমি মাঠে মাঝে মধ্যে মাথা গরম করেছি। আমার কিন্তু তা নিয়ে কোনও অনুশোচনা নেই। আমি আমার খেলার বাইরের কোনও ব্যাপার নিয়ে মাঠের মধ্যে কখনও বিতর্কে জড়াইনি। তাই মনে হয়, এই উত্তপ্ত বাদানুবাদ আমার যতটা না ক্ষতি করেছে, আমাকে তার চেয়েও বেশি লাভবান করেছে।' 

গত জুলাইয়ে রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতীয় দলের কোচ হয়েছেন গম্ভীর। ২০১১ সালে তিনি মুম্বইয়ে একদিনের বিশ্বকাপ ফাইনালে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি পাননি। গম্ভীর জানিয়েছেন, সেসব নিয়ে তাঁর কোনও খেদ নেই। তাঁর একটাই দুঃখ, ওই ম্যাচে তিনি আউট হওয়ার পর শ্রীলঙ্কা খেলাটা ধরে নিয়েছিল। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা ভারতই জেতে। ছয় উইকেটে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারিয়েছিল। আর, সেটাই ছিল তাঁর সবচেয়ে বড় শান্তি বলেই গম্ভীর জানিয়েছেন।

আরও পড়ুন- অবসর নেওয়া এখন ছেলেখেলা হয়ে গিয়েছে! বাংলাদেশের বিপক্ষে নামার আগেই আফ্রিদি-আমিরদের তুলোধোনা রোহিতের

এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'এখনও লোকজন আমাকে বলে, আমি ওই শটটা কেন যে নিলাম? না হলে সেঞ্চুরিটা হয়ে যেত! আসলে ৯৭ রানটা আমার কাছে বড় ছিল না। বড় ছিল দলের রান বাড়ানোটাই। সেই জন্যই আমি আগুপিছু কিছু ভাবিনি। সেজন্য ওই সেঞ্চুরিটা হাতছাড়া করা নিয়ে আমার কোনও হতাশাও নেই।'

Indian Cricket Team Virat Kohli Cricket News Gautam Gambhir
Advertisment