/indian-express-bangla/media/media_files/2025/05/07/4GLpLEc4qM2ddyDZ7sOe.jpg)
Gautam Gambhir on Pahalgam Attack: গম্ভীরের সাফ কথা, যতদিন না সন্ত্রাস বন্ধ হচ্ছে পাকিস্তানের সঙ্গে কোনওরকম সম্পর্ক নয়
Gautam Gambhir on India-Pakistan Cricket: পাকিস্তানের কাপুরুষোচিত হামলার পর জম্মু ও কাশ্মীরের পহেলগাঁঁওয়ে (Pahalgam Terror Attack) ঘটে যাওয়া নৃশংস হত্যালীলায় গোটা দেশ ক্ষোভের আগুনে জ্বলছে। এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) মনে করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয় — এমনকি আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপের ম্যাচও নয়।
এবিপি ইভেন্টে কথা বলার সময় গম্ভীর বলেন, যতদিন সীমান্তপারে সন্ত্রাসবাদ বন্ধ না হচ্ছে, ততদিন দুই দেশের মধ্যে কোনও ধরণের ক্রিকেট সম্পর্ক থাকা উচিত নয়। তিনি বলেন, “আমার ব্যক্তিগত জবাব— একেবারেই না। যতদিন না এই সব (সীমান্তপারের সন্ত্রাসবাদ) বন্ধ হচ্ছে, ততদিন ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও কিছুই হওয়া উচিত নয়।”
২২ এপ্রিল, দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে এক জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। এর প্রতিক্রিয়ায় ভারত সরকার বেশ কিছু কড়া পদক্ষেপ ঘোষণা করে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে সিন্ধু জল চুক্তি স্থগিত করা এবং আটারি সীমান্তে ক্রসিং বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল।
আরও পড়ুন 'ভারতও পালটা হামলা করবে...', পাহেলগাঁও হামলার ঘটনায় 'হুঙ্কার' গম্ভীরের
গম্ভীর আরও বলেন, “শেষ পর্যন্ত এটা সরকারের সিদ্ধান্ত হবে যে আমরা তাঁদের বিরুদ্ধে খেলব কি না। আমি আগেও বলেছি— কোনও ক্রিকেট ম্যাচ, বলিউড, বা অন্য কোনও আলোচনার গুরুত্ব ভারতীয় সেনা এবং নাগরিকদের জীবনের চেয়ে বেশি হতে পারে না। ম্যাচ আবারও হবে, সিনেমা তৈরি হবে, গায়ক গান গাইবে, কিন্তু নিজের পরিবারের কাউকে হারানোর যন্ত্রণার কাছে এগুলো কিছুই নয়।”
Praying for the families of the deceased. Those responsible for this will pay. India will strike. #Pahalgam
— Gautam Gambhir (@GautamGambhir) April 22, 2025
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরই সোশ্যাল মিডিয়া পোস্টে গৌতম গম্ভীর লিখেছেন, 'মৃত ব্যক্তিদের পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থণা করছি। এই ঘটনার পিছনে যে বা যারা যুক্ত, তাদের অবশ্যই দাম চোকাতে হবে। ভারতও এবার পাল্টা হামলা করবে।' গোটা দেশ আশা করছে, এই ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।