/indian-express-bangla/media/media_files/2025/04/23/BnM70k8gmU0336SUst1G.jpg)
পাহেলগাঁও আক্রমণের তীব্র নিন্দা করলেন গৌতম গম্ভীর
Pahalgam Terror Attack 2025: জম্মু-কাশ্মীরের পাহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে, তা গোটা দেশকে কার্যত শোকস্তব্ধ করে দিয়েছে। প্রত্যেকে এই ঘটনার তীব্র নিন্দা করছেন। সেই তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেটারদেরও। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রতিক্রিয়া দিয়েছেন।
ওই সোশ্যাল মিডিয়া পোস্টে গৌতম গম্ভীর (Gautam Gambhir) লিখেছেন, 'মৃত ব্যক্তিদের পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থণা করছি। এই ঘটনার পিছনে যে বা যারা যুক্ত, তাদের অবশ্যই দাম চোকাতে হবে। ভারতও এবার পাল্টা হামলা করবে।' গোটা দেশ আশা করছে, এই ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
Praying for the families of the deceased. Those responsible for this will pay. India will strike. #Pahalgam
— Gautam Gambhir (@GautamGambhir) April 22, 2025
গম্ভীর ছাড়াও শুভমান গিল এই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনিও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া এক্স-য়ে একটি ভিডিও শেয়ার করে শুভমান লিখেছেন, 'পাহেলগাঁওয়ে জঙ্গি (Jammu and Kashmir Militancy) হামলার ঘটনা শুনে আমি একেবারে শোকস্তব্ধ। এই ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আমাদের দেশে এমন হিংসাত্মক ঘটনা রেয়াত করা হবে না।'
Irfan Pathan on Pahalgam Attack: 'এই কারণে কষ্টটা বেশি হচ্ছে...', পহেলগাম হামলার নিন্দা ইরফানের মুখে
Heartbreaking to hear about the attack in Pahalgam. My prayers are with the victims and their families. Violence like this has no place in our country.
— Shubman Gill (@ShubmanGill) April 22, 2025
Deeply pained to hear of the reprehensible terrorist attack on innocent tourists in #Pahalgam .
— Virrender Sehwag (@virendersehwag) April 22, 2025
My heart goes out to those who have lost their loved ones. Prayers for the injured 🙏🏼
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, 'পাহেলগাঁওয়ে নির্দোষ পর্যটকদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা শুনে আমি অত্যন্ত দুঃখিত। এই হামলার কারণে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমব্যথী। আহতদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।'
Pahelgam terror attack: পাহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলা, নিহত বাংলার ৩ পর্যটক
মানবিকতার খাতিরে আজ অন্তত একত্রিত হই: যুবরাজ সিং
ভারতের আরও একজন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দুঃখের কথা শেয়ার করেছেন। যুবি লিখেছেন, 'পাহেলগাঁওয়ে পর্যটকদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। নিহতদের পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আসুন, আজ মানবিকতার খাতিরে আমরা একত্রিত হই।'
Pahalgam Terror Attack:পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কলকাতার পর্যটক বিতান অধিকারীর মৃত্যু, কী বললেন মমতা?
Deeply saddened by the attack on tourists in Pahalgam. Praying for the victims and for the strength of their families 🙏🏻 Let us stand united in hope and humanity. #PahalgamTerroristAttack
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 22, 2025
Shocked and angry to hear what happened in Kashmir today. While those responsible will be punished, and I’m sure they will, right now there’s a numb disbelief at the terrible acts and the manner in which it all happened. Praying for the souls of those who lost their lives in…
— parthiv patel (@parthiv9) April 22, 2025
পাহেলগাঁওয়ে এই সন্ত্রাসবাদী হামলা নিয়ে তীব্র নিন্দা করলেন পার্থিব প্যাটেলও। সোশ্যাল মিডিয়ায় পার্থিব একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'আজ কাশ্মীরে যে ঘটনাটি ঘটল, তা শুনে আমি শোকস্তব্ধ। খুব রাগ হচ্ছে। এই ঘটনার পিছনে যারা জড়িত, আশা করছি দ্রুত তাদের শাস্তি হবে। আমার বিশ্বাস শাস্তি হবেই। কিন্তু, যে নারকীয়ভাবে গোটা ঘটনাটি সম্পন্ন হয়েছে, সেটা এখনও বিশ্বাস করতে পারছি না। পাহেলগাঁওয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করছি।'