Gautam Gambhir to leave KKR: তাঁর ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে জল্পনা অব্যাহত। তার মধ্যেই মুখ খুললেন গৌতম গম্ভীর। শুধু খুললেনই না। বেশ ইঙ্গিতপূর্ণভাবে তিনি মন্তব্য করলেন। যাতে রীতিমতো চাপে কলকাতা নাইট রাইডার্স। কারণ, গম্ভীরের মেন্টরশিপে কেকেআর এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে অধিনায়ক থাকাকালীন গম্ভীর কেকেআরকে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। সেটা ২০১২ এবং ২০১৪ সালে।
তারপর বেশ কয়েক বছর পর গম্ভীর কেকেআরে ফিরেছেন, এবারই। লখনউ থেকে তাঁকে প্রায় ছিনিয়ে এনেছেন কেকেআর কর্তা শাহরুখ খান। আর, কেকেআরে ফিরেই কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল উপহার দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন তারকা। এবার, মেন্টর হিসেবে। সেই কারণে গম্ভীরকে ব্ল্যাংক চেক পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শাহরুখ। গম্ভীর নিজে দিল্লির ব্যাটার ছিলেন। আর, শাহরুখও দিল্লির ছেলে। সেজন্য এমনিতেই উভয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর। তার ওপর একের পর এক সাফল্য।
তারই মধ্যে রটে যায় গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হতে চলেছেন। টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় আর ভারতীয় দলের কোচিং করতে নারাজ। কারণ, দ্রাবিড়কে তিন ফরম্যাটে কোচ রাখবে না ঠিক করেছিল বিসিসিআই। যা শুনে দ্রাবিড় জানিয়েছেন, তিনি আর জাতীয় দলের কোচিং করতে চাইছেন না। দ্রাবিড়ের অবর্তমানে তাহলে ভারতীয় দলের কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়। সেই জল্পনা আরও বাড়ে বিসিসিআই কোচ চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর।
এই পরিস্থিতিতে গম্ভীর জানিয়েছিলেন, তিনি কোচ হতে চেয়ে বিসিসিআইয়ের কাছে আবেদন করেছেন। তারই মধ্যে রটে যায়, গম্ভীরের সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েকবার বৈঠকও করে ফেলেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। তবে, সেনিয়ে গম্ভীর কোনও উচ্চবাচ্য করেননি। ইতিমধ্যে কোচ হিসেবে গম্ভীরের হয়ে সওয়াল করেছেন সৌরভ গাঙ্গুলিও। তাতেই জল্পনা আরও বেশি ছড়ায়। তারই মধ্যে তাঁর নিজের ব্যাপার মুখ খুললেন গম্ভীর। তিনি জানিয়েছেন, 'ভারতীয় দলের কোচ হওয়ার চেয়ে বড় কোনও সম্মান নেই…।'
আবুধাবিতে গম্ভীর সংবাদমাধ্যমকে খোলাখুলি বলেছেন, 'আমি ভারতীয় দলের কোচ হতে চাই। জাতীয় দলের কোচ হওয়ার চেয়ে বড় সম্মান আর কিছুতে নেই। আপনি ১৪০ কোটি ভারতীয়র প্রতিনিধিত্ব করছেন। সারা বিশ্বে তাঁদের প্রতিনিধিত্ব করবেন। এটা তো এক বিরাট ব্যাপার।'
আরও পড়ুন- লোক হাসানোর মত ইংরেজি বাবরের! লজ্জা থেকে পাক তারকাকে বাঁচালেন এবিডি, দেখুন ভিডিও
ভারতের দীর্ঘদিন আইসিসি ট্রফি (বিশ্বকাপ) নেই। কেন, সেই প্রশ্নেও মুখ খুলেছেন গম্ভীর। তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, 'আমাকে অনেকে এই ব্যাপারে আগে জিজ্ঞাসা করেছেন। আমি উত্তর দিইনি। কিন্তু, এবার আমাকে সেই উত্তর দিতে হবে। ১৪০ কোটি ভারতীয়ই দেশকে বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে। সবাই যদি আমাদের জন্য প্রার্থনা করেন। আর, আমরা যদি তাঁদের প্রতিনিধি হিসেবে খেলতে শুরু করি, ভারত বিশ্বকাপ জিতবে। এক্ষেত্রে নির্ভীকভাবে খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।' এবার টি-২০ বিশ্বকাপে রোহিতবাহিনী ৫ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। ৯ জুন নিউইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে।