ফের একবার মহেন্দ্র সিং ধোনিকে বিঁধলেন গৌতম গম্ভীর। ধোনির সঙ্গে গম্ভীরের সম্পর্ক যে একেবারেই ভাল নয়, সেকথা এখন প্রায় দিনের আলোর মতো পরিস্কার। আগে ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন গম্ভীর। এবার দেশের বিশ্বকাপ জয়ী ক্য়াপ্টেনের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ আনলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। ২০১১ বিশ্বকাপের ফাইনালে অধরা সেঞ্চুরির জন্য় মাহিকেই দায়ী করলেন গম্ভীর।
Advertisment
২০১১-র ২ এপ্রিলের কথা ভুলতে পারবেন না কোনও ভারতীয়ই। সেদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর ভারত বিশ্বকাপ হাতে তুলেছিল। সৌজন্য়ে গম্ভীর-ধোনির ঐতিহাসিক ইনিংস। ফাইনালে শ্রীলঙ্কার ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ৩১ রানের মধ্য়েই দলের দুই ওপেনার শচীন তেন্ডুলকর (১৮) ও বীরেন্দ্র শেহওয়াগ (০) ফিরে যান।
তিনে ব্য়াট করতে নেমে ভারতকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন গম্ভীর। বিরাট কোহলি ৩৫ রানে আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন ধোনি। গম্ভীর-ধোনি মিলে স্কোরবোর্ডে ১০৯ রান যোগ করেছিলেন। ম্য়াচের ৪২ নম্বর ওভারে থিসারা পেরেরার বলে গম্ভীর বোল্ড হয়ে যান। মাত্র তিন রানের জন্য় সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয়েছিল তাঁকে। আর এই সেঞ্চুরি করতে না-পারার জন্য় ধোনিকেই দুষলেন তিনি।
লাল্লানটপে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলছেন, “আমাকে একটা প্রশ্ন বারবার করা হয়েছে, কেন আমি বিশ্বকাপের ফাইনালে ৯৭ রানে আউট হয়েছিলাম, ঠিক কী হয়েছিল তখন? আমি প্রতিটি ব্য়ক্তিকে এমনকী তরুণ ক্রিকেটারদেরও বলেছি যে আমি ব্য়ক্তিগত রেকর্ডের কথা ভাবিনি, মাথায় ছিল শ্রীলঙ্কার দেওয়া টার্গেট। আমার এখনও মনে আছে ধোনি আমাকে এসে বলেছিল, আর তিন রান করলেই তুমি সেঞ্চুরি করতে পারবে। আর ঠিক তখনই আমার মাথার মধ্য়ে নিজের পারফরম্য়ান্স, ব্য়ক্তিগত স্কোরের ভাবনাগুলো চলে এসেছিল। রক্ত টগবগ করে ফুটতে শুরু করে। তার আগে পর্যন্ত কিন্তু আমি শ্রীলঙ্কার দেওয়া টার্গেট নিয়েই ভেবেছি। যদি আমাকে ধোনি এসে এই কথাটা না-বলত, তাহলে আমি অনায়াসে সেঞ্চুরি করে ফেলতে পারতাম। আর এই তিন রান আমাকে আজীবন ভাবাবে।”