Advertisment

Virat Kohli-Gautam Gambhir: আমার থেকে মাঠে বেশি ঝামেলা করেছ তুমি! পাশে বসিয়ে কোহলিকে ঠুকলেন গম্ভীর, দেখুন ভিডিও

Virat Kohli-Gautam Gambhir Interview: বিরাট কোহলিকে পাশে বসিয়ে কথা শোনালেন গম্ভীর। পাল্টা না দিয়ে চুপ থাকলেন কিং, দেখুন বিসিসিআইয়ের ভাইরাল ভিডিও

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli-Gautam Gambhir Interview: বোর্ডের ভিডিওয় পাশাপাশি বসে আড্ডা দিলেন বিরাট কোহলি, গৌতম গম্ভীর

Virat Kohli-Gautam Gambhir Interview: বোর্ডের ভিডিওয় পাশাপাশি বসে আড্ডা দিলেন বিরাট কোহলি, গৌতম গম্ভীর (টুইটার)

Virat Kohli-Gautam Gambhir Interviewing Each Other: গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির সাক্ষাৎকার। তাও আবার দুজনকে পাশাপাশি বসিয়ে। দুই মহারথীর সেই সাক্ষাৎকারের টিজার ভিডিও পোস্ট করল বিসিসিআই। তারপর থেকেই সেই ভিডিও ভাইরাল।

Advertisment

কোহলি-গম্ভীর দুজনেই টিম ইন্ডিয়ার জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে একসঙ্গে বহু ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। আবার মাঠ এবং মাঠের বাইরে সংঘাতেও জড়িয়ে পড়েছেন দুজনে। তবে সেই ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওয় শোনা যাচ্ছে কোহলি গম্ভীরকে পাশে বসিয়ে বলছেন, দুজনে সমস্ত মশলা বন্ধ করে দিয়েছেন।

বিসিসিআইয়ের তরফে ১.৪০ মিনিটের স্বল্পদৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা হয়েছিল। সেই ভিডিওয় দেখা যাচ্ছে কোহলি-গম্ভীর দুজনে ২০১১-র বিশ্বকাপের ঐতিহাসিক সেই ফাইনাল দেখছেন। তারপরেই ২০১৪-১৫'এ বর্ডার গাভাসকার সিরিজে কোহলির ব্যাট হাতে হিরোগিরির তুমুল প্রশংসা শোনা যায় গম্ভীরের গলায়।

আরও পড়ুন: পেসাররা ফর্মে রয়েছে, ভারতকে বাংলাদেশ হারাবেই! বড় মুখ করে বললেন শরিফুল ইসলাম

"মনে করতে পারছি অস্ট্রেলিয়ায় তোমার সিরিজটা বাম্পার কেটেছিল। যেখানে তুমি রানের পাহাড় বানিয়েছিলে। সেই সিরিজ তোমাকে টাচ-জোনে এনে দিয়েছিল। আমার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল নেপিয়ারে। আমি যদি ফিরে তাকাই? কখনও কি দুই এবং আড়াই দিন আবার ব্যাট করতে পারব? মনে হয়না আর পারব। সেই ম্যাচের পর আর কখনও সেরকম টাচ-জোনে পৌঁছতে পারিনি। ওই জায়গায় পৌঁছনোর অনুভূতি আমি জানি। আমার থেকে তোমার এই অনুভূতির সংখ্যা অনেক বেশি হবে।" বলতে শোনা গিয়েছে বর্তমান টিম ইন্ডিয়া কোচকে।

সেই ভাইরাল ক্লিপে কোহলিকে ট্রোল করতেও দেখা গিয়েছে গম্ভীরকে। কোহলি জিজ্ঞাসা করেছিলেন, কীভাবে প্রতিপক্ষ দলের সঙ্গে কথাবার্তা তাঁর খেলাকে প্রভাবিত করেছে। "যখন তুমি ব্যাট করার সময় প্রতিপক্ষ দলের তারকাদের সঙ্গে চ্যাট করো, তোমার কি কখনও মনে হয়েছে, সেই জোন থেকে তুমি দূরে সরে যাচ্ছ, এবং আউট হওয়ার মত পরিস্থিতি তৈরি হবে নাকি তোমার মধ্যে আরও বেশি দৃঢ়সংকল্প এনে দেবে?"

কোহলির এই প্রশ্নের জবাবে গম্ভীরকে বলতে শোনা যায়, "তুমি মাঠের মধ্যে আমার থেকেও বেশি বাগবিতণ্ডায় জড়িয়েছ, আমার মনে হয় তুমি আমার থেকে এই প্রশ্নের জবাব আরও ভাল দিতে পারবে।"

cricket Virat Kohli Gautam Gambhir Cricket Kahon Cricket News Indian Team
Advertisment