Advertisment

IND vs BAN: পেসাররা ফর্মে রয়েছে, ভারতকে বাংলাদেশ হারাবেই! বড় মুখ করে বললেন শরিফুল ইসলাম

India vs Bangladesh: ভারতকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলে দিচ্ছেন শরিফুল ইসলাম

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Shoriful Islam, ভারত, শরিফুল ইসলাম,

India-Shoriful Islam: বিরাট আশা শরিফুলের। (ছবি- টুইটার)

Shoriful Islam, IND vs BAN: বাংলাদেশ বিশ্বাস করে যে তারা টেস্ট সিরিজে ভারতকে হারাতে পারবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের খেলোয়াড় শরিফুল ইসলাম। শরিফুল বলেছেন যে টেস্ট সিরিজে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবার ভারতেও ভালো করার ব্যাপারে বাংলাদেশের ক্রিকেটাররা আত্মবিশ্বাসী। এই ফাস্ট বোলার জানিয়েছেন, আসন্ন টেস্ট সিরিজে ভারতকে হারানোর সম্ভাবনা রয়েছে টাইগারদের। স্পিডস্টার নিজে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজের অংশ ছিলেন। ওই সিরিজ টাইগাররা ২-০ ব্যবধানে জিতেছে। কিন্তু কুঁচকির চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজে থাকছেন না এই বাঁহাতি।

Advertisment

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর তাদের উদ্বোধনী টেস্ট শুরু হওয়ার আগে বাংলাদেশ ইতিমধ্যেই চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে। টাইগাররা ১৩ টেস্টের মধ্যে একবারও ভারতকে হারায়নি। তবে, শরিফুল আশাবাদী যে তাঁরা এই পরিসংখ্যানের মুখ ঘুরিয়ে দিতে পারবেন। এই প্রসঙ্গে শরিফুল বলেন, 'আমরা বিশ্বাস করি যে ভারতকে হারাতে পারব। আমরা পাকিস্তানের বিরুদ্ধে ভালো করেছি এবং ভারতেও জয়ের আশা আছে।'

বাংলাদেশের শক্তিশালী পেস আক্রমণের কথাও বলেছেন শরিফুল। শরিফুলের অনুপস্থিতিতে টাইগারদের ফাস্ট বোলিং বিভাগে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং খালেদ আহমেদ রয়েছে। শরিফুল বলেন, 'পেসারদের সাহায্য পাওয়া বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাহায্য করেছে। আমাদের পেস বোলাররা ফর্ম ও ছন্দে আছে। আগে আমাদের পেসার ছিল, কিন্তু ব্যাকিং ছিল না। এখন আমরা তাদের সাপোর্ট পাচ্ছি। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো।'

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে জিততে না পারলেই কথা উঠবে, টাইগারদের বিপক্ষে নামার আগেই বিস্ফোরণ রোহিতের

রবিবার, ৬ অক্টোবর টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে শরিফুল ফিট হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। কুঁচকিতে চোট পাওয়ায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টও মিস করেছেন এই পেসার। এই প্রসঙ্গে শরিফুল বলেন, 'আমি কাজ শুরু করেছি। প্রতিদিন বোলিং করছি। তাই, আমি আশাবাদী যে টি-২০ দল ভারতে যাওয়ার আগে আমি ফিট হয়ে যাব।' বাংলাদেশ ২০১৭ এবং ২০১৯ সালে ভারতের মাটিতে তিনটি টেস্ট খেলেছে। কিন্তু, প্রতিটি ম্যাচ হেরেছে। এই পরিসংখ্যান নিয়েই ভারতের বিরুদ্ধে রেড-বল সিরিজে নামতে চলেছে নাজমুল হোসেন শান্তর বাহিনী।

 

Indian Team Test cricket Bangladesh Cricket Shoriful Islam Indian Cricket Team Team India India Cricket Team Bangladesh Cricket Team
Advertisment