Advertisment

ইস্য়ু বিশ্বকাপ ফাইনাল, ধোনিকে আসামীর কাঠগড়ায় তুলে টুইটারে ট্রোলড গম্ভীর

এমএস ধোনির বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ এনেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। ২০১১ বিশ্বকাপের ফাইনালে অধরা সেঞ্চুরির জন্য় মাহিকেই দায়ী করেছেন গৌতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Gautam Gambhir trolled on Twitter after citing MS Dhoni

ইস্য়ু বিশ্বকাপ ফাইনাল, ধোনিকে আসামীর কাঠগড়ায় তুলে ট্রোলড গৌতম গম্ভীর

এমএস ধোনির বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ এনেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। ২০১১ বিশ্বকাপের ফাইনালে অধরা সেঞ্চুরির জন্য় মাহিকেই দায়ী করেছেন গৌতি।

Advertisment

২০১১-র বিশ্বকাপে ফাইনালে শ্রীলঙ্কার ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩১ রানের মধ্য়েই ভারতের দুই ওপেনার শচীন তেন্ডুলকর (১৮) ও  বীরেন্দ্র শেহওয়াগ (০) ফিরে যান। তিনে ব্য়াট করতে নেমে ভারতকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন গম্ভীর। বিরাট কোহলি ৩৫ রানে আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন ধোনি। গম্ভীর-ধোনি মিলে স্কোরবোর্ডে ১০৯ রান যোগ করেছিলেন।

আরও পড়ুন-বিস্ফোরক গৌতম গম্ভীর, বিশ্বকাপ ফাইনালে অধরা সেঞ্চুরির জন্য় দুষলেন ধোনিকে

ম্য়াচের ৪২ নম্বর ওভারে থিসারা পেরেরার বলে গম্ভীর বোল্ড হয়ে যান। মাত্র তিন রানের জন্য় সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয়েছিল তাঁকে। আর এই সেঞ্চুরি করতে না-পারার জন্য় ধোনিকেই দুষেছেন তিনি। খেলার মাঝপথে ধোনি এসে গম্ভীরকে বলেছিলেন, যে আর তিন রান করলেই সেঞ্চুরি করতে পারবেন বাঁ-হাতি ব্য়াটসম্য়ান।

এই কথা শুনেই গম্ভীর নিজের ব্য়ক্তিগত রেকর্ড নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দেন। তাঁর আগে পর্যন্ত তিনি শ্রীলঙ্কার রান তাড়া করার কথাই ভাবছিলেন। গম্ভীরের মতে ধোনি যদি তাঁকে এসে এই কথা না-বলতেন তাহলে তিনি সেঞ্চুরি করেই ফিরতেন। আর এই খবর প্রকাশ্য়ে আসার পরেই ধোনির ফ্য়ানেরা টুইটারে গম্ভীরকে ধুয়ে দিয়েছে।

আরও পড়ুন-‘নিখোঁজ সাংসদ’ গম্ভীরের সন্ধানে পোস্টার পড়ল দিল্লিতে

ঘটনাচক্রে গম্ভীরকে নিয়ে সোশাল মিডিয়ায় জোর চর্চা চলছে। দিল্লি দূষণ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে বারবার আক্রমণ করেছেন গম্ভীর। কিন্তু, দূষণ নিয়েই সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে গত শুক্রবার গরহাজির ছিলেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ। তিনি জানিয়েছিলেন ইন্দোরে ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের ধারাভাষ্যকারের কাজ করছেন তিনি। তাই সেখানে যেতে পারবেন না। এরপরই প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণের দেওয়া একটি ছবি ঘিরে বিতর্ক দানা বাঁধে। সেই ছবিতে দেখা যাচ্ছে, জিলাপি খাচ্ছেন গম্ভীর। যা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

cricket Gautam Gambhir MS DHONI
Advertisment