Advertisment

Gautam Gambhir’s response: ৪র্থ টি২০-র বদলি বিতর্ক নিয়ে সাফাই গম্ভীরের, বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা ভারতের হেড কোচের

Gambhir on concussion sub controversy: যে শিবম দুবের বদলে হর্ষিত রানাকে নামানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেই দুবেই ৫ম টি২০-তে ২ উইকেট নিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir: গৌতম গম্ভীর

Gautam Gambhir: গৌতম গম্ভীর। (ছবি- টুইটার)

Gambhir on concussion sub controversy: টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে ভারতীয় দলের খেলোয়াড় বদল বিতর্কের ঝড় তুলেছে। প্রতিপক্ষ ইংল্যান্ড বিষয়টি নিয়ে তুলকালাম শুরু করলেও ভারতীয় দলের কেউ এতদিন এনিয়ে তেমন উচ্চবাচ্য করেনি। এবার সাফাই দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন ৮ নম্বরে কে ব্যাট করতে নামবেন, তার বিচারেই হর্ষিত রানাকে ওই দিন শিবম দুবের বদলে মাঠে নামিয়েছিল টিম ইন্ডিয়া।   

Advertisment

এই বিতর্কের যিনি অন্যতম কেন্দ্রবিন্দু, সেই শিবম দুবে ভারত-ইংল্যান্ড ৫ম টি২০-তে আবার ২টি উইকেট নিয়েছেন। যার দৌলতে ইংল্যান্ডকে ৯৭ রানেই অলআউট করে দিয়েছে গৌতম গম্ভীরের দল। এই জয়ের ফলে রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে টি২০ সিরিজ জিতে নিয়েছে ভারত। তারপরই ৪র্থ টি২০-র বদলি ইস্যুতে মুখ খোলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

পুনেতে ৪র্থ টি২০ ম্যাচে ভারতের অলরাউন্ডার শিবম দুবে আহত হন। তাঁর বদলে পেসার হর্ষিত রানাকে খেলার অনুমতি দেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। যা ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়ে। ওই ম্যাচে শেষ পর্যন্ত ভারত ১৫ রানে জিতেছে। পরে সাংবাদিক বৈঠকে ইংল্যান্ডের অধিনায়ক বাটলার বলেন, 'হয় শিবম দুবে বল হাতে প্রায় ২৫ মাইল বেগে বল করেছেন। নয়তো হর্ষিত রানা তাঁর ব্যাটিংয়ে উন্নতি করেছেন। এটা খেলারই অংশ। আর, আমাদের সত্যি কথা বলতে গেলে এই ম্যাচ জেতা উচিত ছিল। আমরা ম্যাচ রেফারির সিদ্ধান্তের সঙ্গে একমত নই।'

মুম্বইয়ে সিরিজের ৫ম ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠানোর পর বাটলার তাঁর একাদশ ঘোষণা করেন। সেই সময়ও তিনি বিষয়টি টেনে আনেন। ইংল্যান্ড অধিনায়ক বলেন, 'আজ আমাদের ৪ জন পরিবর্ত হলেন- রেহান আহমেদ, সাকিব মাহমুদ, জেমি স্মিথ ও গাস অ্যাটকিনসন।' ৫ম টি২০ ম্যাচের পর কেভিন পিটারসেন বিষয়টি সম্পর্কে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে জিজ্ঞাসা করেন। সেই সময় গম্ভীর বলেন, 'আজ দুবে নিশ্চিতভাবে ৪ ওভারই বল করত।'

Advertisment

আরও পড়ুন- রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি অভিষেকের! চোখে ভাসছে, প্রশংসায় ভরালেন বাটলার

গম্ভীরের একথা বলার কারণ, ৫ম টি২০ ম্যাচে মহম্মদ শামির পাশাপাশি শিবম দুবেও বল করেছেন। দুবে ২ উইকেট নিয়েছেন। যার ফলে, ইংল্যান্ড ৯৭ রানে গুটিয়ে যায়। তার আগে ২৪৭ রান তুলেছিল ভারত। এরপর ৪র্থ ম্যাচের বদলি বিতর্ক প্রসঙ্গে ৫ম ম্যাচের শেষে কেভিন পিটারসেনকে গম্ভীর বলেন, 'আমরা যে ধরনের ক্রিকেট খেলছি, সেখানে ৮ নম্বর ব্যাটসম্যানকে নিয়েই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। খুব বেশি বল না থাকলেও, ৮ নম্বর ব্যাটারকে নিয়েই তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যতটা সম্ভব কঠোর পরিশ্রমে জোর দিয়েছি। কখনও কখনও ৮ নম্বর ব্যাটসম্যানও ভালো ব্যাট করেন। তিনি বাকি ৭ জন ব্যাটসম্যানকেও ছাপিয়ে যান অনেক সময়।'

cricket Gautam Gambhir Cricket News Indian Cricket Team England Cricket Team Team-India Team India Harshit Rana Shivam Dube
Advertisment