Advertisment

Jos Buttler praises Abhishek Sharma: রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি অভিষেকের! চোখে ভাসছে, প্রশংসায় ভরালেন বাটলার

Buttler praises Abhishek's century: রবিবারের টি২০ ম্যাচে অভিষেক শর্মা ১৭ বলে হাফ সেঞ্চুরি করেছেন। যা ভারতের দ্বিতীয় দ্রুততম টি২০ অর্ধশতক। শুধু তাই নয়, তিনি ৩৭ বলে সেঞ্চুরি করেছেন। বাউন্ডারি মারার ক্ষেত্রেও রেকর্ড করেছেন বাটলার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Abhishek Sharma: অভিষেক শর্মা

Abhishek Sharma: রবিবার মুম্বইয়ে অভিষেক শর্মা তাঁর দ্বিতীয় টি২০ সেঞ্চুরি করে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন। (ছবি- বিসিসিআই)

Buttler praises Abhishek's century: রবিবার তাঁর টি২০ সেঞ্চুরি একের পর এক রেকর্ড ভেঙেছে। অভিষেক শর্মার সেই সেঞ্চুরি যেন চোখে লেগে রয়েছে প্রতিদ্বন্দ্বী দল ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের। তিনি তাই প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের ওপেনারকে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার ১৫০ রানে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। সিরিজের ৫ম তথা শেষ টি২০ ম্যাচটিতে ৫৪ বলে ১৩৫ রান করেছেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। এর প্রশংসা করতে গিয়ে বাটলার বলেছেন যে, এটা হল- 'ক্লিন বল স্ট্রাইকিং'। রবিবারের টি২০ ম্যাচে অভিষেক শর্মা ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন। যা ভারতের দ্বিতীয় দ্রুততম টি২০ অর্ধশতক। শুধু তাই নয়, তিনি ৩৭ বলে সেঞ্চুরি করেছেন। বাউন্ডারি মারার ক্ষেত্রেও রেকর্ড করেছেন বাটলার। তিনি মোট ১৩টি ছক্কা মেরেছেন। ভেঙে দিয়েছেন তিন ভারতীয় ব্যাটসম্যান- রোহিত শর্মা, সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার ১০টি করে ছক্কা মারার রেকর্ড। 

Advertisment

এনিয়ে বলতে গিয়ে বাটলার বলেন, 'ফলাফল দেখে আমরা রীতিমতো হতাশ। ভারত দুর্দান্ত ব্যাটিং করেছে। এর পিছনে রয়েছে অভিষেক শর্মার কৃতিত্ব। ও অত্যন্ত ভালো খেলেছে।' বাটলার জানিয়েছেন, অভিষেক যেভাবে বোলারদের মেরেছেন, তাতে ইংল্যান্ডের বোলাররা রীতিমতো 'শকড' হয়ে পড়েলেন। তাঁরা বুঝতেই পারছিলেন না কীভাবে অভিষেককে থামানো যায়! এই প্রসঙ্গে বাটলার বলেন, 'আমরা কী-ই বা করতে পারতাম। ও খুব ভালো খেলেছে। কোনও খেলোয়াড় যদি খুব ভালো খেলে, তবে তাঁকে থামানো কঠিন হয়ে যায়!'  

আরও পড়ুন- ধোনি নাকি সৌরভ- টিম ইন্ডিয়ার সেরা ক্যাপ্টেন কে! অবসর নিয়েই মুখ খুললেন ঋদ্ধিমান

এই প্রসঙ্গে বলতে গিয়ে বাটলার আইপিএলের প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, 'গত আইপিএলের দিকে তাকালেই দেখা যাবে, সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডারের হয়ে ও আর ট্রাভিস হেড এরকমই দুর্দান্ত খেলেছিল। কিছু সময় আসে যখন প্রতিপক্ষকে কৃতিত্ব দেওয়া ছাড়া কোনও উপায় থাকে না। আমরা বারবার ভেবেছি, ওঁকে আর কী করা যায়? ওঁকে কীভাবে থামানো যায়? আমরা লেগে থেকেছি। লড়াই চালিয়েছি, এটা আমাদের কৃতিত্ব। আর সেই চেষ্টা করছি বলেই, অভিষেক ওরকম খেলার পরও আমরা ভারতকে ২৪০ রানে থামাতে পেরেছি।'

BCCI Jos Buttler Cricket News Indian Cricket Team Team-India Team India Abhishek Sharma NEWS
Advertisment