Advertisment

Gautam Gambhir's sacking chances: চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ইংল্যান্ড সফরের পরই সরানো হতে পারে গৌতম গম্ভীরকে?

Gambhir's sacking chances: সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পরই গৌতম গম্ভীরের চুক্তি পর্যালোচনা করা হতে পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir vs Morne Morkel

Goutam Gambhir: সহকর্মীদের সঙ্গে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। (ছবি- বিসিসিআই)

Gambhir's sacking chances: গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে, তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ এবং অবশেষে বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে টিম ইন্ডিয়া ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে।     

Advertisment

অনেক ভারতীয় ক্রিকেটারের মতো গৌতম গম্ভীরও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছেন। গম্ভীর ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট দলের ধারাবাহিক ব্যর্থতায় সকলে চমকে উঠেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর, গম্ভীরের চুক্তি পর্যালোচনা করা হতে পারে।

এই কথা মাথায় রেখে, একজন ক্রিকেট ভক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াকে প্রশ্ন করেছেন, 'যদি ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফলাফল না করে, তাহলে কি গৌতম গম্ভীরকে বরখাস্ত করা হবে?' চোপড়া জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফলাফলের ভিত্তিতে গম্ভীরের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। 

সত্যিটা জানালেন বিশেষজ্ঞ

Advertisment

তাঁর ইউটিউব চ্যানেলে এই ব্যাপারে আকাশ চোপড়া বলেছেন, 'আমার মনে হয় না বিসিসিআই ইংল্যান্ড সফরের আগে গৌতম গম্ভীরকে কিছু বলবে। ইংল্যান্ড সফরের পরই, গম্ভীরের দায়িত্ব নেওয়ার একবছর পূর্ণ হবে। একবছর সময় দেওয়া হলে, তাঁর পারফরম্যান্স বিচার করা যেতে পারে। তখন দেখা যেতে পারে যে তিনি কেমন করেছেন, খেলোয়াড়দের তৈরি করতে পেরেছেন কি না, তাঁর দলের পারফরম্যান্স কতটা ভালো হয়েছে, সেগুলো খতিয়ে দেখা তখনই যেতে পারে।' 

আরও পড়ুন- পুরোনো বন্ধুর সঙ্গে দেখা, বন্ধুর ছেলের সঙ্গে সেলফি! দিল্লি মাঠে 'অচেনা' কোহলি

চোপড়া বলেন, 'কারও পারফরম্যান্স পর্যালোচনা করার জন্য অন্তত একটা বছর হাতে সময় দেওয়া উচিত। কিছু পরিবর্তন দেখাতে গেলে অন্তত হাতে ১২ মাস সময় দরকার। তাই আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ইংল্যান্ড সফরটাই গুরুত্বপূর্ণ। তখন গিয়ে গম্ভীরের পারফরম্যান্স পর্যালোচনা করা যেতে পারে। সেটা করলে তখন খারাপ দেখাবে না। ব্যাটসম্যান এবং বোলারদের পারফরম্যান্স যখন পর্যালোচনা করা যায়, তখন কোচের ক্ষেত্রেও সেটা করা যায়।'

Gautam Gambhir BCCI Champions Trophy Cricket News Indian Cricket Team Team-India Team India
Advertisment