Gavaskar on Ranji Absence: বিসিসিআই কী ব্যবস্থা নেবে? কোহলি, রাহুল, সিরাজের রঞ্জি ট্রফিতে অনুপস্থিতির জেরে সাজা নিয়ে এভাবেই প্রশ্ন তুললেন গাভাসকর। তারকা ক্রিকেটাররা চোটের অজুহাতে রঞ্জি ম্যাচ এড়াতে চেয়েছেন। কার্যত এই অভিযোগ তুলে চোটকে 'শিশুদের খেলা' বা শিশুদের মজা বলেও বোঝাতে চেয়েছেন কিংবদন্তি ক্রিকেট তারকা।
রঞ্জি ট্রফির শেষ রাউন্ডের ম্যাচগুলোর সবকটায় থাকছেন না- বিরাট কোহলি, কেএল রাহুল ও মহম্মদ সিরাজ। তাঁদের অনুপস্থিতি নিয়েই মূলত প্রশ্ন তুলেছেন গাভাসকর। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি ওই ক্রিকেটারদের ইনজুরির দাবি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। কোহলি, রাহুল ও সিরাজ ৩০ জানুয়ারি থেকে তাঁদের নিজ নিজ দলের হয়ে ভারতের শীর্ষস্থানীয় প্রথম-শ্রেণির প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে খেলবেন।
কিন্তু, তার আগে ২৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় তাঁরা ছিলেন না। ওই ম্যাচগুলোয় রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজার মতো ভারতীয় দলের খেলোয়াড়রা অবশ্য নিজ নিজ দলের হয়ে অংশ নিয়েছেন।
খবরে প্রকাশ, কোহলি ঘাড় মচকে যাওয়ার কারণে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির ম্যাচে খেলতে পারেননি। অন্যদিকে কেএল রাহুল কনুইয়ের চোটের কারণে পাঞ্জাবের বিরুদ্ধে কর্ণাটকের ম্যাচে খেলতে পারেননি। তবে, গাভাসকর এইসব যুক্তি মানতে নারাজ। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ওই খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সংবাদমাধ্যমে কলামে গাভাসকর লিখেছেন, 'গত সপ্তাহের রঞ্জি ট্রফির ম্যাচগুলোতে না খেলা কেএল রাহুল, মহম্মদ সিরাজ ও বিরাট কোহলি পরবর্তী রাউন্ডে খেলবেন কি না তা দেখা রীতিমত আকর্ষণীয় ব্যাপার হবে। আরও আকর্ষণীয় বিষয় হল যদি তাঁরা না খেলেন তবে বিসিসিআই কী পদক্ষেপ নেয়, সেটা দেখা। তারা কি আহত ছিলেন? চোটের জন্য মেডিকেল সার্টিফিকেট দেওয়া শিশুসুলভ ব্যাপার। যদি তাঁরা আহত হন, তবে তাঁরা কি চিকিৎসা করাতে এবং পুনরুদ্ধারের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে গিয়েছিলেন? একথা বলার কারণ, নীতীশ রেড্ডির সাইড স্ট্রেনের সমস্যা হওয়ায় তাঁকে এনসিএতেই পাঠানো হয়েছিল।'
গাভাসকর আরও লিখেছেন, 'বিসিসিআই-চুক্তিতে থাকা খেলোয়াড়দের ক্ষেত্রে কি এটাই রীতি নয়, যে কোনও আঘাত পেলেই তাঁদের এনসিএ-তে রিপোর্ট করতে হয়? আর, বিসিসিআই বিশেষজ্ঞরা তাঁদের ফিট বলে সার্টিফিকেট দেওয়ার পরেই তাঁরা ভারতের হয়ে খেলা শুরু করতে পারেন? আমরা যতদূর জানি, এই খেলোয়াড়রা সম্ভবত আঘাত না থাকলেও আগের ম্যাচগুলো খেলেননি। আমরা শীঘ্রই সমস্তটা জানতে পারব।'
আরও পড়ুন- নেতৃত্ব দিতে রাজি নন কোহলি, সরাসরি প্রত্যাখ্যান মহাতারকার
কোহলি, রাহুল এবং সিরাজ ৩০ জানুয়ারী থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোয় অবশ্য খেলবেন। ২০১২ সালের পর ভারতের সেরা প্রথম-শ্রেণির প্রতিযোগিতায় কোহলি তাঁর প্রথম ম্যাচ খেলবেন। অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়ের বিরুদ্ধে খেলার কথা দিল্লির ক্রিকেটারের। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচে রাহুল কর্ণাটকের হয়ে খেলবেন। সিরাজ নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে মাঠে নামবেন।'