/indian-express-bangla/media/media_files/2025/01/28/gPJhYq0o0wduZoRGFIC6.jpg)
Virat Kohli: বিরাট কোহলি। ছবি- টুইটার)
Kohli turns down Delhi's Captaincy offer: বোর্ডের নির্দেশ মেনে রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন করলেও দিল্লির অধিনায়কত্ব করতে রাজি হলেন না বিরাট কোহলি। বরং, তিনি খেলবেন ২৫ বছরের কম বয়সি এলএসজি তারকা অধীনে। এমনটাই সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশিত হয়েছে। ১৩ বছর পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির লড়াইয়ে ফিরলেও দিল্লি দলের নেতৃত্ব দেবেন না কোহলি। ২০১৩ সালের চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে দিল্লি দলের হয়ে শেষবারের মত তিনি খেলেছিলেন।
তার ১৩ বছর পর কোহলি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম রেলওয়ের ম্যাচে রঞ্জি ট্রফিতে খেলবেন। দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) টিম ইন্ডিয়ার তারকাকে অধিনায়কত্ব করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু, পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে কোহলি জানিয়েছেন যে, রাজ্য দলের নেতৃত্ব দেবেন না। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কোহলি দলের নেতৃত্ব দিতে রাজি হননি। গত সপ্তাহে রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির হয়ে খেলার সময় ঋষভ পন্থও ডিডিসিএকে একই কথা জানিয়েছিলেন। দুই তারকাই রাজি না হওয়ায় দিল্লির নিয়মিত অধিনায়ক আয়ুষ বাদোনিই শেষ লিগ পর্যায়ের ম্যাচে দিল্লির নেতৃত্ব দেবেন।
বাদোনি এখনও ভারতের হয়ে খেলেননি, তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) হয়ে নিয়মিত খেলছেন। ২০২৫ মরশুমের আগে লখনউ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি এলএসজি ২৫ বছর বয়সি বাদোনিকে ৪ কোটি টাকায় ধরে রেখেছিল। এর মধ্যে পন্থ আবার জানিয়েছেন যে রেল ম্যাচে খেলবেন না। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ার ইংল্যান্ড সিরিজে ব্যস্ত থাকায় মুম্বইয়ের হয়ে পরবর্তী ম্যাচগুলোয় খেলতে পারবেন না।
After a long break, Virat Kohli is back in action at the Ranji Trophy! 💪 He joined the Delhi squad's training session at Arun Jaitley Stadium.
— Harsh 17 (@harsh03443) January 28, 2025
Kohli's presence with the Delhi team in #RanjiTrophy is pure love. ❤️#ViratKohli#ViratKohli𓃵
pic.twitter.com/URsTDPhqeI
কোহলি যেমন দিল্লির হয়ে খেলবেন, তেমনই কেএল রাহুলও হরিয়ানার বিরুদ্ধে কর্ণাটকের হয়ে খেলতে নামবেন। ঘাড়ের চোটের জন্য এর আগের ম্যাচগুলো কোহলি খেলতে পারেননি। আর, রাহুল খেলতে পারেননি কনুইয়ের চোটের জন্য। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যে একমাত্র রবীন্দ্র জাদেজাই রঞ্জির দুটো রাউন্ডের ম্যাচ খেলবেন। এর আগে দিল্লির বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে জাদেজা দুর্দান্ত খেলেছেন। এবার খেলবেন অসমের বিরুদ্ধে।
আরও পড়ুন- মঙ্গলবারই কোহলির অগ্নিপরীক্ষা, খেলবেন ম্যাচ! দেখা যাবে না কোনও চ্যানেলেই
২০১২ সালের নভেম্বরে গাজিয়াবাদে তাঁর ২৪তম জন্মদিনে উত্তরপ্রদেশের (ইউপি) বিরুদ্ধে কোহলি শেষবার রঞ্জি ম্যাচ খেলেছিলেন। ৩৬ বছর বয়সি এই আন্তর্জাতিক ক্রিকেটার ২০১৩ সালের চ্যালেঞ্জার ট্রফির (এ তালিকাভুক্ত টুর্নামেন্ট) পর থেকে দিল্লির হয়ে আর কোনও ফরম্যাটে খেলেননি। চ্যালেঞ্জার ট্রফিতে কোহলিই দিল্লির নেতৃত্ব দিয়েছিলেন। কোহলি দিল্লির হয়ে ২৩টি রঞ্জি ম্যাচে ৫টি সেঞ্চুরি-সহ ৫০.৭৭ গড়ে ১,৫৭৪ রান করেছেন।