India vs Australia: বছরের শেষে অস্ট্রেলিয়া সফর, সাদা বলের সিরিজ খেলতে যাচ্ছেন গিলরা

Shubman Gill and his team are set to tour Australia for a white-ball series at the year-end. Get all the latest updates here. বছরের শেষে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে শুভমান গিল ও তাঁর দল।

Shubman Gill and his team are set to tour Australia for a white-ball series at the year-end. Get all the latest updates here. বছরের শেষে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে শুভমান গিল ও তাঁর দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India

Team India: ভারতীয় দল। (ফাইল ফুটেজ)

Gill & Co. Ready for Year-End Australia Tour for White-Ball Series: চলতি বছরের শেষেই সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি দিচ্ছে ভারতীয় দল। এই সফরে টিম ইন্ডিয়া তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে। ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ম্যাচগুলো হবে। গত বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়া ১-৩ ব্যবধানে হেরেছে। বৃষ্টির কারণে ম্যাচ বাতিল না হলে ফলাফল ১-৪ হতেও পারত। তার মধ্যেই ভারতীয় দলের আগামী সফরের সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া। 

Advertisment

তবে, এবার আর টেস্ট সিরিজ নয়। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ম্যাচগুলো হবে পার্থ, অ্যাডিলেড এবং সিডনিতে। এরপর উভয় দল পাঁচটি টি ২০ ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলো হবে ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর। ম্যাচগুলো খেলা হবে- ক্যানবেরা, মেলবোর্ন, হোবার্ট, গোল্ডকোস্ট, ব্রিসবেনে।  

চলতি বছরের গোড়ার দিকে ভারতীয় দল বর্ডার-গাভাসকার টেস্ট ট্রফি সিরিজ হেরে গিয়েছে। সেই পরাজয়ের পর রোহিত শর্মার অধিনায়কত্ব ও গৌতম গম্ভীরের কোচিং দক্ষতা প্রশ্নের মুখে পড়েছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে অন্যান্য টুর্নামেন্টে সাফল্য পাওয়ায় রোহিত ও গম্ভীরের থেকে দায়িত্ব ছিনিয়ে নেওয়া হয়নি।

Advertisment

বর্তমানে দেশজুড়ে আইপিএল চলছে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই ভারতীয় দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড রওনা হবে। ইংল্যান্ডের পেস-সহায়ক পিচে সিরিজ। তাই ওই সফরে ফের রোহিত শর্মার অধিনায়কত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। পাশাপাশি, নজর থাকবে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির দিকেও। যদিও ইংল্যান্ড সিরিজে রোহিত ও বিরাট ভালো খেলতে না পারেন, তবে ফের তাঁদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠবে। আর, গম্ভীরের কোচিংও প্রশ্নের মুখে পড়তে পারে।

আরও পড়ুন- সানরাইজার্স ১৮.৪ ওভারে ১৬৩ অলআউট

বিশেষজ্ঞদের অনেকেই ইতিমধ্যে অভিযোগ করেছেন যে বর্তমান ভারতীয় দল বিদেশের মাটিতে টেস্ট-এ ভালো খেলতে পারে না। একদিনের ম্যাচ বা টি২০ খেলতেই টিম ইন্ডিয়া বেশি পটু। ইংল্যান্ড সফরে ভারতীয় দল ব্যর্থ হলে, ফের টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একই অভিযোগ উঠবে। সেক্ষেত্রে বোর্ডের সাম্প্রতিক নিষেধাজ্ঞা বা শর্তাবলি ভারতীয় দলের খেলোয়াড়দের ওপর আরও বেশি করে বলবৎ হতে পারে। যদিও এই নির্দেশাবলি নিয়ে বিরাট কোহলির মত টিম ইন্ডিয়ার অনেক ক্রিকেটারই ক্ষুব্ধ। 

cricket Cricket News shubhman-gill Team India Indian Cricket Team