Advertisment

শচীনকে আউট করায় সরাসরি খুনের হুমকি, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুংকার

১৯৯৯-এ অ্যাডিলেড টেস্টে শচীনকে লেগ বিফোর করেছিলেন গ্লেন ম্যাকগ্রাথ। ভারতের দ্বিতীয় ইনিংসে শচীনকে বিতর্কিত সিদ্ধান্তে আউট হতে হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Sachin Tendulkar

ব্যাট হাতে শচীন তেন্ডুলকর (টুইটার)

শচীনকে আউট করেছিলেন। সেইজন্য একেবারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। ম্যাকগ্রাথের সঙ্গে শচীনের বাইশ গজের ডুয়েল এখনও ক্রিকেটের রূপকথা। প্রাক্তন অজি পেসারের সঙ্গে ক্রিকেট ঈশ্বরের দ্বৈরথে কখনও শেষ হাসি হাসতেন শচীন, কখনও আবার ম্যাকগ্রাথ। তবে শচীনকে আউট করেই একবার অস্ট্রেলিয়ান কিংবদন্তি মৃত্যুর হুমকিও পেয়েছিলেন।

Advertisment

১৯৯৯-এ অ্যাডিলেড টেস্টে শচীনকে লেগ বিফোর করেছিলেন গ্লেন ম্যাকগ্রাথ। ভারতের দ্বিতীয় ইনিংসে শচীনকে বিতর্কিত সিদ্ধান্তে আউট হতে হয়েছিল। তারপরের অভিজ্ঞতা সম্প্রতি ম্যাকগ্রাথ ব্যক্ত করেছেন টাইমস অফ ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে। তিনি জানিয়েছেন, "এটা লজ্জার যে তখন ডিআরএস ছিল না। সেই সময়ে শচীন সবেমাত্র ক্রিজে এসেছিল। বোধহয় রানের খাতাও খোলেনি। শুন্য রানে ব্যাটিং করছিল। ওঁকে আমি বাউন্সার দিয়ে ক্রিজে নড়িয়ে দিতে চেয়েছিলাম। তবে সেই বল উচ্চতায় ওঠেনি। নীচু হয়েছিল। সেই সময়ে শচীনের উচ্চতাও বেশি ছিল না।"

আরও পড়ুন ধোনির জন্য নিয়ম আলাদা কেন! মাহিকে নিয়ে বেফাঁস কপিল দেব

এরপরে ম্যাকগ্রাথের সংযোজন, "ও নীচু হয়ে বল ডাক করতে গিয়েছিল। সেই সময়েই বল কাঁধে আছড়ে পড়ে। যে অ্যাঙ্গেলে আমি দেখছিলাম, সেই সময়ে আমার মনে হয়েছিল বল স্ট্যাম্পে লাগতে পারত। শচীনের মাথার ওপর দিয়ে বেল দেখতে পাচ্ছিলাম। আমি আবেদন করার সঙ্গে সঙ্গেই আম্পায়ার আউট দিয়ে দিয়েছিলেন।"

আরও পড়ুন ধোনির গ্যারাজে দুর্লভ বাইকের সংগ্রহ, কোটিপতিদেরও চোখ টাটাবে

ম্যাকগ্রাথের সমস্যা তৈরি হয়েছিল শচীনকে আউট করার পরেই। তিনি বলছিলেন, "শচীন এখনও ভাবে ওটা আউট ছিল না। অতীতে আম্পায়ারের সিদ্ধান্তই শিরোধার্য ছিল। তারপরে আমরা মেলবোর্ন আর সিডনিতে টেস্ট খেলেছিলাম। সফরেই মাঝে বেশ কয়েকবার মৃত্যুর হুমকি পায়। যদিও আমার নিরাপত্তা বেশ কড়া ছিল। সিডনিতে আমার পরিবারের উপরেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়াকেও হুমকি দেওয়া হয়। অস্বাভাবিক একটা ভয়ের আউট ছিল সেটা।"

Sachin Tendulkar BCCI
Advertisment