Government Revokes WFI Suspension, Sanjay Singh Takes Full Control: কেন্দ্রীয় সরকার কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই/WFI)-র নিষেধাজ্ঞা প্রত্যাহার করল। আর, ফেডারেশনের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সভাপতি সঞ্জয় সিংকে দিল। এই সঞ্জয় সিং আবার বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী। ব্রিজ ভূষণকে বেশ কয়েকজন মহিলা ক্রীড়াবিদ যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত করেছেন।
গত ২০২৩ এর ২৪ ডিসেম্বর জারি করা এক আদেশে ক্রীড়া মন্ত্রক ডব্লিউএফআই-কে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল এবং ভারতীয় অলিম্পিক সংস্থাকে (IOA) নির্দেশ দিয়েছিল যাতে তারা একটি অস্থায়ী কমিটি গঠন করে ফেডারেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে।
ক্রীড়া মন্ত্রকের নতুন চিঠিতে বলা হয়েছে, 'স্পট যাচাই কমিটির অনুসন্ধান, ডব্লিউএফআই-এর গৃহীত সংশোধনমূলক পদক্ষেপ এবং ভারতীয় ক্রীড়া ও ক্রীড়াবিদদের বৃহত্তর স্বার্থ বিবেচনায়, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ডব্লিউএফআই-এর ওপর থেকে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে এবং অবিলম্বে ফেডারেশনকে জাতীয় ক্রীড়া সংস্থা হিসেবে স্বীকৃতি পুনরায় দিচ্ছে।'
সরকার ফেডারেশন পরিচালনার জন্য কিছু নির্দেশ দিয়েছে:
১.সংশোধনী বাতিল: নিষেধাজ্ঞার সময়কালে গৃহীত সংশোধনীগুলো বাতিল করতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে, যাতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যথাযথ চেক অ্যান্ড ব্যালেন্স বজায় থাকে। এই প্রক্রিয়া ৪ সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে।
২. অযোগ্য ব্যক্তিদের বাদ দেওয়া: যেসব ব্যক্তি নির্বাচিত কর্তা নন অথবা ডব্লিউএফআই-এর বরখাস্ত/অপসারিত বেতনভুক্ত কর্তা, তাঁরা ফেডারেশন ও তার অনুমোদিত সংস্থাগুলোর সঙ্গে কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন না। ডব্লিউএফআই-এর কার্যনির্বাহী কমিটিকে (EC) এই বিষয়ে একটি লিখিত প্রতিশ্রুতি দিতে হবে ৪ সপ্তাহের মধ্যে। এই প্রতিশ্রুতি লঙ্ঘিত হলে ক্রীড়া বিধির অধীনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৩. স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া: আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য খেলোয়াড় নির্বাচনের পুরো প্রক্রিয়াটি মুক্ত, নিরপেক্ষ ও স্বচ্ছ হতে হবে, যা ক্রীড়াবিধি এবং আন্তর্জাতিক সংস্থা ইউডব্লিউডব্লিউ (UWW)-এর সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হবে।
৪. সুশাসন ও ক্রীড়াবিদ কল্যাণ: ডব্লিউএফআই-কে ক্রীড়াবিধি, সুশাসনের নীতি এবং ক্রীড়াবিদদের কল্যাণ সংক্রান্ত নীতিগুলোর যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন- টানা ৫ টস হেরেও চ্যাম্পিয়ন ভারত! চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই মুখ খুললেন রোহিত
এর আগেই আন্দোলনকারী ক্রীড়াবিদরা অভিযোগ করেছিলেন যে, ব্রিজভূষণ এবং তাঁর ঘনিষ্ঠদের বাঁচাতে কেন্দ্রীয় সরকার তৎপর। ক্রীড়ামন্ত্রকের নতুন নির্দেশে আন্দোলনকারী ক্রীড়াবিদদের সেই অভিযোগেই কার্যত নতুন করে সিলমোহর পড়ল।