Greg Chappell Criticizes Kohli & Rohit’s Poor Form: নির্বাচকরা বাদ দিক কোহলি-রোহিতকে! দুই ভারতীয় কিংবদন্তির পিছনে পড়ে গেলেন সৌরভ 'শত্রু' চ্যাপেল

India vs Australia: কোহলি-রোহিতকে টিম ইন্ডিয়া থেকে ছেঁটে ফেলার নিদান এবার সৌরভের শত্রু গ্রেগ চ্যাপেলের। ব্রিসবেন টেস্টের আগেই ভারতীয় দলে অশান্তি লাগানোর চেষ্টা।

India vs Australia: কোহলি-রোহিতকে টিম ইন্ডিয়া থেকে ছেঁটে ফেলার নিদান এবার সৌরভের শত্রু গ্রেগ চ্যাপেলের। ব্রিসবেন টেস্টের আগেই ভারতীয় দলে অশান্তি লাগানোর চেষ্টা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kohli, Greg, Rohit, কোহলি, গ্রেগ, রোহিত,

Kohli-Greg-Rohit: দুই সিনিয়র খেলোয়াড়কে বাদ দেওয়ার নিদান গ্রেগের। (ছবি- টুইটার)

Chappell Slams India’s Approach, Points Out Kohli, Rohit's Poor Form in Tests: নামী খেলোয়াড় বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার নিদান দিলেন ক্রিকেটগুরু গ্রেগ চ্যাপেল। চলতি বর্ডার-গাভাসকার সিরিজে ফলাফল আপাতত ১-১। সামনেই ব্রিসবেন টেস্ট। তার আগে প্রথম একাদশ থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির মত দুই অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেওয়ার পরামর্শ দিলেন ক্রিকেটগুরু গ্রেগ চ্যাপেল। সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর ক্রিকেট কেরিয়ার ধ্বংসের জন্য আজও যাঁকে দোষারোপ করেন, সেই চ্যাপেল জানিয়েছেন, ভারতীয় দল থেকে বিরাট আর রোহিতের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকেও বাদ দেওয়া উচিত। 

Advertisment

পেস সহায়ক অস্ট্রেলিয়ার মাটিতে জিততে হলে ভালো বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটিংও করা দরকার। আর, এখন সবার নজর রয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে। দুই সিনিয়র খেলোয়াড়ের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়। তা-ও কোহলি পার্থে সেঞ্চুরি করেছেন। তার আগে দীর্ঘদিন তাঁর পারফরম্যান্স বেশ খারাপ ছিল। কিন্তু, রোহিত এডিলেড টেস্টে প্রথম ইনিংসে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ৬ রান করেছেন। তিনি আবার ছেলের জন্মের জন্য পার্থ টেস্ট খেলেননি। 

এই পরিস্থিতিতেই বিরাট আর রোহিতকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন গ্রেগ। তিনি এই ব্যাপারে নির্বাচকদের কড়া হতে বলেছেন। এই ব্যাপারে গ্রেগ বলেছেন, 'তোমরা নিজেরাই জান যে তোমাদের পারফরম্যান্স এখন ঠিক কেমন। ওই নামী খেলোয়াড়রা খেলতে খুবই ভালোবাসে। তারা যতদূর পারে খেলতে চায়। তাদের সেটা চাওয়ার অধিকার আছে।' চ্যাপেল জানান, অর্থের জন্য খেলোয়াড়রা অনেক কিছুই চাইতে পারেন। তবে, এই ব্যাপারে নির্বাচকদেরই যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে। 

Advertisment

নির্বাচকদের উদ্দেশে চ্যাপেল বলেছেন, 'আমরা ভালো কিছু করতে চাইলে, নির্বাচনের নীতি বদলাতে হবে। দরকার কঠিন সিদ্ধান্ত নিতে হবে। খেলোয়াড়রা খেলবেন কি না, সেই সিদ্ধান্ত খেলোয়াড়দের ঘাড়ে ঠেলে দিলে হবে না। তারা অবশ্যই সেই সিদ্ধান্ত নিতে চাইবে। কিন্তু, কারা খেলবে না, এটা ঠিক করা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। কাউকে সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পালন করতেই হবে। সেই কারণেই বাছাইয়ের নীতি ভালো হওয়া দরকার।'

আরও পড়ুন- মাত্র ২ ম্যাচ খেলা বোলারও আউট করে দেবে বিরাটকে! কোহলিকে ভয়ঙ্কর হেয় করে বিস্ফোরণ কাইফের

বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড পর্যন্ত গত পাঁচ টেস্টে রোহিত মাত্র ১৩৩ রান করেছেন। গড় ১৩.১০। আর, কোহলি করেছেন ১৯২ রান। গড় ২১.৩৩। সেই কথা মাথায় রেখেই চ্যাপেল বলেছেন, 'এটা খুবই কঠিন কাজ। নির্বাচক হিসেবে সঠিক লোককে বেছে নিতে হবে। এমন লোককে বাছতে হবে, যে কড়া কথাবার্তা বলতে পারবেন। এক্ষেত্রে সম্পর্কটাও একটা ব্যাপার। যাঁরা খেলেন, তাঁরাই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যান। খেলোয়াড়ের জীবনে ওঠানামা থাকেই। সেই কারণে যাঁদের ফর্ম আছে, তাঁদের বেছে নেওয়া উচিত।'

Virat Kohli Rohit Sharma Cricket News Indian Cricket Team Australia Cricket Team Team-India Team India Greg Chappel Greg Chappell