Prasidh Krishna Angry: রাগের মাথায় এ কী করলেন প্রসিদ্ধ কৃষ্ণা! ভয়ঙ্কর কাণ্ডে তাজ্জব ক্রিকেট বিশ্ব

GT vs MI IPL 2025: এই টুর্নামেন্টের ফিরতি লেগে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স। এই ম্য়াচে গুজরাটের বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেন।

GT vs MI IPL 2025: এই টুর্নামেন্টের ফিরতি লেগে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স। এই ম্য়াচে গুজরাটের বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Prasidh Krishna

গুজরাট টাইটান্সের পেস তারকা প্রসিদ্ধ কৃষ্ণা

IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। একটা সময় মুম্বইয়ের স্কোর ১০.৩ ওভারে ৯৭ রান হয়ে গিয়েছিল। তাও মাত্র ২ উইকেটে! এই জায়গা থেকে গুজরাটকে ম্য়াচে ফেরালেন দলের বোলাররা। গুজরাট একটার পর একটা মুম্বই ইন্ডিয়ান্সের ব্য়াটার আউট করতে শুরু করে। শেষপর্যন্ত মুম্বই আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। 

Advertisment

বশকে বল ছুঁড়ে মারলেন প্রসিদ্ধ কৃষ্ণা

তখন গুজরাট টাইটান্সের বোলাররা কার্যত রাজত্ব চালাচ্ছেন। ১৫ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) হাতে বল তুলে দেন গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমান গিল। প্রথম ওভারে পার্পল ক্যাপ হোল্ডার প্রসিদ্ধ ১৬ রান দিয়েছিলেন। কিন্তু, তিনি যখন দ্বিতীয় স্পেলে আসেন, তখন মুম্বই যথেষ্ট চাপে ছিল। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে স্ট্রাইকে ছিলেন করভিন বশ। ওভারের দ্বিতীয় বলটা বশ সামনের দিকে খেলেছিলেন। এরপর প্রসিদ্ধ বলটা তুলেই ব্যাটারের দিকে ছুঁড়ে মারেন। এই ঘটনায় সবাই হতভম্ব হয়ে যায়। কারণ, বশ ক্রিজের ভিতরেই দাঁড়িয়ে ছিলেন। বলটা তাঁর প্যাডে গিয়ে সজোরে লাগে। 

Advertisment

MI vs GT Live Score, IPL 2025: মুম্বাইয়ের আঁটসাট বোলিং, গুজরাটকে টানছেন শুভমান-বাটলার

দেখে নিন সেই ভিডিও:

ক্ষমা চাইতে হয় প্রসিদ্ধ কৃষ্ণাকে

করভিন বশের গায়ে বলটা লাগতে না লাগতেই নিজের ভুল বুঝতে পারেন প্রসিদ্ধ। সঙ্গে সঙ্গে তিনি হাতটা উপরের দিকে তুলে ব্যাটারের কাছে ক্ষমা চেয়ে নেন। আর সেকারণেই ঝামেলা আর খুব বেশিদুর এগোয়নি। অন্যদিকে, ব্যাটারও এই ঘটনার পর কোনও প্রতিক্রিয়া দেননি। আর তাই কোনও বিবাদের সূত্রপাত হয়নি। মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের শেষ ওভারেও এই দুই ক্রিকেটার মুখোমুখি হয়েছিলেন। সেখানে বশ প্রথম ২ বলে জোড়া ছক্কা হাঁকান।

IPL 2025: অপমান করেছিলেন হার্দিক, ঘরে ঢুকে বদলা নিলেন এই ভারতীয় ক্রিকেটার

১৫৬ রানের টার্গেট দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স

গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমান গিল টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতিতে মুম্বই প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৫ রান করেছেন। এই ম্য়াচে গুজরাট টাইটান্সকে জিততে হলে ১৫৬ রান করতে হবে।

Mumbai Indians Gujarat Titans IPL 2025 Prasidh Krishna