IPL 2025: অপমান করেছিলেন হার্দিক, ঘরে ঢুকে বদলা নিলেন এই ভারতীয় ক্রিকেটার

Hardik Pandya Sai Kishore Fight: চলতি আইপিএল টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়া বনাম সাই কিশোরের লড়াই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই লড়াই মুম্বই বনাম গুজরাট ম্য়াচকে আরও রোমহর্ষক করে তুলেছে।

Hardik Pandya Sai Kishore Fight: চলতি আইপিএল টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়া বনাম সাই কিশোরের লড়াই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই লড়াই মুম্বই বনাম গুজরাট ম্য়াচকে আরও রোমহর্ষক করে তুলেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya Mumbai Indians

মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

MI vs GT drama 2025: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয়বার একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং গুজরাট টাইটান্স (Gujarat Titans)। প্রথমবার অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই দুটো দলের সাক্ষাৎ হয়েছিল। সেই ম্য়াচে একটি বড়সড় ঝামেলার সাক্ষী থেকেছিল গোটা ক্রিকেট বিশ্ব। 

Advertisment

মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং গুজরাট টাইটান্সের স্পিনার আর সাই কিশোরের মধ্যে বিস্তর ঝামেলা হয়। দেখতে না দেখতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। এমনকী এও অভিযোগ ওঠে যে সাই কিশোরের উদ্দেশ্যে অশ্লীল শব্দ ব্যবহার করেন হার্দিক পান্ডিয়া। আর এবার হার্দিকের সেই অপমানের বদলা ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিলেন সাই কিশোর। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৬ এপ্রিল চলতি মরশুমে দ্বিতীয়বার এই দুই দল ফের খেলতে নামল। আর এই ম্য়াচে মুম্বই অধিনায়ককে তাঁর ঘরের মাঠেই অপমানের যাবতীয় যোগ্য জবাব দিলেন সাই।

Advertisment

এভাবেই হার্দিককে নিজের জালে ফাঁসালেন সাই

আসলে, গত অপমানের যোগ্য বদলা হিসেবে হার্দিক পান্ডিয়াকে আউট করে দেন সাই কিশোর। এই ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩ বল খেলে হার্দিক পান্ডিয়া ১ রান করেন। মুম্বই ইন্ডিয়ান্সের ১৩ ওভারে বল করতে আসেন সাই কিশোর। এই ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন হার্দিক।

Hardik Pandya and Sai Kishore: সব রাগ গলে জল! খেলা শেষ হতেই কিশোরকে বুকে জড়ালেন হার্দিক! দেখুন ভিডিও

দ্বিতীয় বল থেকে কোনও রান আসেন। কিন্তু, তৃতীয় বলে হার্দিক হাঁটু মুড়ে বড় শট খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু, ব্যাটে বলে একেবারে টাইমিং হয়নি। বলটা হার্দিকের ব্যাটে উপরের কানা লাগে। এই পরিস্থিতিতে বল সোজা আকাশের দিকে উঠে যায়। ক্যাচ ধরার জন্য শুভমান গিল উল্টোদিকে দৌড়তে শুরু করেন। অবশেষে বলটা তালুবন্দি করতে তিনি কোনও ভুল করেননি। অসাধারণ একটি ক্যাচ ধরেন শুভমান। আর এভাবেই হার্দিক একেবারে কম রানে প্যাভিলিয়নে ফিরে যান।

MI vs GT Live Score, IPL 2025: ওয়াংখেড়েতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, ভেস্তে যাবে ম্যাচ?

১৫৬ রানের টার্গেট দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স

গুজরাট টাইটান্স দলের অধিনায়ক শুভমান গিল টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এই পরিস্থিতিতে মুম্বই প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৫ রান করেছেন। এই ম্য়াচে গুজরাট টাইটান্সকে জিততে হলে ১৫৬ রান করতে হবে।

IPL 2025 Gujarat Titans Mumbai Indians Hardik Pandya