GT vs MI Highlights, IPL 2025: গুজরাটের অপরাজেয় রেকর্ড অব্যাহত, ৩৬ রানে জয় টাইটান্সের

GT vs MI Live Score Streaming, Gujarat Titans vs Mumbai Indians IPL 2025: নমস্কার, আইপিএল টুর্নামেন্টের আরও একটি হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স।

GT vs MI Live Score Streaming, Gujarat Titans vs Mumbai Indians IPL 2025: নমস্কার, আইপিএল টুর্নামেন্টের আরও একটি হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
GT vs MI Live Updates

গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স লাইভ আপডেটস

GT vs MI IPL 2025 Live Updates: শেষ হল গুজরাট টাইটান্সের ব্যাটিং। গুজরাট দলের ওপেনার সাই সুদর্শন এই ম্য়াচে দুর্দান্ত ব্যাট করলেন। মুম্বই ইন্ডিয়ান্সকে এই ম্য়াচে জিততে হলে ১৯৭ রান করতে হবে। মুম্বই টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। গুজরাটের হয়ে সুদর্শন ৪১ বলে ৪ চার এবং ২ ছক্কার দৌলতে ৬৩ রান করেন। গুজরাট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছে।

Advertisment

এই ম্য়াচে সুদর্শন ছাড়া গুজরাটের আর কোনও ব্যাটার বড় রানের ইনিংস খেলতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২ উইকেট শিকার করেছেন। অন্যদিকে ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, মুজিব উর রহমান এবং সত্যনারায়ণ রাজু একটি করে উইকেট শিকার করেন।

ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ১৮ বছরে পা রেখেছে এই জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (২৯ মার্চ) এই টুর্নামেন্টের নবম ম্য়াচ আয়োজন করা হচ্ছে এই ম্য়াচে খেলতে নামছে গুজরাট টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই দুটো দলই চলতি মরশুমে নিজেদের প্রথম ম্য়াচ হেরে গিয়েছে।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, গুজরাট টাইটান্সকে হারিয়েছিল পঞ্জাব কিংস। চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। গত মরশুমে স্লো ওভার রেটের কারণে একটি ম্য়াচ তাঁকে নির্বাসিত করা হয়েছিল। গত ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু, শনিবার আবারও তিনি স্বমহিমায় কামব্য়াক করছেন। প্রায় ৬ দিন পর ফের খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিকের নেতৃত্বে মুম্বই জিততে পারে কি না, সেটাই আপাতত দেখার। আপাতত এই ম্য়াচের যাবতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তের লাইভ আপডেটসে চোখ রাখুন।

  • Mar 29, 2025 23:39 IST

    জয় গুজরাটের

    ২০২৫ আইপিএল টুর্নামেন্টে জয়ের খাতা খুলল গুজরাট টাইটান্স। শনিবার তারা মুম্বই ইন্ডিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে দেয়।



  • Mar 29, 2025 23:25 IST

    আউট হলেন হার্দিক পান্ডিয়া

    ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স তাদের ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলল। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৭ বলে ১১ রান করে ফিরে গেলেন। রাবাডা তাঁর উইকেট শিকার করেন।



  • Advertisment
  • Mar 29, 2025 23:23 IST

    হাফসেঞ্চুরি হাতছাড়া করলেন সূর্যকুমার যাদব

    পঞ্চম উইকেটের পতন হল মুম্বইয়ের। সূর্যকুমার যাদব ২৮ বলে ৪৮ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হলেন। দ্বিতীয় উইকেট পেলেন কৃষ্ণা।



  • Mar 29, 2025 23:22 IST

    ১৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স

    গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৯৭ রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১২ রান করেছে। একদিকে ৪৬ রানে ব্যাট করছেন সূর্যকুমার যাদব। অন্যদিকে, হার্দিক পান্ডিয়া ৩ রানে ব্যাট করছেন। মুম্বইকে জিততে হলে এখনও ৩৬ বলে ৮৫ রান করতে হবে।



  • Mar 29, 2025 23:20 IST

    মুম্বইয়ের চতুর্থ উইকেটের পতন

    ১০৮ রানের মাথায় মুম্বইয়ের চতুর্থ উইকেট পড়ল। রবিন মিনজ ৮ বলে ৩ রান করে ফিরে গেলেন। প্রথম উইকেট শিকার করলেন সাই কিশোর।



  • Mar 29, 2025 23:18 IST

    তিলক বর্মা আউট

    মুম্বই ইন্ডিয়ান্সের তৃতীয় উইকেট পড়ল। ৩৯ রানে ফিরে গেলেন তিলক বর্মা।



  • Mar 29, 2025 22:52 IST

    ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর

    ১৯৭ রান তাড়া করতে নেমে ১১ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ২ উইকেট হারিয়ে ৯৭ রান করেছে। তিলক বর্মা এবং সূর্যকুমার যাদবের মধ্যে ৩৯ বলে ৬২ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।



  • Mar 29, 2025 22:19 IST

    ৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪৮ রান

    পাওয়ারপ্লে চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্স ২ উইকেট হারিয়ে ৪৮ রান করেছেন। ক্রিজে রয়েছেন তিলক বর্মা (২০) এবং সূর্যকুমার য়াদব (৯)। 



  • Mar 29, 2025 22:17 IST

    সিরাজের শিকার হলেন রিকলটন

    দ্বিতীয় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। রায়ান রিকলটন ৬ রান করে আউট হয়ে গেলেন। দ্বিতীয় উইকেট শিকার করলেন মহম্মদ সিরাজ। এবার ব্যাট করতে মাঠে নামলেন সূর্যকুমার যাদব।



  • Mar 29, 2025 22:16 IST

    ৪ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩২ রান

    ৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ১ উইকেট হারিয়ে ৩২ রান করেছে। আপাতত ৬ রানে ব্যাট করছেন রায়ান রিকলটন। অন্যদিকে, ১৭ রানে দাঁড়িয়ে রয়েছেন তিলক বর্মা।



  • Mar 29, 2025 21:59 IST

    ২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২৪ রান

    গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ২ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২৪ রান করেছে। তিলক বর্মা ১৬ রানে ব্য়াট করছেন। অন্য়দিকে, রায়ান রিকলটন এখনও পর্যন্ত খাতা খুলতে পারেননি।



  • Mar 29, 2025 21:57 IST

    প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা

    গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়ের জন্য ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু, মাত্র ৮ রানের মাথায় প্রথম উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ৪ বলে ৮ রান করে ফিরে গেলেন রোহিত শর্মা। মহম্মদ সিরাজ তাঁকে ক্লিন বোল্ড করে দিলেন। এবার ব্য়াট করতে নেমেছেন তিলক বর্মা।



  • Mar 29, 2025 21:37 IST

    মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ১৯৭ রানের টার্গেট

    মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স ১৯৬ রান করল। 



  • Mar 29, 2025 21:22 IST

    প্যাভিলিয়নে ফিরল গুজরাটের অর্ধেক দল

    গুজরাট টাইটান্সের অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে গেল। সাই সুদর্শন ৬৩ রান করে আউট হন। এর পরের বলেই রাহুল তেওয়াটিয়া রানের খাতা খোলার আগে আউট হয়ে যান। পরের বলে আবার শেরফান রাদারফোর্ড ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন।



  • Mar 29, 2025 21:20 IST

    ১৮ ওভার শেষে গুজরাটের স্কোর

    ১৮ ওভার শেষে গুজরাট টাইটান্স ১৭৯ রান করেছে। শেরফান রাদারফোর্ড এবং সাই সুদর্শন ভালো ব্যাটিং করছেন।



  • Mar 29, 2025 21:19 IST

    গুজরাটের তৃতীয় উইকেটের পতন

    ১৪৬ রানে গুজরাট টাইটান্সের তৃতীয় উইকেটের পতন হল। ফিরলেন শাহরুখ খান। এই ম্য়াচে তিনি ৯ বলে ৭ রান করেন। হার্দিক পান্ডিয়ার বলে তাঁকে আউট হয়ে ফিরতে হল। বাউন্ডারিতে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ নিলেন তিলক বর্মা।



  • Mar 29, 2025 21:17 IST

    হাফসেঞ্চুরি করলেন সাই সুদর্শন

    গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচে গুজরাটের হয়ে দুর্দান্ত একটি অর্ধশতরান করলেন সাই সুদর্শন। ৩৩ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি।



  • Mar 29, 2025 21:15 IST

    ১২৯ রানে দ্বিতীয় উইকেটের পতন

    সাফল্য পেলেন মুজিব উপর রহমান। জস বাটলার আউট হয়ে গেলেন। গুজরাটের দ্বিতীয় উইকেটের পতন হল। ৩৯ রান করলেন বাটলার।



  • Mar 29, 2025 20:41 IST

    ১০ ওভার শেষে গুজরাটের স্কোর ৯২ রান

    ১০ ওভার শেষে গুজরাট টাইটান্স এক উইকেট হারিয়ে ৯২ রান করেছে। উইকেটে ৩৮ রানে ব্যাট করছেন সাই সুদর্শন এবং ১৩ রানে ব্যাট করছেন জস বাটলার।



  • Mar 29, 2025 20:20 IST

    প্রথম ধাক্কা খেল গুজরাট

    গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচে গুজরাট ৭৮ রানে প্রথম উইকেট হারাল। ৩৮ রান করে আউট হলেন শুভমান গিল।



  • Mar 29, 2025 20:10 IST

    ৬ ওভার শেষে গুজরাট টাইটান্সের স্কোর ৬৬ রান

    মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করেছে গুজরাট টাইটান্স। প্রথম ৬ ওভারে তারা কোনও উইকেট না হারিয়ে ৬৬ রান তুলে ফেলেছে। শুভমান গিল এবং সাই সুদর্শন দুজনেই ৩২ রান করেছেন। আশা করা হচ্ছে, এই জুটি বড় রান করবে।



  • Mar 29, 2025 19:56 IST

    তিন ওভার শেষে গুজরাট টাইটান্সের ২৬ রান

    ২০২৫ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করতে নেমেছে। তিন ওভার শেষে তারা বিনা উইকেটে ২৬ রান করেছে। সাই সুদর্শন এবং শুভমান গিল দুজনেই ১৩ রানে ব্যাট করছেন।



  • Mar 29, 2025 19:38 IST

    ব্যাটিং শুরু গুজরাটের

    ব্যাট করতে নামলেন শুভমান গিল এবং সাই সুদর্শন।



  • Mar 29, 2025 19:15 IST

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

    রোহিত শর্মা, রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, মুজিব উর রহমান, সত্যনারায়ণ রাজু।



  • Mar 29, 2025 19:12 IST

    গুজরাট টাইটান্সের প্রথম একাদশ

    শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, রাহুল তেওটিয়া, শাহরুখ খান, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।



  • Mar 29, 2025 19:08 IST

    প্রথম জয়ের জন্য ঝাঁপাবে দুই দল

    চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, গুজরাট টাইটান্সকে হারিয়েছিল পঞ্জাব কিংস। ফলে এই ম্য়াচটা জেতার জন্য দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।



  • Mar 29, 2025 19:06 IST

    টস আপডেট

    শুরু হচ্ছে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ। মুম্বই টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। মুম্বইয়ের প্রথম একাদশে কামব্যাক করেছেন হার্দিক পান্ডিয়া।



IPL Gujarat Titans Mumbai Indians Hardik Pandya Shubhan Gill