Advertisment

Shubhan Gill

শুভমান গিল একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। তিনটি ফরম্যাটেই ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটানসের অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে পঞ্জাবের হয়ে খেলেন। শুভমানের জন্ম ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর। তাঁকে সমসাময়িক বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়। গিল ২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সহ-অধিনায়ক ছিলেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন। ডানহাতি ব্যাটসম্যান গিল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরি করেছেন। ভারতীয় দলের হয়ে টি২০ ক্রিকেটে একক সর্বোচ্চ রান করেছেন। ওডিআইতে দ্রুততম খেলোয়াড় হিসেবে ২০০০ রান করার রেকর্ডও তাঁর দখলে। মাত্র ৩৮ ইনিংসে তিনি ওই রান করেছেন। ২০১৭ সালে বিদর্ভের বিরুদ্ধে তাঁর এ শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। আর ২০১৭-১৮ রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে পঞ্জাবের হয়ে তাঁর প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। সেই ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। ২০১৭ সালের শেষের দিকে, গিল সার্ভিসেসের বিরুদ্ধে একটি ইনিংসে ১২৯ রান করেন। এরপর ২০১৯ সালের জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট দলের হয়ে তাঁর আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়।
Advertisment