GT vs MI Predicted Playing 11, IPL 2025: কঠিন লড়াই! জয়ের স্বাদ পেতে কেমন একাদশ সাজাচ্ছে গুজরাট ও মুম্বাই

Get the latest updates on GT vs MI IPL 2025 match, including predicted playing 11, full squads, and impact subs. Stay tuned for the Gujarat Titans vs Mumbai Indians clash at Narendra Modi Stadium. জিটি বনাম এমআই আইপিএল ২০২৫ ম্যাচের সর্বশেষ আপডেট পান। সম্ভাব্য একাদশ, সম্পূর্ণ স্কোয়াড ও ইমপ্যাক্ট সাবসদের তালিকা জেনে নিন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স।

Get the latest updates on GT vs MI IPL 2025 match, including predicted playing 11, full squads, and impact subs. Stay tuned for the Gujarat Titans vs Mumbai Indians clash at Narendra Modi Stadium. জিটি বনাম এমআই আইপিএল ২০২৫ ম্যাচের সর্বশেষ আপডেট পান। সম্ভাব্য একাদশ, সম্পূর্ণ স্কোয়াড ও ইমপ্যাক্ট সাবসদের তালিকা জেনে নিন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স।

author-image
IE Bangla Sports Desk
New Update
GT vs MI: আজ জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে দুই দলই

GT vs MI: আজ জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে দুই দলই। (ছবি- আইপিএল)

GT vs MI IPL 2025: Predicted Playing 11, Full Squad, and Impact Subs: আইপিএল ২০২৫-এ, গুজরাট টাইটানস (GT) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (MI) শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে। দুটি দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে। গুজরাট টাইটানস (GT) পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১ রানে হেরেছে। আর, মুম্বাই ইন্ডিয়ান্স (MI) চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে পরাজিত হয়েছে। এই ম্যাচে উভয় দলই জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকায় এগোতে চাইবে।

Advertisment

ম্যাচের বিবরণ:

  • তারিখ ও সময়: শনিবার, ২৯ মার্চ ২০২৫, সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)​

  • স্থান: নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

সম্ভাব্য একাদশ:

Advertisment

গুজরাট টাইটানস (GT):

  1. শুভমান গিল (অধিনায়ক)​

  2. সাই সুদর্শন​

  3. জস বাটলার (উইকেটকিপার)​

  4. শেরফান রাদারফোর্ড​

  5. শাহরুখ খান​

  6. রাহুল তেওয়াটিয়া​

  7. রাশিদ খান​

  8. অর্শদ খান​

  9. আর সাই কিশোর​

  10. কাগিসো রাবাদা​

  11. মোহাম্মদ সিরাজ​

ইমপ্যাক্ট সাব: প্রসিদ্ধ কৃষ্ণ/মহিপাল লোমরোর (পরিস্থিতি অনুযায়ী)​

মুম্বাই ইন্ডিয়ান্স (MI):

  1. রোহিত শর্মা​

  2. রায়ান রিকেলটন (উইকেটকিপার)​

  3. উইল জ্যাকস​

  4. সূর্যকুমার যাদব​

  5. তিলক ভার্মা​

  6. হার্দিক পান্ডিয়া (অধিনায়ক)​

  7. নামান ধীর​

  8. মিচেল স্যান্টনার​

  9. দীপক চাহার​

  10. ট্রেন্ট বোল্ট​

  11. সত্যনারায়ণ রাজু​

ইমপ্যাক্ট সাব: বিগনেশ পুথুর/সত্যনারায়ণ রাজু (পরিস্থিতি অনুযায়ী)​

ফুল স্কোয়াড:

গুজরাট টাইটানস (GT): শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, অর্শদ খান, আর সাই কিশোর, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, মহিপাল লোমরোর, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, নিশান্ত সিন্ধু, জয়ন্ত যাদব, গেরাল্ড কোয়েটজি, করিম জানাত, মানভ সুথার, গুরনূর ব্রার, ঈশান্ত শর্মা, কুলওয়ন্ত খেজরোলিয়া।​

মুম্বাই ইন্ডিয়ান্স (MI): রোহিত শর্মা, রায়ান রিকেলটন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নামান ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, সত্যনারায়ণ রাজু, বিগনেশ পুথুর, রাজ বাওয়া, রবিন মিনজ, কৃষ্ণন শ্রীজিথ, বেভন জ্যাকবস, রিস টপলি, লিজাদ উইলিয়ামস, কর্ণ শর্মা, মুজিব উর রহমান, যশপ্রীত বুমরাহ, অর্জুন তেন্ডুলকার, অশ্বিনী কুমার।​

আরও পড়ুন- 'ও পুরুষদের প্রতি আকৃষ্ট, সব প্রমাণ আছে', স্বামীর সম্পর্কে বিস্ফোরক অর্জুন পুরস্কারপ্রাপ্ত বক্সার

এই ম্যাচে উভয় দলই জেতার জন্য ঝাঁপাবে।  জয়ের মাধ্যমে তাদের আইপিএল ২০২৫ অভিযানকে সঠিক পথে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে উভয় দলের কাছেই। দর্শকরা উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুর্দান্ত একটি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন। 

cricket Cricket News IPL Mumbai Indians gujrat