Boxer Saweety Boora: 'ও পুরুষদের প্রতি আকৃষ্ট, সব প্রমাণ আছে', স্বামীর সম্পর্কে বিস্ফোরক অর্জুন পুরস্কারপ্রাপ্ত বক্সার

Indian boxer Saweety Boora has accused her husband, Deepak Hooda, of being interested in men. She has vowed to present evidence in court and has filed for divorce, alleging dowry harassment and assault. ভারতীয় বক্সার সুইটি বোরা তাঁর স্বামী দীপক হুডার বিরুদ্ধে পুরুষদের প্রতি আকৃষ্ট হওয়ার অভিযোগ এনেছেন। তিনি আদালতে প্রমাণ দেওয়ার দাবিও জানিয়েছেন। পাশাপাশি, পণের জন্য নির্যাতন এবং মারধরের অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত বক্সার।

Indian boxer Saweety Boora has accused her husband, Deepak Hooda, of being interested in men. She has vowed to present evidence in court and has filed for divorce, alleging dowry harassment and assault. ভারতীয় বক্সার সুইটি বোরা তাঁর স্বামী দীপক হুডার বিরুদ্ধে পুরুষদের প্রতি আকৃষ্ট হওয়ার অভিযোগ এনেছেন। তিনি আদালতে প্রমাণ দেওয়ার দাবিও জানিয়েছেন। পাশাপাশি, পণের জন্য নির্যাতন এবং মারধরের অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত বক্সার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Saweety Boora-Deepak Niwas Hooda: কবাডি খেলোয়াড় দীপকনিবাস হুডা ও বক্সার সুইটি বোরা

Saweety Boora-Deepak Niwas Hooda: কবাডি খেলোয়াড় দীপকনিবাস হুডা ও বক্সার সুইটি বোরা। (ছবি- স্ক্রিনগ্যাব)

He has shown interest in men, will present all evidence": Boxer Saweety Boora's shocking charge against husband Deepak: ভারতীয় বক্সার সুইট বোরা তাঁর স্বামী দীপকনিবাস হুডার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। তাঁর অভিযোগ, দীপক পুরুষদের প্রতি আকৃষ্ট এবং তিনি এ বিষয়ে সমস্ত প্রমাণ আদালতে পেশ করবেন। ৩২ বছর বয়সি সুইটি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। ভিডিওতে তিনি অভিযোগ করেছেন, দীপকের আচরণই তাঁকে এই অভিযোগ প্রকাশ্যে আনতে বাধ্য করেছে এবং তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছেন।

Advertisment

ইনস্টাগ্রাম ভিডিওতে বিস্ফোরক মন্তব্য

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে সুইটি বলেছেন, 'আমি কোনও অভিযোগ করতে চাইনি। কিন্তু, আমার বাধ্য হয়েই জানাতে হচ্ছে যে ও পুরুষদের প্রতি আকৃষ্ট। আমি ওঁর কিছু ভিডিও পেয়ে অবাক হয়ে গেছি। আমি প্রথমে শান্তিপূর্ণভাবে বিচ্ছেদ চাইছিলাম। কিন্তু, এখন আমার সরাসরি মুখ খোলা ছাড়া অন্য কোনও রাস্তা নেই।' তিনি আরও বলেন, 'আমি সব প্রমাণ আদালতে জমা দেব। আমি যে অভিযোগ করেছি, তার প্রতিটি প্রমাণ আমার কাছে আছে। আমার স্বামী আমার দায়িত্ব নিতে অস্বীকার করেছে। আর, তাই আমি এই বিষয়ে কথা বলতে বাধ্য হচ্ছি।'

Advertisment

ভাইরাল হামলার ভিডিও

এর আগে, এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, দীপক হুডার দিকে সুইটি বোরা তেড়ে যাচ্ছেন এবং তাঁকে গলা চেপে ধরছেন। ঘটনাটি ঘটে হরিয়ানার হিসারের একটি থানায়। এ বিষয়ে দীপক হুডা সংবাদমাধ্যমকে জানান, ১৫ মার্চ তাঁকে থানায় ডাকা হয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তিনি সুইটির হাতে আক্রান্ত হন। সুইটি বোরা ও দীপক হুডা দু'জনেই ভারতের অর্জুন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়।

আরও পড়ুন- দেশের দ্রুততম! ১০০ মিটার ১০.২০ সেকেন্ডে দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গুরিন্দরবীর সিংয়ের

বিবাহ ও বিচ্ছেদের মামলা

সুইটি বোরা ও দীপক হুডা ২০২২ সালের জুলাই মাসে বিয়ে করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সুইটিকে এক থানার ভিতরে দীপককে আক্রমণ করতে দেখা গিয়েছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সুইটি ইতিমধ্যেই দীপকের বিরুদ্ধে পণের কারণে নির্যাতন এবং হামলার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন।

Arjun court Divorce Case Husband-Wife boxer