GT vs RCB Highlights, IPL 2025: হল না জয়ের হ্যাটট্রিক, গুজরাটের বিরুদ্ধে পরাস্ত বিরাটরা

GT vs RCB Highlights, Gujrat Titans vs Royal Challengers Bengaluru IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টের ১৪ নম্বর ম্য়াচে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।

GT vs RCB Highlights, Gujrat Titans vs Royal Challengers Bengaluru IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টের ১৪ নম্বর ম্য়াচে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
RCB vs GT Live Updates

গুজরাট টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

GT vs RCB IPL 2025 Highlights: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ১৪ নম্বর ম্য়াচে বুধবার (২ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru ) এবং গুজরাট টাইটান্স (Gujarat Titans) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। একদিকে বিরাট কোহলি (Virat Kohli), অন্যদিকে শুভমান গিল (Shubhan Gill)। এই মরশুমে প্রথম ম্য়াচ আরসিবি তাদের ঘরের মাঠে খেলতে নামবে। বেঙ্গালুরু আপাতত যে ফর্মে রয়েছে, তাতে তারা জয়ের হ্যাটট্রিককে টার্গেট করবে।

Advertisment

ইতিপূর্বে বিরাট কোহলিরা কেকেআর এবং চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকে এই ম্য়াচে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্য়াচ। ম্য়াচের যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেটসের জন্য চোখ রাখুন এখানে।

  • Apr 02, 2025 23:02 IST

    ৮ উইকেটে জয় গুজরাটের

    ১৩ বল বাকি থাকতেই জয়লাভ করল গুজরাট টাইটান্স। শেষবেলায় ব্যাটিং ধামাকা করলেন শেরফান রাদারফোর্ড এবং জস বাটলার। ৭৩ রানে অপরাজিত থাকেন বাটলার। অন্যদিকে ১৮ বলে অপরাজিত ৩০ রান করেন রাদারফোর্ড। অনেকেই ভেবেছিলেন, এই ম্য়াচে হয় বেঙ্গালুরু জয়ের হ্যাটট্রিক করবে। কিন্তু, সেটা আর হল না।



  • Apr 02, 2025 22:58 IST

    ১৬ ওভার শেষে গুজরাটের স্কোর

    ১৬ ওভার শেষে গুজরাট টাইটান্স ১৪১ রান করে ফেলেছে। উইকেটে রয়েছেন শেরফান রাদারফোর্ড (১৫) এবং জস বাটলার (৫৯)। জয়ের জন্য গুজরাটকে ২৪ বলে ২৯ রান করতে হবে।



  • Advertisment
  • Apr 02, 2025 22:55 IST

    হাফসেঞ্চুরি জস বাটলারের

    ১৭০ রান তাড়া করতে নেমে হাফসেঞ্চুরি করলেন জস বাটলার।



  • Apr 02, 2025 22:41 IST

    উইকেট পেলেন জস হ্যাজেলউড

    ৪৯ রান করে আউট হয়ে গেলেন সাই সুদর্শন। জস হ্যাজেলউডের বলে তিনি নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন। দ্বিতীয় উইকেট পড়ল গুজরাট টাইটান্সের। এবার ব্যাট করতে এলেন শেরফান রাদারফোর্ড।



  • Apr 02, 2025 22:10 IST

    ৬ ওভার শেষে গুজরাটের স্কোর

    ১৭০ রান তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স পাওয়ারপ্লে চলাকালীন ১ উইকেট হারিয়ে ৪২ রান করেছে। ক্রিজে রয়েছেন জস বাটলার (৪) এবং সাই সুদর্শন ২১ রানে ব্যাট করছেন।



  • Apr 02, 2025 22:08 IST

    জাত চেনালেন ভুবি, শুরুতেই নিলেন শুভমানের উইকেট

    প্রথম উইকেট শিকার করলেন ভুবনেশ্বর কুমার। গুজরাট অধিনায়ক শুভমান গিল ১৪ রান করে আউট হয়ে গেলেন। ব্যাট করতে এসেছেন জস বাটলার।



  • Apr 02, 2025 21:21 IST

    গুজরাটের সামনে ১৭০ রানের টার্গেট

    ইনিংসের শেষ বলে অষ্টম উইকেট হারাল আরসিবি। তবে নির্ধারিত ২০ ওভারে তারা ১৬৯ রান করে ফেলেছে। অন্যদিকে, গুজরাট টাইটান্সকে এই ম্য়াচ জিততে হলে ১৭০ রান করতে হবে।



  • Apr 02, 2025 21:19 IST

    ১৯ ওভার শেষে আরসিবি-র স্কোর

    ১৯ ওভার শেষে আরসিবি ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছে। টিম ডেভিড এবং ভুবনেশ্বর কুমার এখনও ক্রিজে রয়েছেন।



  • Apr 02, 2025 21:18 IST

    তৃতীয় উইকেট মহম্মদ সিরাজের

    লিয়াম লিভিংস্টোন আউট হতেই আরসিবি-র সপ্তম উইকেটের পতন হল। মহম্মদ সিরাজের বলে ৫৪ রান করে আউট হলেন লিভিংস্টোন। এবার ব্য়াট করতে এলেন ভুবনেশ্বর কুমার।



  • Apr 02, 2025 20:52 IST

    আউট ক্রুনাল পান্ডিয়া

    ষষ্ঠ উইকেট হারাল আরসিবি। দ্বিতীয় উইকেট শিকার করলেন সাই কিশোর। ক্রুনাল পান্ডিয়া ৫ রান করে আউট হয়ে গেলেন। ক্রিজে এবার ব্যাট করতে এলেন টিম ডেভিড।



  • Apr 02, 2025 20:48 IST

    ১৪ ওভার শেষে আরসিবি-র স্কোর

    ১৪ ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে। আরসিবি এখনও পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১০৩ রান করেছে। ক্রিজে রয়েছেন ক্রুনাল পান্ডিয়া এবং লিয়াম লিভিংস্টোন।



  • Apr 02, 2025 20:46 IST

    আরসিবি-র পঞ্চম উইকেটের পতন

    জীতেশ শর্মা ৩৩ রান করে আউট হয়ে যান। সাই কিশোর তাঁর উইকেট শিকার করলেন। আরসিবি-র অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। এবার ব্য়াট করতে নামলেন ক্রুনাল পান্ডিয়া।



  • Apr 02, 2025 20:26 IST

    ১০ ওভার শেষে আরসিহি-র স্কোর

    ৯ ওভার শেষে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ৪ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে। আপতত ব্যাট করছেন লিয়াম লিভিংস্টোন (৯) এবং জীতেশ শর্মা (২৩)।



  • Apr 02, 2025 20:24 IST

    আরসিবি-র চতুর্থ উইকেটের পতন

    অধিনায়ক রজত পতিদার খুব বেশি রান করতে পারলেন না। ইশান্ত শর্মার বলে তিনি ১২ বলে ১২ রান করে আউট হয়ে গেলেন। আর সেইসঙ্গে আরসিবি-র চতুর্থ উইকেটের পতন হল।



  • Apr 02, 2025 20:08 IST

    ফিল সল্ট আউট হতেই তৃতীয় ধাক্কা

    দ্বিতীয় উইকেট শিকার করলেন মহম্মদ সিরাজ। ফিল সল্ট ১৩ বলে ১৪ রান করে ফিরে গেলেন। আরসিবি-র তৃতীয় উইকেটের পতন হল। এবার ব্যাট করতে নামলেন লিয়াম লিভিংস্টোন।



  • Apr 02, 2025 19:52 IST

    তিন ওভার শেষে RCB-র স্কোর

    ৩ ওভার শেষে আরসিবি ২ উইকেট হারিয়ে ১৫ রান করেছে। ক্রিজে রয়েছেন ফিল সল্ট এবং অধিনায়ক রজত পতিদার।



  • Apr 02, 2025 19:50 IST

    দ্বিতীয় ধাক্কা খেল আরসিবি

    প্রথম সাফল্য পেলেন মহম্মদ সিরাজ। দেবদত্ত পাডিক্কল ৩ বলে ৪ রান করে আউট হয়ে গেলেন। আরসিবি দ্বিতীয় ধাক্কা খেল। ব্যাট করতে এলেন অধিনায়ক রজত পতিদার।



  • Apr 02, 2025 19:39 IST

    অনামী আরশাদের বলে আউট কোহলি

    বিরাট যতটা প্রত্যাশা করেছিলেন, বলটা তার থেকে একটু বেশি গতিতেই ব্যাটে আসে। আর সেটা ব্যাটের উপরের দিকে লাগে। অবশেষে প্রসিদ্ধ কৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন কিং কোহলি। ৭ রান করে ফিরতে হল বিরাটকে। ব্যাট করতে এলেন দেবদত্ত পাডিক্কল।



  • Apr 02, 2025 19:13 IST

    গুজরাটের প্রথম একাদশে নেই রাবাডা

    শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, আরশাদ খান, রশিদ খান, আর সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ইশান্ত শর্মা।



  • Apr 02, 2025 19:11 IST

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম একাদশ:

    ফিল সল্ট. বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড এবং যশ দয়াল।



  • Apr 02, 2025 19:05 IST

    টস আপডেট

    টসে জিতল গুজরাট টাইটান্স, প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শুভমানের।



  • Apr 02, 2025 18:53 IST

    বেঙ্গালুরু বনাম গুজরাট

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের মধ্যে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে তিনটে ম্য়াচে জয়লাভ করেছে আরসিবি। আর গুজরাট টাইটান্স জিতেছে ২ ম্য়াচে। আজকের ম্য়াচে আরসিবি দলের পাল্লা অনেকটাই ভারী বলে মনে করা হচ্ছে। আরসিবি গত ২ ম্য়াচে জয়লাভ করে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে।



Shubhan Gill Virat Kohli Gujarat Titans Royal Challengers Bengaluru IPL 2025