Gurindervir Singh: দেশের দ্রুততম! ১০০ মিটার ১০.২০ সেকেন্ডে দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গুরিন্দরবীর সিংয়ের

Gurindervir Singh clocked 10.20 seconds to set a new 100m national record at the Indian Grand Prix 1 in Bengaluru, beating Manikanta Hoblidhar and Amlan Borgohain. বেঙ্গালুরুতে ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স ১-এ ১০.২০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারের নতুন জাতীয় রেকর্ড গড়লেন গুরিন্দরবীর সিং, পরাজিত করলেন মানিকান্ত হোব্লিধর ও অম্লান বরগোহাইনকে

Gurindervir Singh clocked 10.20 seconds to set a new 100m national record at the Indian Grand Prix 1 in Bengaluru, beating Manikanta Hoblidhar and Amlan Borgohain. বেঙ্গালুরুতে ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স ১-এ ১০.২০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারের নতুন জাতীয় রেকর্ড গড়লেন গুরিন্দরবীর সিং, পরাজিত করলেন মানিকান্ত হোব্লিধর ও অম্লান বরগোহাইনকে

author-image
IE Bangla Sports Desk
New Update
Gurindervir Singh: শুক্রবার ভারতের ১০০ মিটার জাতীয় রেকর্ড ভেঙেছেন গুরিন্দরবীর সিং

Gurindervir Singh: শুক্রবার ভারতের ১০০ মিটার জাতীয় রেকর্ড ভেঙেছেন গুরিন্দরবীর সিং। (স্ক্রিনশট: @RFYouthSports via X)

Gurindervir Singh Breaks 100m National Record with 10.20s at Indian Grand Prix 1: ভারতের দ্রুততম মানব হলেন গুরিন্দরবীর সিং! বেঙ্গালুরুতে আয়োজিত ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স ১-এ তিনি ১০.২০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড গড়লেন।

Advertisment

মানিকান্ত ও অম্লানকে পিছনে ফেললেন গুরিন্দরবীর

এই দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মানিকান্ত হোব্লিধর। যিনি ১০.২২ সেকেন্ডে দৌড় শেষ করেন। তৃতীয় স্থান অর্জন করেছেন অম্লান বরগোহাইন। যিনি ১০.৪৩ সেকেন্ডে দৌড় শেষ করেছেন। এর আগে, মানিকান্ত হোব্লিধর ১০.২৩ সেকেন্ডে ১০০ মিটারের জাতীয় রেকর্ড গড়েছিলেন। কিন্তু, গুরিন্দরবীর সিং তাঁর ১০.২০ সেকেন্ড সময় নিয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন।

Advertisment

নিজের পুরনো রেকর্ডও ভাঙলেন গুরিন্দরবীর

২০১১ সালে গুরিন্দরবীর নিজের ব্যক্তিগত সেরা সময় করেছিলেন ১০.২৭ সেকেন্ড। এবার তিনি সেই সময়কেও পিছনে ফেলে দিলেন। ২০২৩ সালে পঞ্চকুলায় আয়োজিত ৬৩তম আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-এ গুরিন্দরবীর ১০.৩২ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানব হন। এবার তিনি নিজের সেই পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেলেন। ভারতের ক্রীড়াজগতে এটি এক নতুন দিগন্তের সূচনা করেছে, যেখানে স্প্রিন্টে ভারতীয় অ্যাথলেটরা আরও উঁচুতে পৌঁছানোর স্বপ্ন দেখছেন।

আরও পড়ুন- চেন্নাই ও মাদুরাইয়ে হবে এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ

এর আগে গুরিন্দরবীর বলেছেন, 'বহু লোক বলেছিল যে আমি ফুরিয়ে গেছি। তাঁদের জবাব দেওয়ার ছিল। জলন্ধরে আমি আমার কোচ সরবজিৎ সিং হ্যাপির কাছে ট্রেনিং নিয়েছি। ২০২১-এ আন্তঃরাজ্য প্রতিযোগিতার পর আমার অন্ত্রের মিউকাস আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি কিছু খেতে পারছিলাম না। এমনকী জলও খেতে পারছিলাম না। ১২ দিনে আমার আট কেজি ওজন কমে গেছিল। প্রায় একবছর আমি আমার পরিবারকে এসব সম্পর্কে কিছুই বলিনি। শুধু কোচ আর ডাক্তারের পরামর্শ নিয়ে গেছি। আয়ুর্বেদিক ওষুধ আর ভেষজ ব্যবহার করেই উন্নতি হয়েছে। তারপরই লড়াইয়ে ফিরতে পেরেছি।' অনিশ্চিত ভবিষ্যৎ থেকে সোনা জয়, রেকর্ড গড়া। গুরিন্দরবীর নিজের এই সব সাফল্যের মাধ্যমেই ইতিমধ্যে দেশের অ্যাথলেটদের কাছে উদাহরণ হয়ে উঠেছেন।

 

Sports News sports national record Athletics