টিম ইন্ডিয়ায় সরাসরি বাতিল! নির্বাচকদের যতিচিহ্নে কড়া বার্তা হনুমা বিহারির

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন হনুমা বিহারি। তারকা ক্রিকেটার কেন বাদ পড়লেন, তা স্পষ্ট নয়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন হনুমা বিহারি। তারকা ক্রিকেটার কেন বাদ পড়লেন, তা স্পষ্ট নয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টের স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। সেই স্কোয়াড থেকেই অপ্রত্যাশিতভাবে বাদ পড়েছেন অন্ধ্রপ্রদেশের হনুমা বিহারি। জাতীয় দলের জার্সিতে শেষবার মিডল অর্ডারের এই তারকা ব্যাটসম্যানকে দেখা গিয়েছিল সিডনি টেস্টে। কঠিন পরিস্থিতিতে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে টানা ব্যাট করে হনুমা টেস্ট বাঁচিয়ে দিয়েছিলেন। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তা সত্ত্বেও হনুমা মাঠ না ছেড়ে বাইশ গজে অজি বোলারদের মোকাবিলা করে টেস্ট ড্র করে ফিরেছিলেন। কার্যত এক পায়ে খেলে হনুমা বিহারি অশ্বিনের সঙ্গে জুটিতে ২৫৬ বলে ৬২ রান যোগ করে গিয়েছিলেন।

Advertisment

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সাহসী ইনিংসের মালিককে আচমকা বাদ দেওয়ায় ক্রিকেটমহল বেশ আলোচনা শুরু হয়েছে। সিডনিতে লড়াকু ইনিংস খেলার পরে বিহারিকে ইংল্যান্ড সফরগামী দলে রাখা হলেও চার টেস্টের একটিতেও সুযোগ জোটেনি।

আরও পড়ুন: টেস্ট দলে থেকে সরাসরি বাদ বিহারি! দল ঘোষণার দিনেই প্রকাশ্যে জানা গেল কারণ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বেশ কিছু সিনিয়র বিশ্রামে থাকছেন। এমন পরিস্থিতিতে বিহারি যে প্ৰথম একাদশে থাকবেন, তা নিয়ে নিশ্চিত ছিল ক্রিকেট মহল। তবে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচনী প্যানেল কানপুর, মুম্বই দুই টেস্ট থেকেই বাতিল করে দিয়েছেন বিহারিকে।

Advertisment

ভারতীয়-এ দলের হয়েও দক্ষিণ আফ্রিকা সফরে প্রাথমিকভাবে রাখা হয়নি তাঁকে। তবে শেষে বিহারিকে এ দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। তারকা ক্রিকেটারকে এভাবে উপেক্ষার শিকার হওয়ায় ক্রিকেট মহলে বেশ সমালোচিত হয়েছেন জাতীয় নির্বাচকরা।

আরও পড়ুন: আঙুলে চোট লাগার পরেই সিরাজকে সপাটে থাপ্পড় রোহিতের! তুলকালাম ড্রেসিংরুম, রইল ভিডিও

এমন আবহেই হনুমা বিহারি বৃহস্পতিবার টুইটার একাউন্টে ইঙ্গিতবাহী টুইট করেন। সেই টুইটে কেবলমাত্র 'কমা' ব্যবহার করেছেন তিনি। ক্রিকেট মহলের ধারণা, বাদ পড়লেও তিনি যে ফুরিয়ে (ফুলস্টপ) যাননি, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। এই বাদ পড়া তাঁর কাছে 'কমা'-র মতই সাময়িক।

কয়েকদিন আগে একইভাবে ইঙ্গিতবাহী এক ভিডিও পোস্ট করেছিলেন তারকা। সেই ভিডিওতে তাঁকে নেট অনুশীলন করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে ছিল স্রেফ যতিচিহ্ন এবং শেষে ব্যাট বলের ইমোজি। এতেই কার্যত বার্তা দিয়েছেন যে, তিনি ফুরিয়ে যাননি।

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়ায় তিনি কামব্যাক করতে পারেন কিনা, সেদিকেই নজর ক্রিকেট বিশ্বের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, জয়ন্ত যাদব

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket News Indian Cricket Team