/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/sachin-tendulkar-m.jpg)
শচীনের ফাইল চিত্র
মঙ্গলবার ৪৫-এ পা দিলেন ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন। আজও তাঁর ফ্যানেরা মনে করেন, ক্রিকেট যদি ধর্ম হয় তাহলে শচীন তাঁর একমাত্র আরাধ্য দেবতা। একসময় আসমুদ্র-হিমাচল তোলপাড় হত শচীন...শচীন গর্জনে। বাইশ গজের বিশ্বে দাপটের সঙ্গে ব্যাট শাসন করা মানুষটার আজ হ্যাপি বার্থডে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/ONE.jpg)
শচীন এবছর মেতে উঠেছিলেন প্রি-বার্থডে ব্যাশে। গতকাল বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গেই বান্দ্রার একটি রেস্তোরাঁয় সময় কাটালেন মাস্টার ব্লাস্টার। প্রাক জন্মদিনে শচীনের পরিবারের পক্ষ থেকে ছিলেন স্ত্রী অঞ্জলি, কন্যা সারা এবং ভাই অজিত। বন্ধুদের মধ্যে ছিলেন বিনোদ কাম্বলি, জাহির খান ও অজিত আগরকর। ২০১৩-তে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানান শচীন। ২০০টি টেস্ট ম্যাচ খেলেই গ্লাভস জোড়া তুলে রাখেন বিশ্বের একমাত্র শততম সেঞ্চুরির মালিক।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/THREE.jpg)
ক্রিকেটার শচীনের আরও অনেকগুলি পরিচয় রয়েছে। তিনি আজও মুম্বই ইন্ডিয়ান্সের আইকন। মেন্টরের ভূমিকাতেই রোহিত শর্মাদের ডাগ-আউটে থাকেন তিনি। ওয়াংখেড়েতে অনুষ্ঠিত আইপিএল-এর প্রতিটি ম্যাচে লিটল মাস্টার হাজির থাকেন। ক্রিকেটের বাইরে ফুটবল ও ব্যাডমিন্টনেও শচীনের বিচরণ। ইন্ডিয়ান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি কেরল বাস্টার্সের কো-ওনার তিনি। পাশাপাশি প্রিমিয়র ব্যাডমিন্টন লিগেও বেঙ্গালুরু ব্লাস্টার্স দলের মালিকানা রয়েছে তাঁর।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/TWO.jpg)
জন্মদিনের আগের দিন শচীন বেশ কিছুটা সময় কাটালেন সাংবাদিক ও লেখক বোরিয়া মজুমদারের বই ( ইলেভেন গডস অ্য়ান্ড আ বিলিয়ন ইন্ডিয়ান্স) প্রকাশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে শচীন ছাড়াও ছিলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী, মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা, প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক ও বিসিসিআই-এর কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্য ডায়না এডুলজি। এই অনুষ্ঠানে একটি বিশেষ কেক কাটলেন শচীন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/FOUR.jpg)
আরও পড়ুন-গলি ক্রিকেটে আচমকাই দেখা মিলল মাস্টারব্লাস্টারের
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/SIX.jpg)
আরও পড়ুন- নিজের শহরেই মোমের মূর্তি হয়ে যাচ্ছেন কোহলি
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/SEVEN.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/EIGHT.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/NINE.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/TEN.jpg)
ইন্ডিয়ান এক্সপ্রেসের জন্য ছবিগুলি তুলেছেন-বরিন্দর চাওলা