Happy Birthday Sourav Ganguly: আজ বাঙালির ঔদ্ধত্যের জন্মদিন, মহারাজা তোমারে সেলাম

Sourav Ganguly Birthday 2025: মঙ্গলবার (৮ জুলাই) ভারতীয় ক্রিকেট প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। আজ টিম ইন্ডিয়ার 'অ্যাংরি ইয়ং ম্য়ান' ৫৩ বছর বয়সে পা দিলেন।

Sourav Ganguly Birthday 2025: মঙ্গলবার (৮ জুলাই) ভারতীয় ক্রিকেট প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। আজ টিম ইন্ডিয়ার 'অ্যাংরি ইয়ং ম্য়ান' ৫৩ বছর বয়সে পা দিলেন।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly Birthday

৫৩ বছর বয়সে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

 

Advertisment

Sourav Ganguly Birthday 2025: সৌরভ গঙ্গোপাধ্যায়। বাঙালির কাছে একটা আবেগের নাম। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অন্যতম সফল অধিনায়ক। খাতায়-কলমে সাফল্য বিচার করলে অনেকেই হয়ত মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কিংবা বিরাট কোহলির (Virat Kohli) নাম বলবেন। কিন্তু, সৌরভের কাঁধে এমন একটা সময় টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল, যখন সেটা ম্য়াচ গড়াপেটার কাদায় ক্রমশ ডুবতে বসেছিল। সৌরভ শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি ধুয়েমুছে পরিষ্কারই করেননি, দিয়েছেন ঔদ্ধত্যের এক নয়া সংজ্ঞা। ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে স্টিভ ওয়ার বিজয়রথ থামানো, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জিতে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি ওড়ানো কিংবা ২০০৩ সালে ভারতীয় ক্রিকেট দলকে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তোলা। সবমিলিয়ে ভারতীয় ক্রিকেটে সৌরভের অধিনায়কত্ব যে এক নবজাগরণ ঘটিয়েছিল, সেটা বলা যেতেই পারে।

লিখেছেন প্রত্যাবর্তনের রূপকথা

মঙ্গলবার (৮ জুলাই) ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেই মহানায়কের জন্মদিন। আজ টিম ইন্ডিয়ার 'অ্যাংরি ইয়ং ম্য়ান' ৫৩ বছর বয়সে পা দিলেন। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘুরপাক খাচ্ছে। সৌরভের একটি সাম্প্রতিক ছবি পোস্ট করে লেখা রয়েছে, 'দুঃখের বিষয় একটাই যে আমাদের দাদা ক্রমশ বৃদ্ধ হয়ে যাচ্ছে।' সৌরভ এক অহংকারের নাম। সৌরভরা কখনও বৃদ্ধ হতে পারে না। ২২ গজের লড়াইয়ে তিনি যেভাবে বারংবার ফিরে এসেছেন, সেটাকে সিনেম্যাটিক বললে বোধহয় অত্যুক্তি হবে না। শুধুমাত্র ২২ গজেই নয়, 'মাছে-ভাতে' বাঙালির জীবনে কীভাবে দাঁতে-দাঁত চেপে প্রত্যাবর্তনের রূপকথা লিখতে হয় সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন।

Sourav Ganguly on Shubman Gill: 'আমার দেখা সেরা ইনিংস...', শুভমানের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly Insert (1)

হয়ে উঠলেন নক্ষত্র

বেহালার ডাকাবুকো ছেলেটা যে একদিন ক্রিকেট বিশ্ব শাসন করবে, সেটা ছোটবেলাতেই বোঝা গিয়েছিল। ৯২-য়ে টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছিলেন বটে, কিন্তু ক্যারিবিয়ান বোলিং আক্রমণ সেভাবে সামলে উঠতে পারেননি। বাদ পড়েছিলেন, হার মানেননি। ৯৬-তে আবারও ফিরলেন টিম ইন্ডিয়ায়। ফিরলেন বললে ভুল হবে, একেবারে রাজকীয় প্রত্যাবর্তন করলেন। লর্ডসে হাঁকালেন শতরান। ছোটবেলায় ইংরেজি বইয়ে পড়া রবার্ট ব্রুসের গল্পটা যে নেহাতই সিলেবাসের পাঠ্য নয়, সেটা বাঙালি জাতির চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন। সৃষ্টি করলেন নজির। ক্রমশ হয়ে উঠলেন নক্ষত্র। 

Sara Ali Khan-Sourav Ganguly: ডায়েট ভুলে ঝোলে-ঝালে ভুরিভোজ, মেট্রো ইন দিনো-র প্রচারের ফাঁকে সৌরভের বাড়িতে সারা-আদিত্য

Sourav Ganguly Insert (2)

এরপর? পরের রাস্তাটা ছিল আরও কঠিন। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কানাঘুষো শোনা যায়, সেইসময় নাকি মুম্বই লবির রাজত্ব চলত। আর সেই রাজত্বে শুরুর দিকে কিছুটা হলেও কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল সৌরভকে। কিন্তু, কেউ পারেনি। না রাজ সিং দুঙ্গারপুর, আর না গ্রেগ চ্যাপেল। যাবতীয় সমালোচনা হজম করে চওড়া ব্যাটে দিয়েছেন জবাব। ১১৩ টেস্ট ম্য়াচে করেছেন ৭,২১২ রান। অন্যদিকে, ৩১১ ওয়ানডে ম্য়াচে করেছেন ১১,৩৬৩ রান। 

Sourav Ganguly: একদিনের জন্য সৌরভ গাঙ্গুলি হলে কী করবে? মজার উত্তর দিল ChatGPT, কী বলল জানেন?

Sourav Ganguly Insert

মহারাজা তোমারে সেলাম

ঝালে-ঝোলে মিশে যাওয়া দৈনন্দিন রোজনামচায় সৌরভ এক মুক্ত বাতাসের নাম। ২০০৮ সালে নাগপুর টেস্টের পর তিনি অবসর গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু ক্রিকেট তাঁকে ছাড়েনি। আর তাই বারংবার ফিরে এসেছেন প্রশাসনিক পদে। কখনও সিএবি'র কুর্সিতে, কখনও বা আবার বিসিসিআই-এর অলিন্দে। সৌরভ বারবার প্রমাণ করেছেন, 'এভাবেও ফিরে আসা যায়।' আজ হয়ত বেশ কয়েকটি কারণের জন্য তাঁকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কিন্তু, বাঙালিকে যে ঔদ্ধত্য তিনি উজাড় করে দিয়েছে, সেই ঋণ কখনও ভোলার নয়। মহারাজা তোমারে সেলাম।

Virat Kohli Sourav Ganguly MS DHONI Indian Cricket Team