Sourav Ganguly on Shubman Gill: 'আমার দেখা সেরা ইনিংস...', শুভমানের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়

Shubman Gill 269 Runs: এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। তিনি ২৬৯ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন।

Shubman Gill 269 Runs: এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। তিনি ২৬৯ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly on Shubman Gill

শুভমান গিলের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

Sourav Ganguly: এজবাস্টনে টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) আপাতত দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) প্রথম ইনিংসে নজরকাড়া ব্যাটিং করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে সর্বাধিক রানের পরিসংখ্যানে শুভমান ভারতীয় ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান দখল করেছে। প্রথম টেস্টেও শুভমান একটি ঝকঝকে শতরান করেছিলেন। যদিও লিডস টেস্ট ম্য়াচে ৫ উইকেটে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্য়াচে শুভমান গিলের কাঁধে অধিনায়ক হিসেবে যে দায়িত্ব ছিল, তা কার্যত লেটার মার্কস নিয়ে পালন করেছেন।

Advertisment

এই পরিস্থিতিতে গোটা দেশ আপাতত শুভমান গিলের জন্য প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছে। সেই তালিকায় নাম লেখালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। প্রসঙ্গত, সৌরভ আপাতত ইংল্যান্ডেই রয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি সস্ত্রীক মাঠে বসে শুভমানের ইনিংস উপভোগ করেছেন। দিনের শেষে সৌরভ সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করে টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়কের প্রশংসা করলেন। 

Shubman Gill Angry Video: অধিনায়ক হতেই মাথা গরম? সতীর্থের উপর ভয়ঙ্কর চেঁচামেচি! ভাইরাল ভিডিও

মহারাজ লিখেছেন, 'শুভমান গিলের থেকে মাস্টার ক্লাস পারফরম্য়ান্স দেখলাম। একেবারে নিখুঁত পারফরম্য়ান্স বলতে যা বোঝায়, এটা কার্যত তাই ছিল। ইংল্যান্ডের মাটিতে আমার দেখা অন্যতম সেরা ইনিংস। গত কয়েকমাসে শুভমানের ব্যাটিংয়ে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া গিয়েছে। টেস্ট ক্রিকেটে ওপেনিং স্লটটা বোধহয় ওর জন্য সঠিক জায়গা ছিল না। আশা করছি, এই টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করবে।' এই টুইটটি তিনি শুভমান গিল এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও ট্যাগ করেছেন।

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে শুভমান গিল ট্রিপল সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু, অল্পের জন্য তিনি সেটা হাতছাড়া করেন। শুভমানের ধামাকাদার ব্যাটিং ২৬৯ রানেই থেমে যায়। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, 'বেশ কয়েকটা বিষয়ের উপর আমি উন্নতি করার চেষ্টা করেছি। আর আইপিএল শেষ হওয়ার পর এই টেস্ট সিরিজটা আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।'

Shubman Gill double century: সারার সঙ্গে কবে বিয়ে দিচ্ছেন? শুভমানের রেকর্ডের দিনই বেকায়দায় শচীন

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এখনও পর্যন্ত সবকিছু যেভাবে এগিয়েছে, সেটা মাথায় রেখেই আমি নিজের উন্নতি সাধন করার চেষ্টা করেছি। বিগত কয়েকদিন ধরে আমি স্লিপ ক্যাচ নিচ্ছি না। কারণ ব্যাটিংয়ের উপর কাজ করছি। কিন্তু, ওই ক্যাচগুলো ধরতে পেরে ভাল লাগছে। ফিল্ডিং যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। গত ম্য়াচের পর এই ব্যাপারে আমরা বিস্তর আলোচনা করেছি। গত ম্য়াচে যদি এর অর্ধেকও আমরা ফিল্ডিং করতে পারতাম, তাহলেই ম্য়াচের ফলাফল একেবারে বদলে যেত।'

Sourav Ganguly Indian Cricket Team Shubman Gill