Harbhajan on Team India culture: ভারতীয় ক্রিকেট দলে এখন 'তারকা সংস্কৃতি' চলে। একদশকের মধ্যে প্রথমবার টিম ইন্ডিয়া বর্ডার-গাভাসকর ট্রফি (বিজিটি) সিরিজ হারার পর, পরাজয়ের কারণ নিয়ে চলছে অনুসন্ধান। তার মধ্যেই মুখ খুলছেন অনেকেই। যাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। আর, তাতেই একের পর এক সত্যিটা, এককথায় টিম ইন্ডিয়ার অন্দরের খবর সামনে আসছে।
অস্ট্রেলিয়ায় বিজিটিতে হারের মধ্যে দিয়ে ২০২৪-২৫ ক্রিকেট মরশুম শেষ করেছে টিম ইন্ডিয়া। সাম্প্রতিক অতীতে ভারত অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। ১৯৯৭ সালের পর প্রথমবার শ্রীলঙ্কার কাছে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ হেরেছে। এই পরিস্থিতিতেই বর্তমান টিম ইন্ডিয়ায় 'তারকা সংস্কৃতি' চলার অভিযোগ উঠল। আর সেই অভিযোগ তুলেছেন বরাবরের ঠোঁটকাটা বলে পরিচিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। তিনি এই সুপারস্টার কালচারের অবসান ঘটাতে বিসিসিআইয়ের হস্তক্ষেপের প্রার্থনা করেছেন।
সাম্প্রতিক সময়ে ভারতের যে দুটো বড় পরাজয়, দুটোই বর্তমান কোচ গৌতম গম্ভীরের জমানায়। তাঁর আগে ভারতীয় দলের হেড কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জেতার পর কোচের দায়িত্ব থেকে সরে যান। এনিয়ে বলতে গিয়েই হরভজন সিং তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'গত ছয় মাসে আমরা শ্রীলঙ্কার কাছে হেরেছি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছি। এবার অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে হারলাম। রাহুল দ্রাবিড় থাকা পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই ছিল। ভারত বিশ্বকাপ জিতেছে। সবকিছু ঠিকঠাক চলেছে। কিন্তু, হঠাৎ কী হল?'
টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক দুর্দশার একটি প্রধান বৈশিষ্ট্য হল, দলের টপ-অর্ডার ব্যাটারদের খারাপ ফর্ম। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি অত্যন্ত খারাপ খেলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে নিজেকে বাদ দিয়েছিলেন রোহিত। হরভজন এই প্রসঙ্গে বলেছেন যে, খেলোয়াড়দেরকে জাতীয় দলে তাঁদের ফর্মের ভিত্তিতে জায়গা দিতে হবে। তাঁরা অতীতে কতটা ভালো খেলেছেন, তার ভিত্তিতে দলে রাখা যাবে না।
ভাজ্জি বলেন, 'প্রত্যেক খেলোয়াড়েরই কিছু না কিছু সুখ্যাতি আছে। যদি সেটাই হয়, তাহলে কপিল দেব, অনিল কুম্বলে বা যাঁরা ভারতের সবচেয়ে বড় ম্যাচজয়ী, এবার তাঁদেরকে জাতীয় দলে ফেরান। বিসিসিআই এবং নির্বাচকদের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। ভারতীয় দলের মধ্যে সুপারস্টারের মনোভাবের অবসান ঘটানো দরকার। অভিমন্যু ইশ্বরনকে সফরে নেওয়া হয়েছিল। কিন্তু, তাঁকে খেলানো হয়নি। তাঁকে সুযোগ দেওয়া হলে তিনি ভারতের হয়ে ভালো খেলতে পারতেন। সরফরাজেরও একই অবস্থা। এখন সামনে ইংল্যান্ড সফর। যে খেলোয়াড় পারফর্ম করবে, তাঁদেরই সেখানে যাওয়া উচিত। সুনামের ভিত্তিতে খেলোয়াড় বাছাই করা উচিত নয়।'
আরও পড়ুন- সিডনি টেস্টের সঙ্গে তাঁর পারিবারিক যোগাযোগ, বিরাট রহস্য প্রকাশ অজি ওপেনার কনস্টাসের
টি২০ বিশ্বকাপ জয়ের পর ভারতের বড় স্কোর বলতে গেলে প্রায় নেই। শুধু তাই নয়, টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে। দর্শকরা গোটা সিরিজে ভারতের পাশে থাকলেও টিম ইন্ডিয়া পার্থে প্রথম ম্যাচ ছাড়া প্রায় সব ম্যাচেই পিছিয়ে ছিল। কেবলমাত্র পার্থের প্রথম ম্যাচ টিম ইন্ডিয়া ২৯৫ রানে জিতেছে। এই সিরিজ হারার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ভারত ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। যাতে ঘরের মাঠে টিম ইন্ডিয়ার টানা ১৮টি সিরিজ জয়ের রেকর্ডের অবসান ঘটেছে। নিউজিল্যান্ডের কাছে হারার আগে ভারতীয় দল ১৯৯৭ সালের পর প্রথমবার শ্রীলঙ্কার কাছে দ্বিপাক্ষিক একদিনের সিরিজও হেরেছে।