/indian-express-bangla/media/media_files/2025/01/16/C18shmiansJmmjeEzCiZ.jpg)
Harbhajan Singh-Karun Nair-Ajit Agarkar: হরভজন সিং, করুণ নায়ার, অজিত আগরকর। (ফাইল ছবি)
Non-selection of Karun Nair: কেন ইংল্যান্ড সিরিজে করুণ নায়ারকে দলে নেওয়া হল না? অজিত আগরকরের নেতৃত্বাধীন বিসিসিআইয়ের নির্বাচক কমিটির দিকে দুসরা ছুড়লেন হরভজন সিং। ভারতীয় দল বাছাই নিয়ে প্রশ্ন তুলে হরভজনের অভিযোগ, 'যাঁরা খেলছে এবং রান করছে, তাঁদেরকেই উপেক্ষা করা হচ্ছে।' ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করার পর নায়ারকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হয়েছিল।
ভারতীয় ঘরোয়া ক্রিকেটে করুণ নায়ার যেন রান মেশিন। ৩৩ বছর বয়সি এই ব্যাটার পরিস্থিতি নির্বিশেষে সব ফরম্যাটেই রান করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে এবং সফরে টিম ইন্ডিয়ার ব্যাটাররা যখন নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে মুখ থুবড়ে পড়লেন, সেই সময় করুণ নায়ারের ধারাবাহিক পারফরম্যান্স বিশেষজ্ঞদের নজর টেনেছে।
বিরাট কোহলি ও রোহিত শর্মা, ভারতী দলের দুই কিংবদন্তি ব্যাটারই এখন খারাপ ফর্মে। সেই কারণে প্রাক্তন খেলোয়াড় ও বিশেষজ্ঞরা এই জুটিকে ঘরোয়া ক্রিকেট খেলার অনুরোধ করেছেন। এই পরিস্থিতিতেই হরভজন সিং তাঁর ইউটিউব চ্যানেলে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, 'অনেককে মাত্র দুটি ম্যাচ খেলার বিচারের নির্বাচিত করা হয়। আবার কাউকে কেবল আইপিএলের বিচারে নির্বাচিত করা হয়। তাহলে, করুণ নায়ারের জন্য আলাদা নিয়ম কেন? রোহিত আর বিরাট ফর্মের বাইরে। তাই তাদের রঞ্জিতে খেলতে পাঠানো হচ্ছে। কিন্তু যাঁরা রঞ্জি খেলছেন এবং রান করছে, তাঁদের কেন উপেক্ষা করা হচ্ছে? এই ছেলেরা এত রান করার পরও কবে জাতীয় দলের হয়ে খেলবে?'
হরভজন বলেন, 'আমি ওঁর পরিসংখ্যান দেখছি। ২০২৪-২৫ মরশুমে ও ছয় ইনিংস খেলেছে। ৫ ইনিংসে অপরাজিত থেকে ৬৬৪ রান করেছে। এটাই ওঁর গড়। ওঁর স্ট্রাইক রেট ১২০। তারপরও দলে জায়গা পায় না। এটা অন্যায়। আমি বুঝতে পারিনা, ট্রিপল সেঞ্চুরির পর ওঁকে কীভাবে বাদ দেওয়া হয়েছিল? এটা আমার কাছে কষ্টের ব্যাপার যে কেউ ওঁর মত খেলোয়াড়দের নিয়ে কথা বলে না।'
আরও পড়ুন- গম্ভীরের স্টাফদের সরানোর জল্পনা বাড়তেই আবেদন! ভারতের কোচ হতে চান ইংরেজ তারকা
ভারতীয় দল বর্তমানে পরিবর্তনের মুখে। সিনিয়র খেলোয়াড় রোহিত, কোহলিরা টেস্ট ফরম্যাটে টিকে থাকার জন্য লড়াই করছেন। এই পরিস্থিতিতে করুণ নায়ারের মত ব্যাটারকেই খুঁজছে টিম ইন্ডিয়া। করুণের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে ভদোদরার মতিবাগ স্টেডিয়ামে রাজস্থানকে ৯ উইকেটে পরাজিত করেছে বিদর্ভ। বিদর্ভ দলের হয়ে করুণ নায়ার অপরাজিত ১২২ রান করেছেন। তাঁর সঙ্গী ছিলেন ধ্রুব শোরে। তিনিও অপরাজিত ১১৮ রান করেছেন। দু'জনে মিলে অপরাজিত থেকে ২০০-র বেশি রান তুলেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন করুণ নায়ার। এই দুর্দান্ত পারফরম্যান্স করে কেমন লাগছে? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই প্রশ্নের প্রতিক্রিয়ায় করুণ বলেন, 'এটা একটা আবেগের মুহূর্ত।'