Advertisment

Team India-batting coach: গম্ভীরের স্টাফদের সরানোর জল্পনা বাড়তেই আবেদন! ভারতের কোচ হতে চান ইংরেজ তারকা

England's batter wants to be India’s coach: ১০৪ টেস্টে পিটারসেন ৮,১৮১ রান করেছেন। ১৩৬টি ওয়ানডেতে করেছেন ৪,৪৪০ রান। ৩৭টি টি২০-তে ১,১৭৬ রান করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kevin Pietersen: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন

Kevin Pietersen: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। Photograph: (ফাইল ছবি)

England's batter wants to be India’s coach: টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হতে আগ্রহ প্রকাশ করলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটিং তারকা কেভিন পিটারসেন। ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সের পর কোচ গম্ভীরের সাপোর্ট স্টাফদের নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের সরানো হতে পারে বলেই খবর প্রকাশিত হয়েছে। তারপরই ভারতীয় দলের ব্যাটিং কোচ হতে আগ্রহ প্রকাশ করলেন পিটারসেন।  

Advertisment

সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, লাল বলের ফরম্যাটে ভারতীয় ব্যাটিং অর্ডার বারবার ভেঙে পড়েছে। দুর্বল ব্যাটিংয়ের কারণে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ভারত হোয়াইটওয়াশ হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতলেও মেরুদণ্ডহীন ব্যাটিং পারফরম্যান্সের জন্য পরবর্তী চারটি টেস্টের মধ্যে তিনটিতে হেরেছে টিম ইন্ডিয়া। যার জেরে সিরিজ ৩-১ ব্যবধানে হারতে বাধ্য হয়েছে।

সবচেয়ে বড় কথা, দলের অন্যান্য ব্যাটারদের পাশাপাশি রোহিত শর্মা ও বিরাট কোহলির মত খেলোয়াড়দের নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি, প্রশ্ন উঠেছে কোচিং স্টাফদের ভূমিকা নিয়েও। এরপরই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, ভারত একজন ব্যাটিং কোচ খুঁজছে। তারই জবাবে কেভিন পিটারসেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খবরের জবাবে টুইট করেছেন যে তিনি ইংল্যান্ডের কোচ হতে রাজি।

ইংল্যান্ডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল ব্যাটারদের মধ্যে পিটারসেন অন্যতম। ১০৪ টেস্টে তিনি ৮,১৮১ রান করেছেন, ১৩৬টি ওয়ানডেতে ৪,৪৪০ রান করেছেন এবং ৩৭টি টি২০-তে ১,১৭৬ রান করেছেন। গম্ভীরের সাপোর্ট স্টাফদের নিয়ে প্রথম সমালোচনায় সরব হন সুনীল গাভাসকর। তাঁর নামেই সিরিজ। সেই সিরিজই খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। এরপরই গাভাসকর প্রশ্ন তোলেন, 'কোচিং স্টাফরা কী করছিল?' তবে শুধু কোচিং স্টাফরাই নন। ভারতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েছেন। 

Advertisment

রাহুল দ্রাবিড়ের থেকে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীর অভিষেক নায়ারকে ব্যাটিং কোচ, রায়ান টেন ডোয়েসচেটকে ফিল্ডিং কোচ ও মর্নে মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়ে এসেছেন। গাভাসকর এই কোচদের দিকেই আঙুল তুলেছেন। 

আরও পড়ুন- ভারতীয় ড্রেসিংরুমের তথ্য ফাঁস করেছেন এই তারকা, গম্ভীরের সন্দেহে সুপারস্টার

তিনি বলেছেন, 'অস্ট্রেলিয়ায় আপনার কোচিং স্টাফরা কী করছিল? আপনার বোলিং কোচ, আপনার ব্যাটিং কোচ- নিউজিল্যান্ডের বিরুদ্ধে যখন আমরা ৪৬ রানে আউট হলাম, বাকি ম্যাচগুলোতে আমরা যখন অত্যন্ত খারাপভাবে হারলাম, তখন ওঁরা কী করছিল? ব্যাটিংয়ে তো কোনও জোরই ছিল না। তাই ওই কোচদের প্রশ্ন করা উচিত যে আপনারা কী করেছেন? আমরা কেন কোনও উন্নতি দেখতে পাচ্ছি না?'

cricket BCCI England Cricket News Indian Cricket Team England Cricket Team Team-India Team India Kevin Pietersen
Advertisment